~ সংগ্রহশালা ৫ (২০২৪) ~
লক্ষ্য করুন এটি আমার প্রধান আলাপ পাতা নয়, এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না! এমনকি একটি পুরানো আলোচনা চালিয়ে যেতে, মূল পাতা ব্যবহার করুন। ধন্যবাদ। |
বেশ কিছু সম্পাদনা
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
@N~Closed:, বিশেষ:অমীমাংসিত পরিবর্তন-এ অনেক নিবন্ধ রয়েছে যেগুলোতে দীর্ঘ সময় ধরে সম্পাদনা অমীমাংসিত হিসেবে হয়ে আছে, যেমনঃ বাংলাদেশ আওয়ামী লীগ দেখুন, সকল অমীমাংসিত থাকা নিবন্ধগুলি মীমাংসিত করে দিন। পাভেল জাহিদুল (আলাপ) ০৩:২৭, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
তিনটি নিবন্ধ
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
@N~Closed:, @নাহিয়ান ভাই, নিজের সঙ্গে নিজের জীবনের মধু, একটি খুনের স্বপ্ন এবং কবি অথবা দণ্ডিত অপুরুষ নিবন্ধ তিনটির সম্পাদনাগুলো অগঠনমূলক যদি হয়ে থাকে তাহলে ওগুলো বাতিল করুন কিংবা গঠনমূলক হলে পরীক্ষিত করে দিন (নিবন্ধ তিনটির সম্পাদনাগুলো অমীমাংসিত হিসেবে আছে; আপনি মীমাংসিত করে দিন)। অমি ইকবাল (আলাপ) ০৬:১৮, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সুপ্রিয় N~Closed, |
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় N~Closed,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় Renamed user c4a36f15bc7798269081d4eaeca1c196,
আশা করি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী নিবন্ধটির মান যথাযথ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নিবন্ধটিকে পর্যালোচনাধীন রাখা হয়েছে। আপনি এই পর্যালোচনা কার্যক্রমে অংশ নিয়ে নিবন্ধটির নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পর্যালোচনায় আপনার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
—অনুরোধক্রমে, রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৪৬, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
ছবির রেজুল্যুশনের অক্ষুণ্নতা প্রসঙ্গে
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আপনি দয়া করে "জাগরণের গান-৪" ছবিটির রেজুল্যুশন কমাবেন না। এটি অপ্রয়োজনীয় ও অপ্রীতিকর। তীর্থ মুখোপাধ্যায় (আলাপ) ১৭:৫২, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @তীর্থ মুখোপাধ্যায় অনুগ্রহ করে আগে উইকিপিডিয়া নীতিমালা ও কপিরাইট সম্পর্কে জানুন। মেহেদী আবেদীন ১৭:৫২, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @তীর্থ মুখোপাধ্যায় চিত্রগুলোর মালিকানা কি আপনার? বা চিত্রগুলোর স্রষ্টা আপনি? যদি তা না হোন, তাহলে অ-মুক্ত চিত্রগুলো উইকিপিডিয়ায় পূর্ণ রেজুলেশনে আপলোড বা ব্যবহারের অধিকার নেই আপনার। আরও জানুন এখানে- WP:NFC। ~ নাহিয়ান আলাপ ১৭:৫৭, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @N~Closed সুধী, মনে হচ্ছে উনি কারণ শুনতে আগ্রহী নন, ব্যবস্থা গ্রহণ করা উচিত। মেহেদী আবেদীন ১৮:০০, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- আমি কারণ দেখেছি। আপনিই ঠিক। আমা ভুল বুঝেছিলাম। তবে প্রবন্ধটিকে মুক্ত করবো কীভাবে? একটু বললে ভালো হয় তীর্থ মুখোপাধ্যায় (আলাপ) ১৮:২৪, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @N~Closed সুধী, মনে হচ্ছে উনি কারণ শুনতে আগ্রহী নন, ব্যবস্থা গ্রহণ করা উচিত। মেহেদী আবেদীন ১৮:০০, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @তীর্থ মুখোপাধ্যায় চিত্রগুলোর মালিকানা কি আপনার? বা চিত্রগুলোর স্রষ্টা আপনি? যদি তা না হোন, তাহলে অ-মুক্ত চিত্রগুলো উইকিপিডিয়ায় পূর্ণ রেজুলেশনে আপলোড বা ব্যবহারের অধিকার নেই আপনার। আরও জানুন এখানে- WP:NFC। ~ নাহিয়ান আলাপ ১৭:৫৭, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ । আপনি কি তথ্য যোগ করতে সহায়তা করবেন? আপনি তথ্য যোগ করুন, আমাকে সাহায্যের জন্য বলতে পারেন। বিশেষত এই অ্যালবাম চারটির মোট ৩০০ গান দিতে পারলে তো খুবই খুশি হবো। তীর্থ মুখোপাধ্যায় (আলাপ) ১৮:৩২, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
ছবির রেজুল্যুশন কমানো প্রসঙ্গে
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
ছবিটির রেজ্যুলুশন কমিয়ে দিন দয়া করে (যেহেতু অ-মুক্ত চিত্র) তীর্থ মুখোপাধ্যায় (আলাপ) ১৫:৪৫, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @তীর্থ মুখোপাধ্যায় করা হয়েছে। ~ নাহিয়ান আলাপ ১৭:৩৬, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ অপসারণ
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আসলামলাইকুৃৃম nahin আপনি ভালো আছেন।আপনি মুনিয়া ইসলাম নিবন্ধে অপসারণ নোটশ টি যোগ করছেন। মুনিয়া ইসলাম এই নিবন্ধি উইকিপিডিয়ায় থাকা উচিত তার কারণ টি হচ্ছে মুনিয়া ইসলামের নতুন কয়েকটি ছবি আরছে। এই ছবির গুলো যোগ করা হবে। আপনি যদি চান যে এই নিবন্ধটি অপসারণ করবেন তাহলে অনুগ্রহ করে আমাকে জানান। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৬:০৬, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
অক্টোবর ২০২৪
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
কোনো যৌক্তিক কারণ ব্যতীত কারো তৈরি নিবন্ধ তার ব্যবহারকারী পাতায় স্থানান্তর করবেন না। নিজে পাতা তৈরি করার উদ্দেশ্যে অন্যের তৈরি পাতা স্থানান্তর করে তার ব্যবহারকারী পাতায় পাঠানো একটা অনৈতিক কাজ এবং অধিকারের অপব্যবহার হিসাবে বিবেচিত হয়। আশা অভিজ্ঞ ব্যবহারকারী হিসাবে এটা নিয়ে আপনার ধারণা রয়েছে, ভবিষ্যতে এটা নিয়ে সতর্ক থাকার পরামর্শ থাকবে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৩০, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- এই চলচ্চিত্রের নিবন্ধ নিজে তৈরির কোনো উদ্দেশ্য আমার নেই বা ছিলোনা। প্রণেতার উপপাতায় স্থানান্তরের পর উনাকে এই ব্যপারে অবগত করেছি আমি। কিন্তু প্রণেতা বর্তমানে হয়তো সক্রিয় নেই, এবং চলচ্চিত্রটি আজকেই মুক্তি পাওয়ায় আমি ইংরেজি থেকে অনুবাদ করে নিবন্ধটি প্রকাশ করেছি। এ ধরণের অসম্পূর্ণ অনুবাদ মূল পাতায় প্রকাশ না করার জন্য প্রণেতাকে বার্তা দেবার অনুরোধ থাকবে। ~ নাহিয়ান আলাপ ১৫:৩২, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @N~Closed আপনি পাতাটি ওনার ব্যবহারকারী পাতায় স্থানান্তর করেছেন এবং পরবর্তীতে আপনি নিজে সেই পাতাটি আবার তৈরি করেছেন। এখানে আপনার উদ্দেশ্য কি ছিলো সেটা খুব বেশি ম্যাটার করে না, ম্যাটার করে যে আপনি নিয়ম অনুসরণ করে সবকিছু করেছেন কিনা। একজন পাতা তৈরি করলে তাকেই সেটা হালনাগাদ করতে হবে বিষয়টা তা না, পাতা যে কেও হালনাগেদ করতে হবে। উইকিপিডিয়ার মূল নীতি হচ্ছে, যে কেও সম্পাদনা করতে পারে। একজন আজকে একটি পাতা তৈরি করবে, সেটার কোনো পরিবর্তন প্রয়োজন হলে তা আরেকজনের নজরে আসলে তিনি করে দিবেন। এভাবেই বিশ্বকোষ তৈরি হয়েছে, সকলের সহযোগিতামূলক কাজের মাধ্যমে। একটি পাতা কোনো কারণে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেই আমরা সেই পাতা মুছে দেই না, সেটা হালনাগাদ করার উদ্যোগ নেই। আপনি যেভাবে এখানে এগিয়েছেন এটা উইকিপিডিয়ার উদ্দেশ্যের পরিপন্থী। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫০, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আমি স্বচ্ছভাবেই নিবন্ধের আলাপ পাতায় জবাব দিয়েছি যে, ঠিক কি কারণে আমি নিবন্ধটি তৈরি করেছি। অসম্পূর্ণ নিবন্ধ আগেও স্থানান্তর করেছি, তাই সব নিবন্ধই আমি তৈরি করেছি আবার বা নিজে তৈরি করতে স্থানান্তর করেছি, উভয় ধারণাই ভুল। যদি না চলচ্চিত্রটি আজ মুক্তি না পেত, আমি এটি তৈরি করতেই যেতাম না। আর Josh Katz নামক ব্যক্তি কেবল enwiki থেকে তথ্যছক কপি পেস্ট করে নিবন্ধটি তৈরি করেছেন, আর কোনো তথ্য দেননি, এবং তথ্যছকটিও বাংলা করেননি। এমন নিবন্ধ উইকিপিডিয়ার মূলপাতায় রেখে দেওয়া কতটা যৌক্তিক? ~ নাহিয়ান আলাপ ১৫:৫৪, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil কে কেমন নিবন্ধ তৈরি করছে এবং মূলপাতায় ঠিকভাবে প্রকাশ করছে কি’না, এটি দেখা আপনাদের দায়িত্ব। এবং কেও তা না করলেও তাদের অবগত করা জরুরি। ~ নাহিয়ান আলাপ ১৫:৫৬, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @N~Closed আমরা আলোচনা করছি আজকের স্থানান্তর নিয়ে, পূর্বের কিছু নিয়ে না। কোনো কারণে অপসারণযোগ্য মনে হলে মূল নামস্থানে থাকতেই অপসারণ প্রস্তাবনা দিবেন, স্থানান্তর করার পর নয়। পাশাপাশি আপনি "আমাদের দায়িত্ব' বলতে যদি প্রশাসকদের কথা বলে থাকেন তাহলে বলবো পুনরায় WP:ADMIN পাতাটি পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন প্রশাসকগণ কি করে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:০২, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আমি প্রশাসকদের দায়িত্বের কথা বলছিনা, প্রশাসকদের ব্যপারে আমি অবগত। আমার কথা হলো, এই যেমন আমি একটি পাতা স্থানান্তর করে নতুন করে তৈরি করলাম বিধায় কথা হচ্ছে, কিন্তু যে ধরণে পাতা স্থানান্তর করা হয়েছে তেমন পাতা যারা নিয়মিত তৈরি করে, তাদের সতর্ক করা উচিৎ। সবসময়ই সব নিবন্ধে অপসারণ প্রস্তাবনা দেওয়া সম্ভব না। বিশেষ করে, যারা দীর্ঘদিন উইকিপিডিয়ায় থেকেও এমন নিবন্ধ তৈরি করে, তাদের কিছু বলার থাকেনা। কিন্তু একজন প্রশাসক হিসেবে তাদের সতর্ক করতে পারেন, যেন এমন অসম্পূর্ণ নিবন্ধ তারা আগে খেলাঘর বা খসড়া পাতায় সম্পাদনা করে নেয়। ~ নাহিয়ান আলাপ ১৬:১০, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- সতর্ক করতে প্রশাসক হওয়ার প্রয়োজন নেই, যেকেও সতর্ক করতে পারে। কারো মাঝে এ্রকম আচরণ পরিলক্ষিত হলে প্রাথমিকভাবে সতর্ক করবেন, এরপরও এরকম কাজ চালিয়ে যেতে থাকতে তাকে নিয়ে প্রশাসকদের আলোচনাসভায় রিপোর্ট করবেন, তিনি কতদিন ধরে উইকিতে আছেন তা বিবেচ্য নয় —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৯, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আমি প্রশাসকদের দায়িত্বের কথা বলছিনা, প্রশাসকদের ব্যপারে আমি অবগত। আমার কথা হলো, এই যেমন আমি একটি পাতা স্থানান্তর করে নতুন করে তৈরি করলাম বিধায় কথা হচ্ছে, কিন্তু যে ধরণে পাতা স্থানান্তর করা হয়েছে তেমন পাতা যারা নিয়মিত তৈরি করে, তাদের সতর্ক করা উচিৎ। সবসময়ই সব নিবন্ধে অপসারণ প্রস্তাবনা দেওয়া সম্ভব না। বিশেষ করে, যারা দীর্ঘদিন উইকিপিডিয়ায় থেকেও এমন নিবন্ধ তৈরি করে, তাদের কিছু বলার থাকেনা। কিন্তু একজন প্রশাসক হিসেবে তাদের সতর্ক করতে পারেন, যেন এমন অসম্পূর্ণ নিবন্ধ তারা আগে খেলাঘর বা খসড়া পাতায় সম্পাদনা করে নেয়। ~ নাহিয়ান আলাপ ১৬:১০, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @N~Closed আমরা আলোচনা করছি আজকের স্থানান্তর নিয়ে, পূর্বের কিছু নিয়ে না। কোনো কারণে অপসারণযোগ্য মনে হলে মূল নামস্থানে থাকতেই অপসারণ প্রস্তাবনা দিবেন, স্থানান্তর করার পর নয়। পাশাপাশি আপনি "আমাদের দায়িত্ব' বলতে যদি প্রশাসকদের কথা বলে থাকেন তাহলে বলবো পুনরায় WP:ADMIN পাতাটি পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন প্রশাসকগণ কি করে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:০২, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @N~Closed আপনি পাতাটি ওনার ব্যবহারকারী পাতায় স্থানান্তর করেছেন এবং পরবর্তীতে আপনি নিজে সেই পাতাটি আবার তৈরি করেছেন। এখানে আপনার উদ্দেশ্য কি ছিলো সেটা খুব বেশি ম্যাটার করে না, ম্যাটার করে যে আপনি নিয়ম অনুসরণ করে সবকিছু করেছেন কিনা। একজন পাতা তৈরি করলে তাকেই সেটা হালনাগাদ করতে হবে বিষয়টা তা না, পাতা যে কেও হালনাগেদ করতে হবে। উইকিপিডিয়ার মূল নীতি হচ্ছে, যে কেও সম্পাদনা করতে পারে। একজন আজকে একটি পাতা তৈরি করবে, সেটার কোনো পরিবর্তন প্রয়োজন হলে তা আরেকজনের নজরে আসলে তিনি করে দিবেন। এভাবেই বিশ্বকোষ তৈরি হয়েছে, সকলের সহযোগিতামূলক কাজের মাধ্যমে। একটি পাতা কোনো কারণে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেই আমরা সেই পাতা মুছে দেই না, সেটা হালনাগাদ করার উদ্যোগ নেই। আপনি যেভাবে এখানে এগিয়েছেন এটা উইকিপিডিয়ার উদ্দেশ্যের পরিপন্থী। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫০, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নতুন অ্যাকাউন্টকে স্বাগত জানানো প্রসঙ্গে
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
নতুন অ্যাকাউন্টকে মানুয়ালি স্বাগত জানানোর দরকার নেই। বহু আগে আলোচনাসভায় সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ০ সম্পাদনা করা অ্যাকাউন্টকে গণহারে স্বাগত জানাবো না। কেবল এক বা ততোধিক সম্পাদনা করা অ্যাকাউন্টকে স্বাগত জানাতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৩৬, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নাম পরিবর্তন
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
এই তালিকার হাসপাতাল মেডিকেল কলেজ গুলোর নাম বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ায় পরিবর্তন করার জন্য আপনাকে অনুরোধ করছি। [১] [২] Niasoh (আলাপ) ১৫:৩১, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Niasoh করা হয়েছে। ~ নাহিয়ান আলাপ ১৬:৩৪, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- এটা করা হয়নি - শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ Niasoh (আলাপ) ১৬:৪৫, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Niasoh পরিবর্তন করেছি। ~ নাহিয়ান আলাপ ১৬:৫৭, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ ভাই। Niasoh (আলাপ) ১৬:৫৭, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Niasoh পরিবর্তন করেছি। ~ নাহিয়ান আলাপ ১৬:৫৭, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- এটা করা হয়নি - শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ Niasoh (আলাপ) ১৬:৪৫, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নাম পরিবর্তন
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রজ্ঞাপনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এভাবে এবং ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে শুধুমাত্র ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট উল্লেখ করা, এখন প্রজ্ঞাপন অনুযায়ী নাম রাখা যাবে নাকি কমন নাম রাখা উচিত? [৩] [৪] Niasoh (আলাপ) ১৭:০৮, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Niasoh বাংলা উইকিপিডিয়ায় কমন নাম’ই রাখা উচিৎ। ~ নাহিয়ান আলাপ ১৭:১৩, ৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
এই নিবন্ধটি [৫] বাংলা উইকিপিডিয়ায় রাখার মতো উল্লেখযোগ্যতা ধারণ করে? Niasoh (আলাপ) ০৭:৫৪, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Niasoh bnwikiতে তৈরি করতে পারেন। তবে আগামীতে অপসারিত হবার সম্ভাবনা ৫০-৫০। ~ নাহিয়ান আলাপ ১৯:৫৭, ৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আমি যতটুকু বুঝেছি, প্রথমে IqbalHossain 'প্রিতম চক্রবর্তী' শিরোনামে নিবন্ধ তৈরি করেছিলেন। পরে আপনি 'প্রীতম` নামে একটা পাতা তৈরি করে 'প্রিতম চক্রবর্তী'-এ পুনর্নির্দেশ করেছিলেন। পরে যখন নিবন্ধের শিরোনাম 'প্রিতম চক্রবর্তী' থেকে 'প্রীতম চক্রবর্তী'-এ স্থানান্তর করা হয়, তখন আপনি 'প্রীতম'-এ গিয়ে পুনর্নির্দেশের লক্ষ্য পরিবর্তন করেছিলেন। এই কারণে এই পুনর্নির্দেশ পাতায় ২টা সম্পাদনা হয়ে গিয়েছিল। যার কারণে আমাদের আলোচনার ভিত্তিতে আপনি 'প্রীতম চক্রবর্তী' থেকে 'প্রীতম'-এ স্থানান্তর করতে গিয়ে পারেননি। এক্ষেত্রে পুনর্নির্দেশ পাতাকে অন্য শিরোনামে পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করে মূল নিবন্ধকে ওই শিরোনামে স্থানান্তর করা যায়। কয়েকবার পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তরের সুবিধা ব্যবহার করলে এক্সট্রা পাতাও তৈরি হয় না, শুধু একটা নিবন্ধ আর একটা পুননির্দেশ পাতা থাকে। Ahmed Reza Khan (আলাপ) ০৫:৪৬, ৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Ahmed Reza Khan সাময়িক সমস্যা হয়েছিল, ঠিক করেছি। বারবার স্থানান্তর করেছিলাম অন্য কারণে, সমস্যা সমাধান হয়েছে। ~ নাহিয়ান আলাপ ০৫:৫০, ৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
প্রিয় N~Closed!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
অবদান বাতিলের কারণ জানতে চাই
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আমি মতিউর রহমান মল্লিক নিবন্ধে কিছু সম্পাদনা করেছিলাম কিন্তু আপনি তা মুছে দিয়েছেন। তার কারণ আমি জানতে চাই ? Abdullah Bin Sohel (আলাপ) ১৭:১৫, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Abdullah Bin Sohel যথাযথ তথ্যসূত্র সহ তথ্য যুক্ত করবেন, অন্যথায় নিবন্ধটিতে আপনার সংযুক্ত তথ্য বাতিল করা হবে। নিবন্ধের ব্যক্তি কোন রাজনৈতিক দল সমর্থন করতেন, বা এই ধরণের বিতর্কিত তথ্যগুলো কোনো সূত্র ছাড়া যুক্ত করবেন না। ~ নাহিয়ান আলাপ ১৭:১৭, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- দুঃখিত। আমি এবার তথ্যসূত্র যুক্ত করে সম্পাদনা করেছি Abdullah Bin Sohel (আলাপ) ১৭:২৭, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Abdullah Bin Sohel আপনাকে আরও কিছু ব্যপারে জানাচ্ছি। আপনি কোনো ব্যক্তিগত ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, উল্লেখযোগ্য নয় এমন নিউজ পোর্টালের লিংক তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না। কেবল জাতীয় দৈনিক কিংবা নিবন্ধিত নিউজ পোর্টালকে সূত্র হিসাবে উল্লেখ করতে পারবেন। আপনার সাম্প্রতিক সম্পাদনাটিও বাতিল করা হয়েছে তাই। ~ নাহিয়ান আলাপ ১৭:৩০, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ঠিক আছে। আমি এই ব্যাপারে সতর্ক থাকবো Abdullah Bin Sohel (আলাপ) ১৭:৩৩, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Abdullah Bin Sohel আপনাকে আরও কিছু ব্যপারে জানাচ্ছি। আপনি কোনো ব্যক্তিগত ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, উল্লেখযোগ্য নয় এমন নিউজ পোর্টালের লিংক তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না। কেবল জাতীয় দৈনিক কিংবা নিবন্ধিত নিউজ পোর্টালকে সূত্র হিসাবে উল্লেখ করতে পারবেন। আপনার সাম্প্রতিক সম্পাদনাটিও বাতিল করা হয়েছে তাই। ~ নাহিয়ান আলাপ ১৭:৩০, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- দুঃখিত। আমি এবার তথ্যসূত্র যুক্ত করে সম্পাদনা করেছি Abdullah Bin Sohel (আলাপ) ১৭:২৭, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)