মধ্যপন্থী মুসলমান
মধ্যপন্থী মুসলমান শব্দগুচ্ছটি জঙ্গিবাদবিরোধীতা সংক্রান্ত আলোচনায় ব্যবহৃত হয়। চরমপন্থী ইসলাম-এর সাথে তুলনা করার জন্য এই শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়। এটি দিয়ে বোঝানো হয় যে ইসলামের অনুসারীদের একটি চরমপন্থী অংশ ইসলামি সন্ত্রাস বা জঙ্গিবাদ-কে সমর্থন করে থাকেন। আর এক্ষেত্রে বলা হয়, ইসলামের "মধ্যপন্থী" অংশটি জঙ্গিবাদকে সমর্থন করে না। আর এভাবেই মধ্যপন্থী মুসলমান এবং চরমপন্থী মুসলমানের মধ্যে পার্থক্য টানা হয়।[১]
সমালোচনা
সম্পাদনালরেঞ্জো জি. ভিদিনো এই "মধ্যপন্থী মুসলমান" তকমাটিকে "অন্তর্নিহিতভাবে বিতর্কিত" বলে মত দিয়েছেন এবং বলেছেন যে অনেক মুসলমান পণ্ডিতই এই শব্দটিকে অপমানজনক বলে মনে করেন। চার্নি এবং মার্ফি বলেন, "মধ্যপন্থী এবং চরমপন্থী মুসলমানদের মধ্যে এই শ্রেণিবিভাগটি নিরপেক্ষ হয় নি। আর এই শ্রেণিবিভাগের বিশ্বব্যাপী প্রয়োগের বেলায় জঙ্গিবাদবিরোধিতা সম্পর্কিত বিতর্কের ক্ষেত্রে এই মাপকাঠি ঠিক করা এবং কাকে জঙ্গিবাদ-এর পক্ষে আর কাকে বিপক্ষে বলা হবে এর কাঠামোগত পরিভাষা ঠিক করার ব্যাপারে মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছে।" যদিও কিছু কিছু মুসলমান এই শব্দচয়নকে মেনে নিয়েছে, তারপরেও অনেকেই একে মুসলমান সম্প্রদায় এবং ইসলামের উপর কলঙ্কলেপন বলে মনে করেন।[২]
অনেকে এই "মধ্যপন্থী মুসলিম" শব্দটিকে মুসলিমদের জন্য অশোভন হিসেবে উল্লেখ করেছে, কারণ তাদের ধারণা এই শব্দগুচ্ছ সাধারণ ইসলাম অন্তনির্হিতভাবে শান্তিপুর্ণ নয়;- এমন ধারণাকে ইঙ্গিত করে।[৩][৪] অন্যরা বিশ্বাস করে যে; যারা নিজেদের "মধ্যপন্থী মুসলিম" বলে তারা "সম্পূর্ণ মুসলিম" নয়,[৩] অথবা এই শব্দপুঞ্জ দ্বারা "প্রগতিশীল" বা "ধর্মনিরপেক্ষ" মুসলিমকে বোঝানো হয়।[৩][৪] অন্যরা, যেমনঃ তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ান একে পশ্চিমা ধারণা উল্লেখ করে এই শব্দপুঞ্জকে বাতিল করে দিয়েছেন। তার মতে শুধুমাত্র একটাই ইসলাম আছে।[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Khan, ed., M. A. Muqtedar (২০০৭)। Debating Moderate Islam: The Geopolitics of Islam and the West. (ইংরেজি ভাষায়)। Salt Lake City, UT: University of Utah Press।
- ↑ Corbett, Rosemary R. (২০১৬)। Making Moderate Islam: Sufism, Service, and the "Ground Zero Mosque" Controversy (ইংরেজি ভাষায়)। Stanford University Press।
- ↑ ক খ গ Manzoor, Sarfraz (১৬ মার্চ ২০১৫)। "Can we drop the term 'moderate Muslim'? It's meaningless"। The Guardian। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ Younus, Shireen। "I Am Not a Moderate Muslim"। The Harvard Crimson (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Erdoğan criticizes Saudi Crown Prince’s ‘moderate Islam’ pledge, Hurriyet, 10 Nov 2017
- Cherney, Adrian; Murphy, Kristina (১১ জানুয়ারি ২০১৬)। "What does it mean to be a moderate Muslim in the war on terror? Muslim interpretations and reactions"। Critical Studies on Terrorism। 9 (2): 159–181। ডিওআই:10.1080/17539153.2015.1120105।
- Corbett, Rosemary R.। Making Moderate Islam: Sufism, Service, and the "Ground Zero Mosque" Controversy.। Stanford University Press, 2016.।