YeasinArafatImran
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় YeasinArafatImran! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৮:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) |
মুহাম্মদ আব্দুল জলিল নিবন্ধ
সম্পাদনানিবন্ধ থেকে আমার দেয়া ট্যাগ বারবার মুছে ফেলছেন কেন? যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে তা আমাকে জানান। আপনার নিবন্ধ www.sunnibarta.com/content.php?q=poricity থেকে অনুলিপি প্রতিলেপন (Copy Paste) করা। নিবন্ধের বিষয়বস্তু নিজের ভাষায় পুনর্লিখন করুন নাহলে এটি অপসারিত হতে পারে। - Ahmad✉ ১৬:৪৫, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- আমার আলাপ পাতায় আপনার বার্তা পেয়ে নিবন্ধে কিছু সংশোধন করে {{fansite}} ট্যাগ তুলে দিয়েছি। তবে নিবন্ধে আরও কিছু সমস্যা রয়েছে। - Ahmad✉ ১৪:৫২, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
নিবন্ধ তৈরি
সম্পাদনাসুধী, উইকিপিডিয়ার নীতিমালায় উত্তীর্ণ নয় এমন নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকুন। নীতিমালায় অনুত্তীর্ণ নিবন্ধ অপসারণ করা হয়ে থাকে। পড়ুন WP:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)। আপনি চাইলে ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে নিবন্ধ তৈরি করতে পারেন। — রিয়াজ (আলাপ) ১০:৫৫, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনাপ্রিয় YeasinArafatImran,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
কাজী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাকাজী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কাজী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৯:২৬, ২১ জুন ২০২৩ (ইউটিসি)
- এই পতাটি এতো দ্রুত অপসারণ ঠিক হয়নি। তিনি বাংলাদেশের একজন হাই প্রোফাইল ব্যক্তি। তাছাড়া এই নিবন্ধনটি উইকিপিডিয়ার নীতি মেনেই করা হয়েছে। এবং এর রেফারেন্স গুলো দেশের সবচেয়ে গ্রহন যোগ্য পত্র পত্রিকার স্ট্রং তথ্যসূত্র যুক্ত করা ছিল। এই নিবন্ধন অপসারণ করার জন্য ট্যাগ দিয়ে আলাপ করা যেতো। আলাপে এটি থাকার যোগ্য হলে রাখতেন না হলে অপসারণ করা যেতো। এটা অন্যায় হয়েছে। এই নিবন্ধনে অনেকে অবদান রেখেছেন৷ YeasinArafatImran (আলাপ) ২০:০৯, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)
- তিনি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈনিক দলে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন লেখক। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের বর্তমান চেয়ারম্যান। উনার পূর্বসূরীদেরও উইকিপিডিয়ায় নিবন্ধন রয়েছে। সে ধারাবাহিকতায় উত্তরসূরী হিসেবে কাজী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী একি দ্বায়িত্বে আছেন বিধায় উনারও ইউকিপিডিয়া নিবন্ধন থাকাটা প্রাসংঙ্গিক যা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে। YeasinArafatImran (আলাপ)YeasinArafatImran YeasinArafatImran (আলাপ) ২০:২১, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
সম্পাদনাপ্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)