মধ্যপ্রদেশের জেলাসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

মধ্যপ্রদেশ রাজ্যটি ১লা নভেম্বর, ১৯৫৬ সালে অস্তিত্ব লাভ করে। মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চল রয়েছে, যার প্রশাসনিক সরকারি অবস্থান নেই, তবে তারা সম্পূর্ণরূপে ভৌগোলিক অঞ্চল; যা কিছু ঐতিহাসিক দেশ, রাজ্য বা প্রদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে, রাজ্যের জেলার সংখ্যা ৫২ টি।[] এই জেলাগুলি দশটি প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়। মধ্য প্রদেশের অঞ্চল ও জেলা নিচে দেখানো হয়েছে। ২০০০ সালে রাজ্যটি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিভক্ত হয়।

কৃষি-আবহাওয়াগতভাবে, ভৌগোলিকভাবে, ঐতিহাসিকভাবে এবং রাজনৈতিক অনুভূতি অনুযায়ী মধ্যপ্রদেশের প্রধান অঞ্চলগুলির নিম্নরূপঃ

মধ্যপ্রদেশের মোট ৫২ টি জেলা দশটি বিভাগে বিভক্ত।[][] রাজ্যের নবীন জেলা নিওয়ারি ২০১৮ সালের অক্টোবরে নির্মিত হয়েছিল তিকমগড় জেলার বিভাজন করে।[]

# কোড[] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[]
এপি অনুপপুর অনুপপুর ৭,৪৯,৫২১ ৩,৭৪৭ ২০০
এএস অশোকনগর অশোকনগর ৮,৪৪,৯৭৯ ৪,৬৭৪ ১৮১
এজি আগর মাল্বা আগর ২,৭৮৫
এএল আলিরাজপুর আলিরাজপুর ৭,২৮,৬৭৭ ৩,১৮২ ২২৯
আইএন ইন্দোর ইন্দোর ৩২,৭২,৩৩৫ ৩,৮৯৮ ৮৩৯
ইউজে উজ্জয়িনী উজ্জয়িনী ১৯,৮৬,৮৬৪ ৬,০৯১ ৩৫৬
ইউএম উমারিয়া উমারিয়া ৬,৪৩,৫৭৯ ৪,০৬২ ১৫৮
কেএ কাতনি কাতনি ১২,৯১,৬৮৪ ৪,৯৪৭ ২৬১
ডব্লিউএন খরগোন (পশ্চিম নিমার) খরগোন ১৮,৭২,৪১৩ ৮,০১০ ২৩৩
১০ ইএন খাণ্ডব (পূর্ব নিমার) খাণ্ডব ১৩,০৯,৪৪৩ ৭,৩৪৯ ১৭৮
১১ জিইউ গুনা গুনা ১২,৪০,৯৩৮ ৬,৪৮৫ ১৯৪
১২ জিডব্লিউ গোয়ালিয়র গোয়ালিয়র ২০,৩০,৫৪৩ ৫,৪৬৫ ৪৪৫
১৩ সিটি ছত্তরপুর ছত্তরপুর ১৭,৬২,৮৫৭ ৮,৬৮৭ ২০৩
১৪ সিএন ছিন্দওয়ারা ছিন্দওয়ারা ২০,৯০,৩০৬ ১১,৮১৫ ১৭৭
১৫ জেএ জবলপুর জবলপুর ২৪,৬০,৭১৪ ৫,২১০ ৪৭২
১৬ জেএইচ ঝাবুওয়া ঝাবুওয়া ১০,২৪,০৯১ ৬,৭৮২ ২৮৫
১৭ টিআই তিকমগড় তিকমগড় ১৪,৪৪,৯২০ ৫,০৫৫ ২৮৬
১৮ ডিটি দাতিয়া দাতিয়া ৭,৮৬,৩৭৫ ২,৬৯৪ ২৯২
১৯ ডিএম দামোহ দামোহ ১২,৬৩,৭০৩ ৭,৩০৬ ১৭৩
২০ ডিআই দিন্দোরী দিন্দোরী ৭,০৪,২১৮ ৭,৪২৭ ৯৪
২১ ডিই দেওয়াস দেওয়াস ১৫,৬৩,১০৭ ৭,০২০ ২২৩
২২ ডিএইচ ধর ধর ২১,৮৪,৬৭২ ৮,১৫৩ ২৬৮
২৩ এনএ নরসিংপুর নরসিংহপুর ১০,৯২,১৪১ ৫,১৩৩ ২১৩
২৪ - নিওয়ারি নিওয়ারি
২৫ এনই নীমুচ নীমুচ ৮,২৫,৯৫৮ ৪,২৬৭ ১৯৪
২৬ পিএ পান্না পান্না ১০,১৬,০২৮ ৭,১৩৫ ১৪২
২৭ বিআর বারওয়ানি বারওয়ানি ১৩,৮৫,৬৫৯ ৫,৪৩২ ২৫৬
২৮ বিএল বালাঘাট বালাঘাট ১৭,০১,১৫৬ ৯,২২৯ ১৮৪
২৯ ভিআই বিদিশা বিদিশা ১৪,৫৮,২১২ ৭,৩৬২ ১৯৮
৩০ বিইউ বুরহানপুর বুরহানপুর ৭,৫৬,৯৯৩ ৩,৪২৭ ২২১
৩১ বিই বেতুল বেতুল ১৫,৭৫,২৪৭ ১০,০৪৩ ১৫৭
৩২ বিডি ভিন্দ ভিন্দ ১৭,০৩,৫৬২ ৪,৪৫৯ ৩৮২
৩৩ বিপি ভোপাল ভোপাল ২৩,৬৮,১৪৫ ২,৭৭২ ৮৫৪
৩৪ এমএল মন্ডলা মন্ডলা ১০,৫৩,৫২২ ৫,৮০৫ ১৮২
৩৫ এমএস মান্দসৌর মান্দসৌর ১৩,৩৯,৮৩২ ৫,৫৩০ ২৪২
৩৬ এমও মোরেনা মোরেনা ১৯,৬৫,১৩৭ ৪,৯৯১ ৩৯৪
৩৭ আরএল রতলম রতলম ১৪,৫৪,৪৮৩ ৪,৮৬১ ২৯৯
৩৮ আরজি রাজগড় রাজগড় ১৫,৪৬,৫৪১ ৬,১৪৩ ২৫১
৩৯ আরএস রায়সেন রায়সেন ১৩,৩১,৬৯৯ ৮,৪৬৬ ১৫৭
৪০ আরই রেওয়া রেওয়া ২৩,৬৩,৭৪৪ ৬,৩১৪ ৩৭৪
৪১ এসজে শাজাপুর শাজাপুর ১৫,১২,৩৫৩ ৬,১৯৬ ২৪৪
৪২ এসএইচ শাহদোল শাহদোল ১০,৬৪,৯৮৯ ৬,২০৫ ১৭২
৪৩ এসভি শিবপুরি শিবপুরি ১৭,২৫,৮১৮ ১০,২৯০ ১৬৮
৪৪ এসপি শেওপুর শেওপুর ৬,৮৭,৯৫২ ৬,৫৮৫ ১০৪
৪৫ এসজি সগর সগর ২৩,৭৮,২৯৫ ১০,২৫২ ২৭২
৪৬ এসটি সাতনা সাতনা ২২,২৮,৬১৯ ৭,৫০২ ২৯৭
৪৭ এসএন সিংরোলি ওয়াইধান ১১,৭৮,১৩২ ৫,৬৭২ ২০৮
৪৮ এসআই সিধি সিধি ১১,২৬,৫১৫ ১০,৫২০ ২৩২
৪৯ এসও সেওনি সেওনি ১৩,৭৮,৮৭৬ ৮,৭৫৮ ১৫৭
৫০ এসআর সেহোর সেহোর ১৩,১১,০০৮ ৬,৫৭৮ ১৯৯
৫১ এইচএ হরদা হরদা ৫,৭০,৩০২ ৩,৩৩৯ ১৭১
৫২ এইচও হোশঙ্গাবাদ হোশঙ্গাবাদ ১২,৪০,৯৭৫ ৬,৬৯৮ ১৮৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Madhya Pradesh Gets New District Carved Out"NDTV। Press Trust of India। ১ অক্টোবর ২০১৮। 
  2. "Districts of Madhya Pradesh"। Government of Madhya Pradesh। ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  3. "MPOnline: Contact Government"www.mponline.gov.in। MPOnline। ২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  4. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (পিডিএফ)Ministry Of Communications and Information Technology, Government of India। ১৮ আগস্ট ২০০৪। পৃষ্ঠা ৫-১০। ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৮ 
  5. "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census"। 2011 census of India। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা