ভ্যাটিকান সিটি জাতীয় ফুটবল দল

ভ্যাটিকান সিটি জাতীয় ফুটবল দল (ইতালীয়: Selezione di calcio della Città del Vaticano) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ভ্যাটিকান সিটির প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ভ্যাটিকান সিটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভ্যাটিকান অপেশাদার ক্রীড়া অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা উয়েফাের সদস্যপদ লাভ করেনি। ১৯৯৪ সালে, ভ্যাটিকান সিটি প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইতালির রোমে অনুষ্ঠিত ভ্যাটিকান সিটি এবং সান মারিনোর মধ্যকার উক্ত ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছে।

ভ্যাটিকান সিটি
অ্যাসোসিয়েশনভ্যাটিকান অপেশাদার ক্রীড়া অ্যাসোসিয়েশন
প্রধান কোচজানফ্রাঙ্কো গুয়াদাগনলি
শীর্ষ গোলদাতাআলেসান্দ্রো কুয়ার্তো (১)
মাঠকাম্পো পিও একাদশ
ফিফা কোডVAT
ওয়েবসাইটwww.sportinvaticano.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২১ ডিসেম্বর ২০২৩)[]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২২০ অপরিবর্তিত (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ২১২ (২০০২)
সর্বনিম্ন২২২ (২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ভ্যাটিকান সিটি ০–০ সান মারিনো 
(রোম, ইতালি; ১৯৯৪)

৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট কাম্পো পিও একাদশে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ভ্যাটিকান সিটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জানফ্রাঙ্কো গুয়াদাগনলি

ফিফা এবং উয়েফাের সদস্যপদ না থাকার ফলে ভ্যাটিকান সিটি এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেনি।

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভ্যাটিকান সিটির কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ভ্যাটিকান সিটির সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২১২তম (যা তারা ২০০২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২২২। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২১৮     সামোয়া ৬৯৯
২১৯     গুয়াম ৬৯৮
২২০     ভ্যাটিকান সিটি ৬৯২
২২১     কুক দ্বীপপুঞ্জ ৬৮৭
২২২     শ্রীলঙ্কা ৬৮৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা