হুমায়ূন কবীর ঢালী

বাংলাদেশী শিশুসাহিত্যিক

হুমায়ূন কবীর ঢালী বাংলাদেশের একজন শিশুসাহিত্যিক। তিনি শিশুসাহিত্যিক হিসেবে নিজ দেশ বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বেও বেশ পরিচিত।

হুমায়ূন কবীর ঢালী
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশালেখক
পরিচিতির কারণশিশুসাহিত্যিক
পুরস্কারমীনা মিডিয়া অ্যাওয়ার্ড,
এম নূরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার,
পদক্ষেপ পুরস্কার,
অতীশ দীপঙ্কর স্বর্ণপদক,
আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পদক,
সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড,
চিলড্রেন অ্যান্ড উইমেন ভিশন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড,
কবি সংসদ বাংলাদেশ শিশুসাহিত্য পুরস্কার-২০১৩
ভারতের চোখ সাহিত্য পুরস্কার।

জন্ম ও প্রারম্ভিক জীবন

সম্পাদনা

হুমায়ূন কবীর ঢালী নারায়ণগঞ্জের গোদনাইলে জন্মগ্রহণ করেন (সার্টিফিকেটে জন্মতারিখ ০১ এপ্রিল ১৯৬৬)। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার সিকিরচর গ্রামে। তিনি কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেছেন। তখন তিনি বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করতেন। মূলত তিনি প্রথমে লেখালেখি শুরু করেন প্রেমের উপন্যাস নিয়ে। পরবর্তীতে শিশুসাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। এতে দেশে এবং বিদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আর বর্তমানে শিশুসাহিত্য নিয়েই লেখালেখি করেন। তার লেখা শিশুসাহিত্য বিদেশের অনেক দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রিসের স্কুল পাঠ্যসূচিতে তার লেখা A Cowboy And A Magic Mango Tree শিশুতোষ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গত্রিপুরা থেকে ভারতের ওড়িয়া ভাষায় তার বই প্রকাশিত হয়েছে। তিনি আমাদের পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি []

রচিত গ্রন্থাবলী

সম্পাদনা

তিনি এই পর্যন্ত প্রায় নব্বইটির মতো বই লিখেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো:

  • পিতাপুত্র
  • বিশটি কিশোর গল্প
  • একাত্তরের মিলিটারি ভূত
  • ক্লাসমেট
  • লজিংবাড়ি
  • এক যে ছিল হাঙ্গর
  • কালোমূর্তি রহস্য
  • কাব্য ও অ্যাঞ্জেলের বন্ধুরা
  • আলাভোলা ছেলেবেলা
  • ডিয়াওয়ালা
  • দুষ্ট ছেলের গল্প
  • কাকের ছা কঙ্কাবতী
  • সব লেখা ছোটদের
  • কিশোরসমগ্র ১, ২
  • টিয়া পাখির জন্মদিনে
  • The birthday gift
  • A cowboy & a magic mango tree
  • নীলগ্রহের রহস্য
  • নীলচরের ভূত
  • পারিকন্যা
  • বিলাইসমগ্র
  • আয় ফিরে যাই
  • জার্নি টু তাজমহল (ভ্রমণকাহিনি)
  • বাঙালের আমেরিকা দর্শন (ভ্রমণকাহিনি)
  • ব্রিজ টু কানাডা (ভ্রমণকাহিনি)
  • উড়ে যাই দূরে যাই (ভ্রমণগল্প)
  • তোমার চোখের জল
  • যুদ্ধরোদন (গল্পগ্রন্থ)
  • মাকে নিয়ে একশ ছড়া (সম্পাদিত)
  • পাখির গল্প পাখির ছড়া (সম্পাদিত)
  • কাকছানার বন্ধু মুরগিছানা
  • রঙিন সকাল

পুরস্কার বা সম্মাননা

সম্পাদনা

শিশুসাহিত্য লেখার জন্য তিনি এই পর্যন্ত অনেক পুরস্কার বা সম্মাননা অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো।


  • অতীশ দীপঙ্কর স্বর্ণপদক[], ২০০৬
  • সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ২০০৬
  • কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি স্বর্ণপদক ২০০৭
  • চিলড্রেন অ্যান্ড উইমেন ভিশন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০০৭
  • নওবাব ফয়ুজুন্নেসা স্বর্ণপদক, ২০০৮
  • পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার ২০১১
  • মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১২[],
  • এম নূরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার ২০১৩
  • লোকছড়া ফাউন্ডেশন কলম সৈনিক পুরস্কার ২০১৩
  • কবি সংসদ বাংলাদেশ শিশুসাহিত্য পুরস্কার ২০১৩
  • বিশাল বাংলা সাহিত্য পুরস্কার ২০১৬
  • এবিটিভি মাল্টিমিডিয়া লিমিটেড সম্মাননা ২০১৬
  • সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০১৭
  • ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৮
  • রংপুর বিভাগীয় সাহিত্য পরিষদ সম্মাননা ২০১৯
  • সাহিত্য পরিষদ সম্মাননা ২০১৮, মতলব উত্তর, চাঁদপুর
  • চোখ সাহিত্য পুরস্কার ২০১৩, পশ্চিমবঙ্গ, ভারত
  • তোরষা সাহিত্য সম্মাননা ২০২০, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত
  • লেখালেখি সাংস্কৃতিক সংস্থা সাহিত্য সম্মাননা ২০১৯, ভুবনেশ্বর, ওডিশা, ভারত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ৫০তম জন্মদিন উদ্‌যাপন - বাংলানিউজ২৪ ডটকম"। ২১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৮ 
  2. "24 get Atish Dipankar Gold Medal"New Age (Bangladesh)। ২২ মে ২০০৭। ৩০ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১০ 
  3. "List of winners: Meena Media Award 2012"UNICEF। ১৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯