Samir Munna143
আমরা বাংলাদেশী মুসলমানরা ছেলেমেয়েদের ইসলামি নাম রাখতে আগ্রহী।আল্লাহর নামের সঙে মিলিয়ে নাম।যেমন,আব্দুল কাদের(আল্লাহর দাস),আব্দুল জহির(আল্লাহর গোলাম)। আল্লাহর নামের সাথে মিলিয়ে কখনো মেয়ের নাম কেন রাখা হয় না?আল্লাহপাক তো নারী-পুরুষের উর্ধ্বে,তারপরেও তার নাম কেন পুরুষবাচক ভাবা হয়?এই বিষয়ে জ্ঞানীরা কেউ কি আমার প্রশ্নের জবাব দিবেন? --Samir Munna143 (আলাপ) ০২:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
সুপ্রিয় Samir Munna143! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি) |
— মাসুম ইবনে মুসা কথোপকথন ০২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)