ভিক্টোরিয়া চ্যাপলিন
ভিক্টোরিয়া চ্যাপলিন (ইংরেজি: Victoria Chaplin; জন্ম: ১৯ মে, ১৯৫১) হলেন একজন ব্রিটিশ-মার্কিন সার্কাস পরিবেশক। তিনি প্রখ্যাত কৌতুকাভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিন ও তার চতুর্থ স্ত্রী উনা ওনিলের কন্যা। ২০০৬ সালে তিনি দ্য জুনবাগ সিম্ফনি শোয়ের পোশাক পরিকল্পনার জন্য ফরাসি জাতীয় মঞ্চ পুরস্কার, মলিয়ে পুরস্কার লাভ করেন।
ভিক্টোরিয়া চ্যাপলিন | |
---|---|
Victoria Chaplin | |
জন্ম | |
জাতীয়তা | ব্রিটিশ-মার্কিন |
পেশা | সার্কাস পরিবেশক |
কর্মজীবন | ১৯৭১–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জঁ-বাপতিস্তে থিয়েরি (বি. ১৯৬৯) |
সন্তান | ২ |
পিতা-মাতা | চার্লি চ্যাপলিন উনা ওনিল |
আত্মীয় | দেখুন চ্যাপলিন পরিবার |
জীবনী
সম্পাদনাপ্রারম্ভিক জীবন
সম্পাদনাচ্যাপলিন ১৯৫১ সালের ১৯ মে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্মগ্রহণ করেন। তিনি চার্লি চ্যাপলিন ছিলেন একজন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক এবং মাতা উনা ওনিল। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও তিনি বেড়ে ওঠেন সুইজারল্যান্ডে। কিশোর বয়সে তিনি তার পিতার চলচ্চিত্র আ কাউন্টেস ফ্রম হংকং (১৯৬৬) এ অতিরিক্ত শিল্পী হিসেবে কাজ করেন। তার পিতা তাকে ১৯৬৯ সালে তার পরিকল্পিত দ্য ফ্রিক চলচ্চিত্রে আমাজনীয় বনাঞ্চলের এক পাখাওয়ালা তরুণী চরিত্রে প্রধান ভূমিকার জন্য নির্বাচন করেছিলেন।[১] কিন্তু চ্যাপলিনের শারীরিক অসুস্থতা এবং ভিক্টোরিয়া ফরাসি অভিনেতা জঁ-বাপতিস্তে থিয়েরির সাথে পালিয়ে কারণে চলচ্চিত্র নির্মিত হয় নি।[২][৩]
কর্মজীবন
সম্পাদনাভিক্টোরিয়া ও থিয়েরির প্রথম সাক্ষাৎ হয় যখন থিয়েরি তার পিতা চার্লি চ্যাপলিনের সার্কাসের সঙের প্রতি আগ্রহের কথা জানতে পারেন। থিয়েরি ভিক্টোরিয়াকে নিয়ে একটি নতুন ধরনের সার্কাস চালু করতে চান।[২] তারা পালিয়ে যাওয়ার পর ফেদেরিকো ফেল্লিনির আই ক্লাউন্স (১৯৭০) চলচ্চিত্রে দুইজনকে সঙ হিসেবে দেখা যায়। পরের বছরে তিনি প্রথমবারের মত দাভিগনন উৎসবে তাদের প্রতিষ্ঠিত সমসাময়িক সার্কাস ল্য সির্কে বঁজোর-এর সার্কাস পরিবেশন করেন।[৪] ১৯৭৪ সালে তারা দুজনে আরেকটি নতুন ও ছোট সার্কাস ল্য সির্কে ইমাজিনাইর প্রতিষ্ঠা করেন। এতে শুধুমাত্র তারা দুজনে পরিবেশনা করতেন এবং মাঝে মাঝে তাদের সন্তানেরা পরিবেশনা করতেন। ১৯৯০ সালের পর থেকে তারা ল্য সির্কে ইনভিসিবল-এ সার্কাস পরিবেশনা করেন।[৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাচ্যাপলিন ও থিয়েরির দুই সন্তান। অরেইলা থিয়েরি ১৯৭১ সালে ২৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে,[৫] এবং জেমস থিয়েরি ১৯৭৪ সালের ২ মে জন্মগ্রহণ করে। তাদের দুই সন্তানও পরিবেশনা শিল্পী। ল্য সির্কে ইনিভিসিবল এ পরিবেশনার পাশাপাশি চ্যাপলিন তার সন্তানদের পরিবেশনায় সহযোগিতা করেন। তার পুত্রের দ্য জুনবাগ সিম্ফনি শোয়ের পোশাক পরিকল্পনার জন্য ২০০৬ সালে তিনি ফরাসি জাতীয় মঞ্চ পুরস্কার, মলিয়ে পুরস্কার লাভ করেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Robinson, p. 619
- ↑ ক খ Interview with James Thiérrée, The New Yorker, 7 January 2008. Retrieved 10 March 2009.
- ↑ Epstein, p. 203
- ↑ ক খ Le Cirque Invisible, Theatre du Rond Point ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ নভেম্বর ২০০৮ তারিখে. Retrieved 20 June 2012.
- ↑ Aurélia Thierree, BFI Film & TV database ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ সেপ্টেম্বর ২০০৯ তারিখে. Retrieved 10 March 2009.
- ↑ Lauréats 2006, Les Molières, ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ নভেম্বর ২০১৩ তারিখে. Retrieved 20 June 2012.
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Epstein, Jerry (১৯৮৮)। Remembering Charlie। London: Bloomsbury। আইএসবিএন 0-7475-0266-8।
- Robinson, David (১৯৮৬)। চ্যাপলিন: হিজ লাইফ অ্যান্ড আর্ট। London: Paladin। আইএসবিএন 0-586-08544-0।
- Smolik, Pierre (২০১৬)। The Freak: Chaplin's Last Film। Vevey: Call Me Edouard Publishers। আইএসবিএন 978-2-940519-06-4।