কাঞ্চন মল্লিক

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ

কাঞ্চন মল্লিক (জন্ম: ৬ মে ১৯৭০) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা এবং রাজনীতিবিদ। তিনি মহাকাল এবং রঞ্জনা আমি আর আসবনা মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি থিয়েটার নাট্যশিল্পী হিসেবে নাট্যদল স্বপ্নসন্ধনীতে কাজ করেছেন। মল্লিক ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে সর্বভারত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন।

কাঞ্চন মল্লিক
পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ মে ২০২১
পূর্বসূরীপ্রবীর কুমার ঘোষাল
নির্বাচনী এলাকাউত্তরপাড়া, হুগলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-05-06) ৬ মে ১৯৭০ (বয়স ৫৪)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গী
  • অনিন্দিতা দাস
  • পিংকি ব্যানার্জি
  • শ্রীময়ী চট্টোরাজ
সন্তানওশ (একমাত্র)
পেশাঅভিনেতা, রাজনীতিবিদ

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র তালিকা

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা
আসন্ন শাস্ত্রী পথিকৃৎ বসু
২০২৩ প্রধান রতন অভিজিৎ সেন
কুরবান মন্টু মিয়া শৈবাল মুখোপাধ্যায়
রক্তবীজ নিত্যানন্দ পতিটুন্ডি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
টেনিদা এন্ড কোম্পানি টেনিদা সায়ন্তন ঘোষাল
জয় কালী কলকাত্তাওয়ালী অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়
২০২২ হীরকগড়ের হীরে সায়ন্তন ঘোষাল
হাবজি গাবজি সুব্ধ দা রাজ চক্রবর্তী
২০২১ টনিক অভিজিৎ সেন
বনি রামমোহন পরমব্রত চট্টোপাধ্যায়
বব বিশ্বাস সেলিব্রিটি প্রতিবেশী দিয়া অন্নপূর্ণা ঘোষ হিন্দি চলচ্চিত্র
২০২০ চলো পটল তুলি অরিন্দম গঙ্গোপাধ্যায়
ড্রাকুলা স্যার দেবালয় ভট্টাচার্য
টিকি-টাকা পরমব্রত চট্টোপাধ্যায়
২০১৯ প্যান্থার - হিন্দুস্থান মেরি জান অংশুমান প্রত্যুশ
সাগরদ্বীপে যকের ধন বাঁকাশ্যাম সায়ন্তন ঘোষাল
টেকো
মহালয়া সৌমিক সেন
জানবাজ অনুপ সেনগুপ্ত
শংকর মুদি
২০১৮ সুলতান: দ্য সেভিয়ার রাজা চন্দ
পূর্ণিমার চাঁদ
২০১৭ নিমকি ফুলকি
ধনঞ্জয়
উপেন্দ্র মাট্টে কন্নড় চলচ্চিত্র
কার্জোনার কালম
২০১৬ হরিপদ ব্যান্ডওয়ালা পথিকৃৎ বসু
ব্যোমকেশ ও চিড়িয়াখানা অঞ্জন দত্ত
অভিমান রাজ চক্রবর্তী
ধ্রুব তেলুগু চলচ্চিত্র
কো ২ তামিল চলচ্চিত্র
জুলফিকার সৃজিত মুখোপাধ্যায়
লাভ এক্সপ্রেস দুলাল রাজীব কুমার বিশ্বাস
কেলোর কীর্তি বাবা
জেনানা
২০১৫ রাজকাহিনী
শুধু তোমারই জন্য
২০১৪ যোদ্ধা
বচ্চন
উইন্ডো সংযোগ
২০১৩ শর্টস
খিলাড়ি
গোলমালে পিরিত করো না
২০১২ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
বাওয়ালি আনলিমিটেড
বাঙ্গাল ঘোটি ফাটাফাটি অপ্রকাশিত
ভলু সরদার
বেহাল্ফ বাস অব রুট ই
গোড়ায় গন্ডোগোল
২০১১ গোঁসাইবাগানের ভূত
হ্যালো মেমসাহেব
তোমাকে চাই
রঞ্জনা অমি আর আসবোনা
জানালা
জিও কাকা
বাই বাই ব্যাংকক
২০১০ জোর যার মুলুক তার
২০০৯ লক্ষ্যভেদ
২০০৮ ১০:১০
বর আসবে এখুনি
মহাকাল
২০০৬ শিকার
২০০৫ রাজু
২০০৪ গ্যাঁড়াকল
২০০৩ সঙ্গী
২০০২ সাথী

ওয়েব ধারাবাহিক

সম্পাদনা
বছর সিরিজ চরিত্র ওটিটি মন্তব্য
২০১৬ সেলফিয়ার ফান্ডে তুষার মোহান্তি জি৫
২০১৯ শরতে আজ জি৫
অদল বদল নোঙ্গর
২০১৯ - ২০২০ রহস্য রোমাঞ্চ সিরিজ হইচই
২০১৯ - ২০২২ মন্টু পাইলট তৌফিক
২০২১ - ২০২২ বসন্ত বিলাশ মেসবাড়ি
২০২০ মিস ম্যাচ মিলন বাবা
২০২১ মৌচাক হইচই
২০২২ রক্ত বিলাপ
হোস্টেল দিন হইচই
২০২৩ ডাকঘর মধুসূদন
পেত্নী আড্ডাটাইমস

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা