ভোলা-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ভোলা-৪ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ভোলা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৮নং আসন।
ভোলা-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ভোলা জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
← ভোলা-৩ বরিশাল-১ → |
সীমানা
সম্পাদনাভোলা-৪ আসনটি ভোলা জেলার মনপুরা উপজেলা ও চরফ্যাশন উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব | ১,৩৪,৮৩১ | ৫৮.২ | +২৫.১ | ||
বিএনপি | নাজিম উদ্দিন আলম | ৯৫,৭৩২ | ৪১.৩ | -১৮.৭ | ||
বিকল্পধারা | মো. সিরাজুল ইসলাম | ১,০১৭ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,০৯৯ | ১৬.৯ | −১০.০ | |||
ভোটার উপস্থিতি | ২,৩১,৫৮০ | ৮৪.৫ | +২৭.২ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | নাজিম উদ্দিন আলম | ৯৪,২২৬ | ৬০.০ | +৪.০ | |
আওয়ামী লীগ | আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব | ৫১,৯৩৭ | ৩৩.১ | -৪.৩ | |
স্বতন্ত্র | জাফর উল্যাহ চৌধুরী | ৯,৬৪৮ | ৬.২ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এ. টি. এম. কামাল হোসেন | ৯৫৩ | ০.৬ | প্র/না | |
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা পার্টি | মো. সিরাজুল ইসলাম | ১৯৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪২,২৮৯ | ২৬.৯ | +৮.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৬,৯৬১ | ৫৭.৩ | −৮.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | নাজিম উদ্দিন আলম | ৬৪,৩২৮ | ৫৫.৬ | +৪২.৯ | ||
আওয়ামী লীগ | জাফর উল্যাহ চৌধুরী | ৪৩,২১৩ | ৩৭.৪ | -৮.১ | ||
জামায়াতে ইসলামী | জিয়াউল মোর্শেদ | ৩,২৪২ | ২.৮ | -৭.১ | ||
জাতীয় পার্টি | মোতাহার হোসেন | ২,০৯৫ | ১.৮ | -২৮.৩ | ||
ইসলামী ঐক্য জোট | সিদ্দিক উল্লাহ | ১,৯৫৩ | ১.৭ | +১.৫ | ||
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মো. শাহাদাত হোসেন | ৩৯৯ | ০.৪ | প্র/না | ||
গণফোরাম | মমতাজ বেগম | ৩৯৭ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,১১৫ | ১৮.৩ | +২.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,১৫,৬২৭ | ৬৬.২ | +৩১.৭ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | নজরুল ইসলাম | ৩২,৭১৯ | ৪৫.৫ | |||
জাতীয় পার্টি | নাজিউর রহমান মঞ্জুর | ২১,৬৩৮ | ৩০.১ | |||
বিএনপি | এ. কে. এফ. আমিনুল একরাম | ৯,১১০ | ১২.৭ | |||
জামায়াতে ইসলামী | মো. শাহজাহান এমএ | ৭,০৯৭ | ৯.৯ | |||
জাকের পার্টি | ইয়াকুব আলী চৌধুরী | ৬১৭ | ০.৯ | |||
বাকশাল | এ. মালেক | ৩৩০ | ০.৫ | |||
স্বতন্ত্র | আনসার উদ্দিন | ২৬২ | ০.৪ | |||
ইসলামী ঐক্য জোট | মো. অলি উল্লাহ মিয়া | ১১৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,০৮১ | ১৫.৪ | ||||
ভোটার উপস্থিতি | ৭১,৮৭৭ | ৩৪.৫ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভোলা-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ভোলা-৪
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |