ব্ল্যাক (২০১৫-এর চলচ্চিত্র)
ব্লাক রাজা চন্দ পরিচালিত একটি ইন্দো-বাংলা অপরাধ কাহিনী নির্ভর চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং বিদ্যা সিনহা মীম। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করে ভায়াকম ১৮ মোশন পিকচার্স ও ডাগ ক্রিয়েটিভ মিডিয়া এবং মুক্তি পায় ২৭ নভেম্বর ২০১৫ [১] চলচ্চিত্রটি বিল্টু নামে একজনকে ঘিরে যে তার বাবার (একজক পুলিশ অফিসার) মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় এবং পরে ফলে এই অপমান থেকে পরিত্রাণ পেতে আত্মহত্যা করে।
ব্লাক | |
---|---|
পরিচালক | রাজা চন্দ, কামাল হোসেন কিব্রিয়া লিপু |
প্রযোজক | রানা সরকার |
রচয়িতা | রাজা চন্দ, মঞ্জিল ব্যানার্জী |
শ্রেষ্ঠাংশে | সোহম চক্রবর্তী বিদ্যা সিনহা মীম |
সুরকার | ডাব্বু, অজয়, রাজপুত্র চন্দ(রাজা চন্দের পুত্র) |
চিত্রগ্রাহক | গোপী ভাগাট |
সম্পাদক | এমডি.কামাল |
প্রযোজনা কোম্পানি | ডাগ ক্রিয়েটিভ মিডিয়া ভায়াকম ১৮ মোশন পিকচার্স |
মুক্তি |
|
দেশ | ভারত বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- সোহম চক্রবর্তী - বুলেট / বিল্টু[২][৩]
- বিদ্যা সিনহা মীম - টিনা [৪]
- আশিষ বিদ্যার্থী - ইনকাউন্টার স্পেশালিস্ট বিরু পান্ডে
- খরাজ মুখোপাধ্যায় - আনোয়ার
- রুদ্রনীল ঘোষ - রনি
- রজতাভ দত্ত - সম্রাট সরকার, একজন দুর্নীতিবাজ ব্যবসায়ী
- অমিত হাসান - ডিজিপি দিলীপ চ্যাটার্জী
- কাঞ্চন মল্লিক
- বিশ্বনাথ বসু
- বর্খা বিশট সেনগুপ্ত - "ময়না ছলাত ছলাত" আইটেম গানে (বিশেষ চরিত্র)
- যোহেব আহম্মেদ- বাদশাহ সরকার
- কুশল চক্রবর্তী - বিল্টুর বাবি, এসিপি
- রেবেকা রউফ - আনোয়ারের স্ত্রী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Soham is one of the brightest actors and Black will reposition: Raja chanda"। The Times of India। সংগ্রহের তারিখ ২৫ নভে ২০১৫।
- ↑ "Another Bangladeshi actress to debut in Tollywood opposite Soham"। The Times of India। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
- ↑ "Mim is a fantastic co-actress: Soham"। The Times of India। সংগ্রহের তারিখ ২৫ নভে ২০১৫।
- ↑ "Bangladeshi actress Mim is 'too gorgeous', complains director!"। The Times of India। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।