Rokib-Rajon
সুপ্রিয় Gronthokeet! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৬:৩৭, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি) |
নির্ভরযোগ্য উৎস
সম্পাদনাউইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে অভিনন্দন। আপনার সম্পাদিত মাহাতো নিবন্ধে দেখলাম তথ্যসূত্র হিসেবে একটি ব্লগের লিঙ্ক ব্যবহার করা হয়েছে। দয়া করে তথ্যসূত্র হিসেবে ব্লগের লিঙ্ক ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ ব্লগ নির্ভরযোগ্য উৎস হিসেবে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আরও জানতে দেখুন উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস। শুভ হোক আপনার উইকিপিডিয়া সম্পাদনা। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:৫৯, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
- আর কোন উৎস পাই নাই, তাহলে কি লিংকটা রিমুভ করবো? রকিব রাজন (আলাপ) ০৭:১২, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
হ্যাঁ, মুছে ফেলাই উত্তম। তবে চেস্টা করুন আরও তথ্যসূত্র দেয়ার। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৫৯, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ তে নতুন নিবন্ধ
সম্পাদনাসুধী,
উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ তে যোগদানের জন্য ধন্যবাদ। প্রি-এক্লাম্পসিয়া নিবন্ধটি আরো ৩০০০ বাইট করুন যাতে নিবন্ধে কমপক্ষে ৩০০ শব্দ থাকে নাহলে এটি আপনার নামে গ্রহণযোগ্য হবে না। আশা রাখি আরো নিবন্ধ লিখবেন। অভিযানটি ২৪ নভেম্বর অবধি চলবে।
সুমিতা রায় দত্ত ১৬:৫৬, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
আসিফ আজিম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আসিফ আজিম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। রাকিব (আলাপ) ১৪:১৪, ১৭ জুন ২০২০ (ইউটিসি)
মেহেরপুর জেলা নিবন্ধ প্রসঙ্গে
সম্পাদনাউইকিপিইডিয়া একটি তথ্যকোষ কেবল; এখানে বিশদভাবে সকল তথ্য প্রবেশ করানো বা নিজের মনের মাধুরী মেশানো তথ্য যুক্ত করা কিংবা তথ্যসূত্রহীন তথ্য প্রদান করা অথবা গবেষণামূলক প্রবন্ধ লেখার সুযোগ নেই। আপনি মেহেরপুর জেলা নিবন্ধে কয়েক হাজার বাইট এধরণের তথ্য যুক্ত করেছেন যা কেবল গবেষণার ক্ষেত্রেই প্রযোজ্য। দয়া করে আপনার আলাপ পাতায় স্বাগতম বার্তায় দেয়া লিংকগুলো এবং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় থাকা নীতিমালাগুলো, বিশেষ করে : উইকিপিডিয়া কী নয় তা পড়ার অনুরোধ রইলো। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৭:৫৩, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
সম্পাদনাYou have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)