মতলব পৌরসভা

চাঁদপুর জেলার একটি পৌরসভা

মতলব পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা[]

মতলব
পৌরসভা
মতলব পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
মতলব বাংলাদেশ-এ অবস্থিত
মতলব
মতলব
বাংলাদেশে মতলব পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২০′৪৫″ উত্তর ৯০°৫৩′১৭″ পূর্ব / ২৩.৩৪৫৮৩° উত্তর ৯০.৮৮৮০৬° পূর্ব / 23.34583; 90.88806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলামতলব দক্ষিণ উপজেলা
প্রতিষ্ঠাকাল২৫ মার্চ, ১৯৯৭
সরকার
 • পৌর মেয়রমোঃ আওলাদ হোসেন লিটন (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৪১ বর্গকিমি (১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৭০,৮৪০
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মতলব পৌরসভার আয়তন ৪১ বর্গ কিলোমিটার (১০,১৩১ একর)।[]

জনসংখ্যা

সম্পাদনা

মতলব পৌরসভার মোট জনসংখ্যা ৭০,৮৪০ জন। এর মধ্যে পুরুষ ৩৪,৭৩০ জন এবং মহিলা ৩৬,১১০ জন। মোট পরিবার ১২,০৫০টি। লোক সংখ্যার ঘনত্ব ১৭২৮ (প্রতি বর্গ কিলোমিটারে)। মোট ভোটার সংখ্যা ৩৩,৭৬১ জন (পুরুষ-১৫,৯৭৬ জন এবং মহিলা-১৭,৭৮৫ জন)। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২৫%। []

অবস্থান ও সীমানা

সম্পাদনা

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে মতলব পৌরসভার অবস্থান। এ পৌরসভার পূর্বে খাদেরগাঁও ইউনিয়নউপাদী উত্তর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে উপাদী দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন, পশ্চিমে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নমতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন, উত্তরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন এবং উত্তর-পূর্বে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল

সম্পাদনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৭ সালের ২৭ মার্চ মতলব পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে।[] ২২ ইউনিয়নের মতলব থানা কে দুটি উপজেলায় বিভক্ত করার আগে মতলবের সাবেক ১৩ নং ও ১৪ নং ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয় মতলব পৌরসভা। ৪১ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত মতলব পৌরসভা শুরুতে "গ" শ্রেণীভুক্ত হলেও ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি এটি " খ" শ্রেণিতে উন্নীত হয়। পরে ২০১৭ সালের ১৮ মে প্রথম শ্রেণি বা "ক" শ্রেণিভূক্ত হয় মতলব পৌরসভা। এ পৌরসভার প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন মতলব উত্তর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তৎকালীন মতলব উপজেলাধীন মতলব উত্তরমতলব দক্ষিণ ইউনিয়নদ্বয়ের ২০টি মৌজা ও ২২টি গ্রাম নিয়ে অর্থাৎ সাবেক মতলবগঞ্জ বাজার এর সবকটি গ্রাম নিয়েই মতলব পৌরসভার প্রশাসনিক এলাকা বিস্তৃত। পুরোনো ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে নতুন ভবনে পৌরসভাটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং জনগণের জন্য পৌর ভবনটি আধুনিকায়ন ও উন্নত সেবা প্রদান করার জন্য পৌর ভবনটি স্থানান্তর করা হচ্ছে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

মতলব পৌরসভায় ৯টি ওয়ার্ড (২২ টি গ্রাম, ২০ টি মৌজা) রয়েছে।[] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মতলব দক্ষিণ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মতলব পৌরসভার সাক্ষরতার হার ৬৩%।[]

শিক্ষা প্রতিষ্ঠান
  • মতলব সরকারি ডিগ্রি কলেজ
  • রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ
  • মুন্সীরহাট কলেজ
  • মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়
  • মতলবগঞ্জ জেবি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
  • কেএফটি কলেজিয়েট স্কুল
  • আদর্শ স্কুল মতলব
  • সামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়
  • বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়
  • দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়।
  • মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়
  • মুন্সীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়
  • মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডিউড্রপস ইন্টারন্যাশনাল স্কুল
  • কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল
  • ঢাকিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দূরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয
  • নবকলশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি

সম্পাদনা

মূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্স থেকে এ পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • পৌর মেয়র: মোহাম্মদ আওলাদ হোসেন লিটন

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  3. মতলব পৌরসভা: দলীয় মনোনয়নের অপেক্ষা, বিডি নিউজ টোয়েন্টিফোর, ২৭ নভেম্বর ২০১৫ ইং, সংগ্রহের তারিখ 2017-02-26  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা