বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন বা ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা বাংলাদেশ-ভারত পাইপলাইন বাংলাদেশ ও ভারতের মধ্যে তেল পরিবহনের লক্ষ্যে নির্মাণাধীন একটি পাইপলাইন। পাইপলাইনটির নির্মাণ কাজ শেষ হয় জুন, ২০২২ সালে।[][][][]

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন
নির্মাণাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন
নির্মাণাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন
অবস্থান
দেশ
হইতেশিলিগুড়ি
অতিক্রম করেসমতলভূমি
পর্যন্তপার্বতীপুর
সাধারণ তথ্য
ধরনডিজেল পরিবহন
নিয়ন্ত্রণকারী
নির্মাণ শুরুজানুয়ারি ২০২০
অনুমোদনজুন ২০২২
কারিগরী তথ্য
দৈর্ঘ্য১৩১.৫০ কিলোমিটার (৮১.৭১ মাইল)
সর্বোচ্চ নির্গমনপ্রথমে বছরে ২ লাখ মেট্রিক টন, যা পরবর্তীতে ১০ লাখ মেট্রিক টনে উন্নীত হবে

ইতিহাস

সম্পাদনা

পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আনার লক্ষ্যে ২০২০ সালে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ১৩১.৫০ কিলোমিটার পথে পাইপলাইন স্থাপন কাজ শেষ হলে ভারতের নুলাইবাড়ী রিফাইনারি লিমিটেড থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আসবে দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপোতে। এতে জ্বালানি তেল সংকট দূর হবে দেশের উত্তরাঞ্চলে। পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নামক স্থানে এ পাইপলাইন স্থাপনের কাজ উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো.আবু বক্কর ছিদ্দিক। ভারতের নুমালীগড় থেকে ১৩১.৫০ কিলোমিটার পাইপলাইনে বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে ডিজেল আমদানির বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে গত ২০১৮ সালের ৯ এপ্রিল একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এরপর ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, এ ১৩১.৫০ কিলোমিটারের মধ্যে ভারতের অংশে পাঁচ এবং বাংলাদেশের অংশে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ১২৬.৫ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। এ প্রকল্পে ভারত ৩৪৬ কোটি রুপি ও বাংলাদেশ ৩০৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয় করবে। আগামী ২০২২ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হলে ভারত থেকে সরাসরি বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি হবে।[]

প্রকল্পের মেয়াদ ও সরবরাহের পরিমান

সম্পাদনা

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড বাংলাদেশের পার্বতীপুর অয়েল হেড ডিপোতে পাইপলাইনের মাধ্যমে ভারত ১৫ বছর ডিজেল সরবরাহ করবে। প্রকল্প বাস্তবায়ন হলে প্রথম তিন বছর দুই লাখ মেট্রিক টন, পরবর্তী তিন বছর তিন লাখ মেট্রিক টন, এরপর চার বছর পাঁচ লাখ মেট্রিক টন ও অবশিষ্ট পাঁচ বছরে ১০ লাখ মেট্রিক টন তেল সরবরাহ করা হবে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ভারত থেকে পাইপলাইনে আসবে জ্বালানি তেল"সমকাল। ২০২১-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৮ 
  2. "ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন উদ্বোধন"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৮ 
  3. "বাংলাদেশ-ভারত যৌথ পাইপলাইনসহ ৯ প্রকল্প অনুমোদন"banglanews24.com। ২০২০-০২-১১। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৮ 
  4. "ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজ শুরু"কালের কণ্ঠ। ২০২০-১২-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৮