কলকাতা মেট্রো লাইন ৫

(ব্যারাকপুর মেট্রো স্টেশন থেকে পুনর্নির্দেশিত)

বরাহনগর-ব্যারাকপুর মেট্রো (লাইন ৫) (১২.৪০ কিলোমিটার) উত্তরের শহরতলি থেকে দক্ষিণ কলকাতায় দ্রুত যাত্রা করতে সক্ষম করবে।

কলকাতা মেট্রো লাইন ৫
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিনির্মানাধীন
অঞ্চলভারত কলকাতা পশ্চিমবঙ্গ
বিরতিস্থল
  • বরাহ নগর (দক্ষিণ)
  • ব্যারাকপুর (উত্তর)
স্টেশন১১
ওয়েবসাইটকেএমআরসি
পরিষেবা
ধরনদ্রুত পরিবহন
ব্যবস্থাকলকাতা মেট্রো
পরিচালককেএমআরসি
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য১২.৪০
ট্র্যাকসংখ্যা
বৈশিষ্ট্যউত্তোলিত
বিদ্যুতায়ন750 V DC[] using third rail
চালন গতি৮০ কিমি/ঘ (পরিকল্পিত)

স্টেশন

সম্পাদনা
লাইন ৫
নং স্টেশনের নাম অবস্থান উদ্বোধন সংযোগ বিন্যাস স্থানাঙ্ক মন্তব্য
বাংলা ইংরেজি
বরাহ নগর Baranagar বরাহনগর নির্মাণ কার্য সম্পন্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২১-এ উদ্বোধন করা হয়   কলকাতা মেট্রো লাইন ১   বরানগর রোড রেলওয়ে স্টেশন উত্তোলিত এছাড়াও বরানগর নামে পরিচিত
Krishnakali কৃষ্ণকলি কামারহাটি নির্মানাধীন উত্তোলিত এছাড়াও কামারহাটি নামে পরিচিত
Acharya Prafulla Chandra আচার্য প্রফুল্ল চন্দ্র আগরপাড়া নির্মানাধীন উত্তোলিত Also known as Agarpara
Gandhi Ashram গান্ধী আশ্রম সোদপুর নির্মানাধীন উত্তোলিত এছাড়াও সোদপুর নামে পরিচিত
Sarat Chandra শরথ চন্দ্র পানিহাটি নির্মানাধীন উত্তোলিত এছাড়াও পানিহাটি নামে পরিচিত
Subhash Nagar সুভাষ নগর সুভাষ নগর নির্মানাধীন উত্তোলিত
Rishi Bankim ঋষি বঙ্কিম খড়দহ নির্মানাধীন উত্তোলিত এছাড়াও খড়দহ হিসাবে পরিচিত
Rajendra Prasad রাজেন্দ্র প্রসাদ বিদ্যুৎ কেন্দ্র নির্মানাধীন উত্তোলিত এছাড়াও টিটাগড় বিদ্যুৎ কেন্দ্র হিসাবে পরিচিত
Titagarh টিটাগড় টিটাগড় নির্মানাধীন উত্তোলিত এছাড়াও টিটাগড় নামে পরিচিত
১০ Anukul অনুকূল তালপুকুর নির্মানাধীন উত্তোলিত এছাড়াও তালপুকুর নামে পরিচিত
১১ Mangal Pandey মঙ্গল পান্ডে ব্যারাকপুর নির্মানাধীন  ব্যারাকপুর রেলওয়ে স্টেশন (ভারতীয় রেল) উত্তোলিত এছাড়াও ব্যারাকপুর নামে পরিচিত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. CAF to supply Kolkata metro trains, Railway Gazette, 9 September 2012