কবি অথবা দণ্ডিত অপুরুষ

হুমায়ুন আজাদের উপন্যাস
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ২০ আগস্ট ২০২৪ তারিখে পরীক্ষিত হয়েছিল।

কবি অথবা দণ্ডিত অপুরুষ হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাস[] ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে[] (ফাল্গুন, ১৪০৫ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।

কবি অথবা দণ্ডিত অপুরুষ
লেখকহুমায়ুন আজাদ
মূল শিরোনামকবি অথবা দণ্ডিত অপুরুষ
প্রচ্ছদ শিল্পীসমর মজুমদার
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়কবির জীবন, প্রেম, বিয়ে ছাড়া একত্রবাস
ধরনউপন্যাস
প্রকাশিতফেব্রুয়ারি, ১৯৯৯; ২৫ বছর আগে (February, 1999)
প্রকাশকআগামী প্রকাশনী
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা১৬০[]
আইএসবিএন ৯৮৪-৭-০০০-৬১২০৮-৩ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ উপসর্গ
ওসিএলসি৪২৭৬২৭৮৪
পূর্ববর্তী বইরাজনীতিবিদগণ (১৯৯৮) 
পরবর্তী বইনিজের সঙ্গে নিজের জীবনের মধু (২০০০) 

হুমায়ুন আজাদ এই উপন্যাস উৎসর্গ করেছেন, ফরাসী কবি শার্ল বোদলেয়ারের প্রতি যাকে তিনি দণ্ডিত মহাকবি বলে উল্লেখ করেছেন।[]

বিষয়বস্তু

হাসান রশিদ নামের এক কবিকে নিয়ে উপন্যাসের মূল কাহিনী যে এক নিসঃঙ্গ মানুষ, নিজস্ব বাসা আছে কিন্তু বাসায় সে ছাড়া আর কেউ থাকেনা, হাসান কবিতা লেখে, কবি-বন্ধু/অন্যান্য কবিদের সঙ্গে আড্ডা দেয়, পতিতালয়ে যায় - এভাবেই চলে তার জীবন। একদা সে আলাউদ্দীন রেহমান নামের এক বন্ধুর বিশেষ অনুরোধে বিজ্ঞাপনের চিত্রনাট্য-কাহিনী লিখার কাজে তার কম্পানি এ্যাড ২০০০-এ যোগ দেয় যদিও এর আগে হাসান পেশা হিসেবে একটি গ্রামের কলেজে শিক্ষকতা করতো কিন্তু পড়ে তা ছেড়ে দিয়েছিলো। হাসানের জীবনের শ্যামলী নামের এক নারীসঙ্গ আসে যে বিবাহিত কিন্তু একদিন হাসানের কাছে অপরাধবোধ হবার কারণে সে নিজেই শ্যামলীর স্বামী ফরহাদকে টেলিফোন করে তার সঙ্গে শ্যামলীর পরকীয়ার কথা জানিয়ে দিয়ে সম্পর্কটা নষ্ট করে দেয়। উপন্যাসের শেষে হাসানের বয়স যখন একচল্লিশ থাকে তখন তার জীবনে মেঘা নামের একটা মেয়ে আসে যে হাসানের চেয়ে একুশ বছরের ছোটো এবং এই মেঘার কারণে হাসানের জীবন ধ্বংস হয়ে যায়।

চরিত্রসমূহ

  • হাসান রশিদ - পুরোনাম মোহাম্মদ আবুল হোসেন তালুকদার, একজন নিসঙ্গ মানুষ যে কবিতা লেখে
  • আলাউদ্দীন রেহমান - একজন ব্যবসায়ী, নিজস্ব কম্পানি আছে, হাসানের বন্ধু, হাসান তার কম্পানিতে চাকরি পায়
  • শ্যামলী - এক বিবাহিত নারী যার সঙ্গে হাসানের পরকীয়া প্রেম থাকে, হাসানের চেয়ে ছয় বছরের বড়
  • ফরহাদ হোসেন - শ্যামলীর স্বামী
  • মেঘা - হাসানের সঙ্গে বিয়ে ছাড়াই একত্রবাসকারী এক অল্পবয়স্ক মেয়ে, শ্যামলীর সঙ্গে সম্পর্কচ্ছেদের অনেক পর এই মেয়েটির সঙ্গে হাসানের পরিচয় হয়
  • ইয়াসমীন - উঠতি বয়সী এক তরুণী যে হাসানের সঙ্গে প্রেম করতে চায়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "কবি অথবা দণ্ডিত অপুরুষ - হুমায়ুন আজাদ"rokomari.com 
  2. গোলাম সারওয়ার, সম্পাদক (১৬ ফেব্রুয়ারি ২০১৮)। "কবি অথবা দণ্ডিত অপুরুষ"কালের খেয়া (ছাপা)। সমকাল। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০২৪ 
  3. মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "আজাদ, হুমায়ুন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. আজাদ, হুমায়ুন (ফেব্রুয়ারি ১৯৯৯)। কবি অথবা দণ্ডিত অপুরুষআগামী প্রকাশনীআইএসবিএন 984-7-000-61208-3 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য) 

বহিঃসংযোগ