চ্যাপলিন পরিবার হল একটি বহুজাতিক অভিনয়শিল্পী পরিবার। তারা সিডনি চ্যাপলিন, চার্লি চ্যাপলিনজর্জ হুইলারের মাতা হান্নাহ হ্যারিয়েট পেডলিংহাম হিলের উত্তরসূরি।

পরিবারের সদস্যবৃন্দ

সম্পাদনা
(ক) সিডনি জন চ্যাপলিন (১৮৮৫-১৯৬৫) - হান্নাহ ও সিডনি হকের পুত্র; ২ বিয়ে, কোন সন্তান নেই।
(খ) চার্লি চ্যাপলিন (১৮৮৯-১৯৭৭) - হান্নাহ ও চার্লস চ্যাপলিন সিনিয়নের পুত্র; ৪ বিয়ে, ৬ পুত্র, ৫ কন্যা।
(১) মিলড্রেড হ্যারিস (১৯০১-১৯৪৪) - ১ পুত্র।
  • নরম্যান স্পেন্সার চ্যাপলিন (১৯১৯-১৯১৯) - মাত্র তিনদিন বেঁচে ছিল।
(২) লিটা গ্রে (১৯০৮-১৯৯৫) - ২ পুত্র।
  • সুজান ম্যারি - চার্লস ও তার স্ত্রী সুজান ম্যাগনেসের কন্যা।
  • স্টিভেন চ্যাপলিন - সিডনি ও তার স্ত্রী নোয়েল অ্যাডামের পুত্র।
  • তামারা চ্যাপলিন[]
(৩) পলেট গডার্ড (১৯১০-১৯৯০) - কোন সন্তান নেই।
(৪) উনা ওনিল (১৯২৫-১৯৯১) - ৩ পুত্র, ৫ কন্যা।
(i) পাত্রিস জোন্স
  • ক্রিস্টিয়ান চ্যাপলিন (জ. ১৯৬৪)[]
  • টিম চ্যাপলিন (জ. ১৯৬৬) []
(ii) পাত্রিসিয়া বিতোদিয়ে
  • কারমেন চ্যাপলিন (জ. ১৯৭২)
  • ক্যাথলিন চ্যাপলিন (জ. ১৯৭৫)
  • ডলারেস চ্যাপলিন (জ. ১৯৭৯)
  • ট্রেসি চ্যাপলিন[]
  • চার্লি সিস্টোভারিস (জ. ১৯৭১) - জোসেফিন ও নিকোলাস সিস্টোভারিসে পুত্র।[]
    • ১ কন্যা (জ. ২০১১)[]
  • জুলিয়েন রনে (জ. ১৯৮০) - জোসেফিন ও ফরাসি অভিনেতা মরিস রনে'র পুত্র।
  • আর্থার গার্দিন - জোসেফিন ও প্রত্নতত্ত্ববিদ জঁ-ক্লোদ গার্দিনের পুত্র।[]
(i) বের্নাদেত্তে ম্যাকক্রিডি
(ii) ডের্জের্মা এনখবাট[]
  • উনা চ্যাপলিন (২০০৭)
  • স্কাই চ্যাপলিন (২০০৭)
  • জেন সেসিল চ্যাপলিন (জ. ১৯৫৭) - চলচ্চিত্র প্রযোজক ইলিয়া স্যালকিন্ডকে বিয়ে করেন।
  • অরসন চ্যাপলিন-স্যালকিন্ড (জ. ১৯৮৬)[]
  • অসসেওলা স্যালকিন্ড (জ. ১৯৯৪)[]
(গ) জর্জ হুইলার ড্রাইডেন জুনিয়র (১৮৯২-১৯৫৭) - হান্নাহ ও লিও ড্রাইডেনের পুত্র। ১ বিয়ে, ১ পুত্র।
(১) অ্যালিস চ্যাপেল - ১ পুত্র
  • জেফ্রি ড্রাইডেন (জ. ১৯৬৬) - স্পেসার ও তার স্ত্রী জেনি ডেভিসের পুত্র।
  • জেসি ড্রাইডেন (মঞ্চনাম: "ড্রাঙ্কফাক্স") - স্পেসার ও তার স্ত্রী স্যালি মানের পুত্র।
  • জ্যাকসন ড্রাইডেন - স্পেসার ও ক্যাথি মিলারের পুত্র।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Obituary: Sydney Chaplin"দ্য গার্ডিয়ান। ১০ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  2. "Les Héritiers de Charlot"Illustre। ১ সেপ্টেম্বর ২০১০। ১০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  3. Patrice Chaplin, p. 45
  4. "Interviewing Chaplin's grandson, Charly Sistovaris"TheLittleFellow.Org। ৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  5. "Aurélia Thierree, BFI Film & TV database"। ৭ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 
  6. "Laura Chaplin peint son amour pour Charlot"24 Heures। ২৮ এপ্রিল ২০১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২ 
  7. "Biography"LauraChaplin.ch। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২ 
  8. ref twins of Eugene Chaplin by second wife
  9. News item, 3 March 1994, Variety. Retrieved 8 March 2009