Md Abu Sayeed
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Md Abu Sayeed! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি ১১:০৩, ২২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) |
জানুয়ারি ২০২৪
সম্পাদনাবাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আলাপ পাতায় অথবা উইকিপিডিয়ার এমন কোন পাতায় যেখানে মুক্ত আলোচনার সুযোগ রয়েছে, সেখানে মন্তব্য প্রদানের পর আপনার স্বাক্ষর যোগ করুন। আপনি দুইভাবে স্বাক্ষর যোগ করতে পারেন:
- আপনার মন্তব্যের শেষে পর পর চারটি টিল্ড চিহ্ন ( ~~~~ ) যোগ করার দ্বারা; বা
- আপনার মন্তব্যের শেষে কার্সার রেখে, সম্পাদনা পাতার উপরের সরঞ্জামদণ্ড হতে স্বাক্ষর বোতামে ক্লিক করার দ্বারা।
এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম বা আইপি ঠিকানাসহ একটি স্বাক্ষর সন্নিবেশ করবে। স্বাক্ষর ব্যবহার করার ফলে উইকিপিডিয়ার অন্যান্য সম্পাদকরা জানতে পারবে যে ঐ নির্দিষ্ট মন্ত্যব্যটি কার দ্বারা এবং কখন যোগ করা হয়েছে।
আপনাকে ধন্যবাদ। বোরহান (আলাপ) ০৯:০৮, ২৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
গণহারে স্বাগত বার্তা প্রেরণ
সম্পাদনাবাংলা উইকিপিডিয়া নতুন ব্যবহারকারীদের স্বাগতম জানানোর কাজ একটি বট করে থাকে। তাই, হাতে বার্তা প্রেরণের প্রয়োজন দেখছি না। আপনি এই কাজে যে সময় ব্যয় করছেন, সেই সময়টি নিবন্ধের মান উন্নয়নে ব্যয় করার অনুরোধ করছি। এছাড়া লক্ষ্য করলাম যে আপনি শূন্য-সম্পাদনার একাউন্টকেও স্বাগতম জানাচ্ছেন। বাংলা উইকিপিডিয়া আমরা একটা করি না। Yahya (আলাপ) ১৪:২১, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ। আবু সাঈদ «আলাপ» ১৪:২৮, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনাপ্রিয় Md Abu Sayeed,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)