PrinceNijam
আপনাকে স্বাগত আমার আলাপ পাতায় আলাপ পাতা
★ PrinceNijamtalk
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় PrinceNijam! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৪:৩০, ২২ মার্চ ২০১৬ (ইউটিসি) |
মার্চ 2016
সম্পাদনাউইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, মানব উদ্ধৃতি, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৮, ২২ মার্চ ২০১৬ (ইউটিসি)
সম্পাদনা
সম্পাদনামানব প্রকৃতি পাতায় আপনি তথ্যসূত্র হিসেবে ব্লগ ও অন্য একটি ওয়েবসাইট ও উদ্বৃতি যুক্ত করেছিলেন। মনে রাখুন, উইকিপিডিয়াতে সামাজিক যোগাযোগ বা ব্লগ রেফারেন্স হিসেবে যুক্ত করা যায় না এবং নিবন্ধে অযাচিত উক্তিও যুক্ত করবেন না। উইকিপিডিয়ার নিবন্ধ বিশ্বকোষীয় নিবন্ধ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩৩, ২৫ মার্চ ২০১৬ (ইউটিসি)
যান্ত্রিক অনুবাদ
সম্পাদনামজু চৌধুরির হাট নিবন্ধটির অনুবাদ ঠিক হয়নি, এটি গুগল ট্রান্সলেটর বা অন্য কোন যান্ত্রিক অনুবাদের মাধ্যমে করেছেন। দয়া করে যান্ত্রিক অনুবাদের নিবন্ধ যুক্ত করবেন না। ম্যানুয়ালি অনুবাদ করুন, এছাড়াও এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যে, এই পাতার বার্তাগুলোকে আমলে নেওয়া। আপনি বিভিন্ন সময় বিভিন্ন লিংক ও সম্পাদনা করছেন যেগুলো হয়ত না বুঝেই করছেন কিন্তু বারবার বার্তা দেওয়ার পরও এরকম করতে থাকলে হয়ত একবার আপনাকে সম্পাদনায় ব্লক বা বাধাদান করা হতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪০, ২৫ মার্চ ২০১৬ (ইউটিসি)
ঠান্ডা পানি
সম্পাদনাআপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি | |
অসহ্য এই গরমের দিনেও আপনি উইকিপিডিয়ায় অপবদান রেখে যাচ্ছেন দেখে আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। Nahid Hossain (আলাপ) ০৯:০৭, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি) |
অসংখ্য ধন্যবাদ জনাব পানি টা এখন দিলে খুব খুশী হতাম। প্রিন্স নিজাম (আলাপ) ৯:১৭, ৩০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
টেমপ্লেটের ব্যবহার
সম্পাদনাপ্রিয় নিজাম উদ্দিন,
নিবন্ধ সম্পাদনার সময় বাংলা নামের জন্য দয়া করে {{lang-bn|.....}}
টেমপ্লেট ব্যবহার করবেন না। বাংলা উইকিতে বাংলা লেখাই থাকবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, সব নিবন্ধে {{lang-en|.....}}
যোগ করা বাধ্যতামূলক নয়। আর নিবন্ধে প্রাসঙ্গিক সূত্র দিবেন। এই সব সমস্যার কারণে আমি আপনার কিছু সম্পাদনা বাতিল করেছি। হতাশ হবে না। আস্তে আস্তে শিখে যাবেন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৪:৪৫, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
- দয়া করে বাংলাদেশের জেলা নিবন্ধগুলিতে
{{lang-en|.....}}
যোগ করবেন না। আফতাব (আলাপ) ১৮:৫০, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)- আপনি কি আমার দেয়া বার্তাগুলি একবার পড়ে দেখবেন???আফতাব
ধন্যবাদ আফতাব ভাইয়া আমি বুঝে গেছি আর বাংলাদেশের জেলা নিবন্ধ গুলীতে এই ইংরেজী টেমপ্লেট ব্যবহার করব না। প্রিন্স নিজাম (আলাপ) ৯:১১, ৩০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
বিষয়শ্রেণী
সম্পাদনাপ্রিয় নিজাম, উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। বিষয়শ্রেণী যুক্ত করার সময় উপ বিষয়শ্রেণী যুক্ত করার চেষ্টা করুন। যেমন : ইউনিয়ন বা বাংলাদেশের ইউনিয়ন এর বদলে (অমুক) উপজেলার ইউনিয়ন " যুক্ত করুন। পৌরসভার বেলায় অমুক জেলার পৌরসভা " যুক্ত করুন। আর পৌরসভায় ইউনিয়নের বিষয়শ্রেণী যুক্ত করবেন না যেমনটি করেছেন এলেঙ্গা, বাংলাদেশ নিবন্ধে। --কায়সার আহমাদ (আলাপ) ০৩:৪১, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
প্রিয় কায়সার ভাই এলেঙ্গা, বাংলাদেশ নিবন্ধটি এখন একটু দেখেন আগের বারের ছেয়েও উন্নতি হয়েছে কি। প্রিন্স নিজাম (আলাপ) ৯:২৫, ৩০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
ভাষা টেমপ্লেট
সম্পাদনাlang-en টেমপ্লেটে লেখার মধ্যে বন্ধনী ([[]]
) যোগ করার প্রয়োজন নেই। মানে {{lang-en|Bangladesh}}
কে {{lang-en|[[Bangladesh]]}}
করবেন না। একই রকম অন্য সকল নিবন্ধ ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৬:৩৯, ২৫ মে ২০১৬ (ইউটিসি)
- আমাকে বাধ্য হয়ে আপনার সম্পাদনা বাতিল করতে হচ্ছে। দয়া করে উপরের বার্তাটি দেখিন। আফতাব (আলাপ) ১৮:৪০, ২৭ মে ২০১৬ (ইউটিসি)
জনাব ধন্যবাদ, বুঝিয়ে বলার জন্য , আমি বাংলা উইকিতে বাংলা নিবন্ধ গুলো কে ভুল বান্তি ঠিক করে সম্পূর্ণ ভাবে, সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, আপনি কি আমাকে বাংলা-পিডিয়াতে স্বয়ংক্রিয় পরীক্ষকের অধিকার টা দিবেন।প্রিন্স নিজাম >> আলাপ ৯:৫১, ৩০ মে (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনানিরলস অবদানের পদক | |
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ২০:৪০, ১০ আগস্ট ২০১৬ (ইউটিসি) |
৩ নং আলামগঞ্জ রোড জামে মসজিদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাএকটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/৩ নং আলামগঞ্জ রোড জামে মসজিদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। কায়সার আহমাদ (আলাপ) ০৩:৪২, ১৪ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
বায়তুল রশীদ জামে মসজিদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাএকটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বায়তুল রশীদ জামে মসজিদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৩:৫৪, ১৮ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় PrinceNijam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)