Ruhul Amin journalist
নভেম্বর ২০২৪
সম্পাদনাউইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন লামা উপজেলা, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। ধন্যবাদ। নীল নন্দী ০১:৪০, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন লামা উপজেলা, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। নিবন্ধ নেই এমন ব্যাক্তির নাম যোগ করবেন না। ধন্যবাদ। নীল নন্দী ০১:৪৮, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
অনুগ্রহ করে উইকিপিডিয়ায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না, যা আপনি লামা উপজেলা পাতায় করেছেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রচিত কোনো পণ্য বা সেবা সম্পর্কিত গঠনমূলক নিবন্ধ যদিও উইকিপিডিয়ায় উৎসাহিত করা হয়ে থাকে, কিন্তু উইকিপিডিয়া যেহেতু কোনো প্রচারমাধ্যম নয় তাই পন্য বা সেবা সংস্থার প্রচারনার কাজে উইকিপিডিয়াকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। নীল নন্দী ০১:৫৪, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ
সম্পাদনাপ্রিয় Ruhul Amin journalist!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৭, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)