এম. এম. নজরুল ইসলাম
এম. এম. নজরুল ইসলাম (১৬ অক্টোবর ১৯৪৩ – ১৭ সেপ্টেম্বর ১৯৯২) বাংলাদেশের ভোলা জেলার একজন শিক্ষায়তনিক ব্যক্তি ও রাজনীতিবিদ ছিলেন। তিনি দুইবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতা।[১]
এম. এম. নজরুল ইসলাম | |
---|---|
বাকেরগঞ্জ-৩ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২ এপ্রিল ১৯৭৯ – ২৪ জুলাই ১৯৮২ | |
ভোলা-৪ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৫ মার্চ ১৯৯১ – ১৭ সেপ্টেম্বর ১৯৯২ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৬ অক্টোবর ১৯৪৩ |
মৃত্যু | ১৭ সেপ্টেম্বর ১৯৯২ | (বয়স ৪৮)
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আত্মীয়স্বজন | আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (পুত্র) |
জীবনী
সম্পাদনাএম. এম. নজরুল ইসলাম ১৯৪৩ সালের ১৭ অক্টোবর ভোলার লালমোহনের চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন।[২] প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের পর তিনি ১৯৬৪ সালে ব্রজমোহন কলেজ থেকে স্নাতক হন।[৩] এরপর, ১৯৬৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন।[২]
এম. এম. নজরুল ইসলাম বরিশালের কাশিমপুর হাইস্কুল ও চরফ্যাশনের দুলারহাট হাইস্কুলে শিক্ষকতা করেছিলেন।[৩] পরবর্তীতে, তিনি চরফ্যাশন টি. বি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেছিলেন।[২] ১৯৬৮ সালে তিনি চরফ্যাশন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।[৩] তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন।[২]
এম. এম. নজরুল ইসলাম ১৯৭৯ সালে বাকেরগঞ্জ-৩ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪] পরবর্তীতে, তিনি ১৯৯১ সালে ভোলা-৪ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৫]
এম. এম. নজরুল ইসলাম ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১][২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাবেক এমপি অধ্যক্ষ নজরুলের মৃত্যুবার্ষিকী আজ"। একুশে টেলিভিশন। ১৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ "অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ"। যুগান্তর। ১৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ "অধ্যক্ষ নজরুল ইসলামের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ"। কালের কণ্ঠ। ১৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০।
- ↑ "List of 2nd Parliament Members" (পিডিএফ)। জাতীয় সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "List of 5th Parliament Members"। জাতীয় সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।