মইনুল হোসেন (দ্ব্যর্থতা নিরসন)
মইনুল হোসেন বলতে যাদেরকে বোঝানো হতে পারে:-
- মইনুল হোসেন (ব্যারিস্টার মইনুল হোসেন) - একজন বাংলাদেশী আইনজীবী এবং তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
- মইনুল হোসেন চৌধুরী - মেজর জেনারেল (জন্ম: অজানা - মৃত্যু: ১০ অক্টোবর ২০১০ ) একজন মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম।
- মইনুল হোসেন (ক্রিকেটার) -একজন বাংলাদেশি ক্রিকেটার।
- মঈনুল হোসেন - (মৃত্যু: ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।
আরও দেখুন
সম্পাদনা- মইনুল ইসলাম (দ্ব্যর্থতা নিরসন)
- মঈনুল আহসান সাবের - একজন বাংলাদেশি সাহিত্যিক। তাঁর পিতা কবি আহসান হাবীব।
- মইনুল ইসলাম (অর্থনীতিবিদ) -বাংলাদেশী অর্থনীতিবিদ। ২০০৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদক প্রদান করেন।
- মইনুল হক চৌধুরী - (১৯২৩-১৯৭৬) আসাম থেকে আগত একজন ভারতীয় রাজনীতিবিদ।
- মঈন-উল-হক - ব্রিটিশ ভারতের পাটনায় জন্মগ্রহণকারী বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক ছিলেন।