ব্যবহারকারী আলাপ:Md.Farhan Mahmud/সংগ্রহশালা ৪

সাম্প্রতিক মন্তব্য: MediaWiki message delivery কর্তৃক ১ বছর পূর্বে "প্রযুক্তি সংবাদ: 2023-18" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫ সংগ্রহশালা ৬ সংগ্রহশালা ১০

MILAN KUMAR PODDAR-এর প্রশ্ন (১৬:৩৪, ৪ মার্চ ২০২৩)

আমি কিছু লিখতে চাই। --MILAN KUMAR PODDAR (আলাপ) ১৬:৩৪, ৪ মার্চ ২০২৩ (ইউটিসি)

সহযোগিতা

আমি কিছু লিখতে চাই, যেমন কবিতা, উপন্যাস, গল্প। কিন্তু কিভাবে এখানে লিখব এবং তা কিভাবে প্রকাশিত হবে বুঝতে পারছি না। যদি একটু সহযোগিতা করতেন? MILAN KUMAR PODDAR (আলাপ) ১৬:২০, ৪ মার্চ ২০২৩ (ইউটিসি)

@MILAN KUMAR PODDAR ; জনাব আপনি চাইলেই নিজের ইচ্ছা খুশি লিখে পারেন না : WP:NOT দেখুন। ≈ ফারহান  «আলাপ» ১৪:১১, ৫ মার্চ ২০২৩ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2023-10

MediaWiki message delivery ২৩:৪৭, ৬ মার্চ ২০২৩ (ইউটিসি)

Rita Begum-এর প্রশ্ন (১৪:৪৫, ১১ মার্চ ২০২৩)

Hello Sir . I'm new here. Would you please suggest me that how I can participate in the competition? --Rita Begum (আলাপ) ১৪:৪৫, ১১ মার্চ ২০২৩ (ইউটিসি)

This Month in Education: February 2023

প্রযুক্তি সংবাদ: 2023-11

MediaWiki message delivery ২৩:১৭, ১৩ মার্চ ২০২৩ (ইউটিসি)

বানান

'স্বাগত' বানানটি শুদ্ধ। স্বাগতম অপ্রমিত। উইকিপিডিয়ায় শুরুতেই 'স্বাগত' শব্দটি যুক্ত করতে চাচ্ছি। মো. আশরাফুল ইসলাম (আশরাফ) (আলাপ) ২৩:৪৭, ১৬ মার্চ ২০২৩ (ইউটিসি)

@মো. আশরাফুল ইসলাম (আশরাফ) বর্তমানে দুটোই প্রমিত বানান। মাঝখানে কিছুদিন স্বাগতমকে অপ্রমিত বলে একটা আওয়াজ শোনা গিয়েছিল যদিও। তাই যেখানে স্বাগত আছে স্বাগতই থাকুক এবং স্বাগতমের জায়গায় স্বাগতম থাকুক। পরিবর্তন করার অবকাশ নেই। Aishik Rehman (আলাপ) ০২:৪৪, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)

মুনতাসির মারুফ-এর প্রশ্ন (০২:৪১, ১৭ মার্চ ২০২৩)

ভাইয়া আমি কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? --মুনতাসির মারুফ (আলাপ) ০২:৪১, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)

@মুনতাসির মারুফ প্রথমে এখানে নিজের নাম যুক্ত করুন চারটি ~ চিহ্ন দিয়ে, তারপর এই তালিকা থেকে নিবন্ধ বাছাই করে যে নিবন্ধ নিয়ে কাজ করবেন তার পাশে নিজের নাম লিখবেন একই পদ্ধতিতে। তারপর এই টিউটোরিয়াল দেখে অনুবাদ শুরু করেন। অনুবাদ শেষ হলে এখানে জমা দিন। বিস্তারিত নিয়মকানুন সব এখানে পাবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে এখানে জিজ্ঞেস করবেন, ধন্যবাদ। Aishik Rehman (আলাপ) ০২:৪৯, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)

অমর্যাদা, তথ্য বাতিল

আমি গাধা সম্বন্ধে উইকিপিডিয়ায় প্রবন্ধ লেখার (প্রধানত অনুবাদ ও কিছু তথ্য যোগ) চেষ্টা করছিলাম, বেশ কিছু দিন ধরে আমি তথ্য সংগ্রহ করে নিজের সাধ্যমতো লিখে তা পাতায় যোগ করি, যার ভাষা আর তথ্য আমার নিজের লেখা , উক্ত প্রবন্ধের পাতায় গেলে প্রত্যেকটি সম্পাদনার তথ্য পাওয়া যাবে। আমি দেখলাম যে আপনি ইচ্ছেমতো আমার লেখা অংশটা বাতিল করেছেন , আমি জানতে চাই লেখায় অর্থাৎ তথ্য বা ভাষায় কি সমস্যা আছে ? সমস্যা থাকলে সেটা উল্লেখ করুন?

দেখলাম আপনি সম্পাদনার অনেক মাইলফলক অতিক্রম করেছেন , অবগত কোন কিছু লিখতে কত সময় ও পরিশ্রম লাগে ?

পুনশ্চ: আমি যথেষ্ট সময় দিয়ে এই কাজ করেছি, ভাষা কিংবা তথ্যে কোন সমস্যা থাকতেই পারে না আমার মতে, তবে হ্যাঁ এই মাধ্যমে আমি নতুন কোন নিয়ম থাকলে লেখার ক্ষেত্রে তা জানি না !

Anish Jana001246 (আলাপ) ১৬:০৪, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)

@Anish Jana001246 , প্রথমত নিবন্ধটি নিয়ে আমি কাজ করছিলাম। আর আপনি এসে সম্পাদনা করেছেন বলে আমি একটু বিরক্ত বোধ করছিলাম। সেজন্য বাতিল করেছি। ≈ ফারহান  «আলাপ» ১৬:২৫, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)
@Anish Jana001246 আপনি উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩/নিবন্ধ তালিকা এই পাতায় স্বাক্ষর করেননি। (আমি প্রত্যাহার করেছি আপনি স্বাক্ষর করতে পারেন, দুঃখিত আপনার সম্পাদনা বাতিল করার জন্য, কিছু মনে করবেন না, আপনার উইকিযাত্রা শুভ হোক!) ≈ ফারহান  «আলাপ» ১৬:২৮, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)

আমি তো সাক্ষর করেছিলাম

উইকিপিডিয়া:ভালো নিবন্ধ নিয়ে Md. Shamim sorker-এর প্রশ্ন (১৮:০১, ২০ মার্চ ২০২৩)

ইউকেপিডিয়া আসলে কি এবং কি কাজে ব্যাবহার করা হয় --Md. Shamim sorker (আলাপ) ১৮:০১, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2023-12

MediaWiki message delivery ০১:২৪, ২১ মার্চ ২০২৩ (ইউটিসি)

আরও বিচক্ষণ হোন

@Md.Farhan Mahmud প্রথমে আপনাকে রমজানের শুভেচ্ছা জানাই। সম্প্রতি আপনি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধসহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন যা সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি আপনি আমাকে কারণ দর্শিয়ে আমার করা একটি সম্পাদনা বতিল করে দিয়েছেন। আপনি হয়তো ভালোভাবে খেয়াল করেননি আমি কেন উক্ত সম্পাদনাটি করেছিলাম। আসলে তালিকায় লেবানন নিবন্ধটি কেউ হয়ত দুইবার যোগ করে ফেলেছিল তাই আমি একটি বাতিল করে দিয়েছিলাম যা পরবর্তী সম্পাদনায় উল্লেখ করা হয়েছে। আর আপনি যে তালিকায় সম্পাদনা করে আমার সম্পাদনাটি বাতিল করেছেন সে তালিকায় সম্পাদনা করা আপনার মোটেও উচিত হয়নি কারণ তালিকটি শুধুমাত্র অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার পর্যালোচকদের জন্য। ধন্যবাদ। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৩:৩৪, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)

@Abazizfahad ভাই, ধন্যবাদ আপনার সুপরামর্শের জন্য! ভবিষ্যতে আরো সতর্ক থাকব। আসলে ভুল না করলে তো শেখা যায় না!! আজ একটা ভুল করে একটা নতুন জিনিস শিখলাম!!! আপনার জন্য শুভকামনা রইল!!!! ≈ ফারহান  «আলাপ» ১৩:৪৮, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)

সৌরভ আহসান রবিন-এর প্রশ্ন (১৫:২৫, ২৪ মার্চ ২০২৩)

সালাম নিবেন, কিভাবে সম্পাদনা করবো? এটি করলে কি কোনো অর্থনৈতিক বেনিফিট হবে? --সৌরভ আহসান রবিন (আলাপ) ১৫:২৫, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)

@সৌরভ আহসান রবিন , আপনি এখানে সম্পাদনা করে টাকা পাবেন না / আপনাকে টাকা দেওয়া লাগবেও না! তবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাবেন! যেমন: উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ এখানে অংশ নিয়ে আপনি পুরস্কার জিততে পারেন! ≈ ফারহান  «আলাপ» ০০:০৭, ২৫ মার্চ ২০২৩ (ইউটিসি)

পরামর্শগ্রহীতাদের প্রশংসাসূচক বার্তা প্রেরণ

সুপ্রিয় মেন্টর, শুভেচ্ছা নেবেন। আমরা আপনার বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড-এ একটি নতুন মডিউল বসানোর কথা ভাবছি। এই মডিউল সেই সকল পরামর্শগ্রহীতার নাম প্রদর্শন করবে, যারা নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ।

 
প্রশ্নাবলী ১-এর জন্য।

যেমন, এই স্ক্রিনশটে এমন একজন পরামর্শগ্রহীতাকে দেখানো হচ্ছে যিনি মোট ২০টি অবদান রেখেছেন, এবং শেষ ৪৮ ঘণ্টায় কোনো পুনর্বহালকৃত সম্পাদনা নেই। এই মানদণ্ডের কিছু প্যারামিটার সেটিংস থেকে পরিবর্তন করা যাবে। এই স্ক্রিনশটে এটাও দেখা যাচ্ছে যে তিনি ৩টি ধন্যবাদ পেয়েছেন এবং একটানা ২দিন অবদান রেখেছেন। এরপরে, আপনি চাইলে তাদের সম্পাদনা যাচাই করে "প্রশংসা পাঠান"-এ ক্লিক করতে পারবেন। এই প্রশংসা বার্তার স্থলে একটি পূর্বনির্ধারিত বার্তা চলে আসবে, যা আপনি সম্পাদনা করে প্রকাশ করবেন। প্রকাশ করার সময় আপনি নবাগতের আলাপ পাতায় পুনর্নির্দেশিত হবেন।

একাধিক গবেষণায় দেখা গেছে যে অভিজ্ঞ অবদানকারী বা মেন্টরের প্রশংসা নবাগতদের সম্পাদনার কার্যকলাপকে তরান্বিত করে তোলে [৭]। আর তাই মেন্টর হিসেবে প্রশংসা করার জন্য আপনিই যোগ্যতম ব্যক্তি।

প্রশ্নাবলী ১

  • এই নতুন মডিউল কি পরামর্শগ্রহীতাদের প্রশংসাসূচক বার্তা পাঠাতে আপনাকে উৎসাহিত করবে?
  • প্রশংসা করার জন্য পরামর্শগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য কি আপনার কাছে আছে?
  • আপনি কি মনে করেন কিছু মেন্টর এই ভেবে দ্বিধাবোধ করতে পারেন যে এখানে বোঝা যাচ্ছে না অতিরিক্ত কোনো ধাপ আছে কীনা (আলাপ পাতায় গিয়ে বার্তা প্রকাশ করা)?
  • এই বৈশিষ্ট্য নিয়ে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ?
 
প্রশ্নাবলী ২-এর জন্য।

দ্বিতীয়ত, আমরা চাই এই নতুন মডিউলটি সবার জন্য কাজ করুক, তাই আমরা চাই মেন্টররাই যেন সেটিংস ঠিক করতে পারেন। এখানে আপনি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদনার সংখ্যা নির্ধারণ করতে পারবেন যা একজন নবাগতকে প্রশংসার যোগ্য হিসেবে বিবেচিত করবে। তারপর আপনি পূর্বনির্ধারিত বার্তা ব্যবহার করতে পারবেন। এই বার্তাটি নবাগতকে প্রশংসা পাঠানোর সময় ব্যবহৃত হবে। বার্তার বিষয় এবং বিষয়বস্তু উভয়ই আগে থেকে ঠিক করা যেতে পারে।

পরিশেষে, যখন একজন পরামর্শগ্রহীতা আপনার মানদণ্ডের সাথে মিলে যাবে, তখন যেন আপনি একটি বিজ্ঞপ্তি পান, সেটা সেটিংস থেকে ঠিক করে রাখতে পারেন।

প্রশ্নাবলী ২

  • প্রশংসা করার ক্ষেত্রে পরামর্শগ্রহীতা খুঁজে পাওয়ার জন্য সম্পাদনার সময়সীমা নির্ধারণ করার সেটিংস নিয়ে কি আপনি সন্তুষ্ট?
  • আমরা কি একটি পূর্বনির্ধারিত বার্তা প্রদান করব, যা আপনি পরে সম্পাদনা করতে পারবেন?
  • আপনি কি প্রশংসাযোগ্য নবাগত পাওয়া গেলে সে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি পেতে চাইবেন?
  • মডিউলের সেটিংসে আপনি কি নতুন কোনো সেটিংস দেখতে চান?

আপনার সময়ের জন্য ধন্যবাদ! Ankan (WMF) (আলাপ) ১৯:১১, ১৪ মার্চ ২০২৩ (ইউটিসি)

@Ankan (WMF) ;
প্রশ্নাবলী ১ এর উত্তর:
  • হ্যাঁ, এটি উৎসাহিত করবে বলে মনে করছি।
  • হ্যাঁ, আছে ।
  • না।
  • খুব সুন্দর এটি। এটির মাধ্যমে নতুনদের প্রশংসার ফলে তারা আরও সম্পাদনায় আগ্রহী হবেন বলে আশা রাখছি।
প্রশ্নাবলী ২ এর উত্তর:
  • হ্যাঁ, আমি সন্তুষ্ট।
  • করতে পারেন।
  • হ্যাঁ।
  • হ্যাঁ, তবে এটি ইচ্ছা করলে আমি বন্ধ করতে পারব এমন অপশন রাখলে ভালো হবে বলে মনে করছি।

  ধন্যবাদ। ≈ ফারহান  «আলাপ» ২৩:২৮, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)

Tech News: 2023-13

MediaWiki message delivery ০১:১১, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)

স্থানান্তর

এই নিবন্ধ স্থানান্তরে দ্ব্যর্থতা নিরসন প্রয়োজন ছিল না। একইসাথে পুনর্নির্দেশ রাখা যেতো৷ এর আগেও একবার বলেছিলাম ই/ঈ কার চিহ্নযুক্ত শব্দগুলোর ক্ষেত্রে বেশি সমস্যা না হলে পুনর্নির্দেশ রাখা উচিত। উপরের বার্তাতেও নিরীক্ষক অধিকারের ভুল প্রয়োগের বিষয়ে একজনে ইতোমধ্যে বার্তা দিয়েছে। তাই অধিকারটি ব্যবহারে আরও সতর্ক হওয়ার অনুরোধ। রিয়াজ (আলাপ) ১৬:৪৩, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)

@Riaz ভাই, ঠিক আছে! আর হবে না আশা করছি!! ≈ ফারহান  «আলাপ» ২৩:১৩, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)

Choyn-এর প্রশ্ন (১৪:৩৮, ৩১ মার্চ ২০২৩)

ধন্যবাদ । আমি কি কোনো গল্পঃ জাতীয় কিছু লিখতে পারবো? --Choyn (আলাপ) ১৪:৩৮, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)

@ব্যবহারকারী:Choyn আপনি ইচ্ছা করলে ইচ্ছা খুশি লেখতে পারেন না : দেখুন WP:NOTফারহান  «আলাপ» ১৬:৩৭, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)

Growth team newsletter #25

১৩:১০, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

Tech News: 2023-14

MediaWiki message delivery ২৩:৩৭, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

Md mokbul ali-এর প্রশ্ন (১৯:৫৬, ৫ এপ্রিল ২০২৩)

আস্সালামু আলাইকুম --Md mokbul ali (আলাপ) ১৯:৫৬, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

Md mokbul ali-এর প্রশ্ন (২০:০২, ৫ এপ্রিল ২০২৩)

এমসি কলেজে অনার্সে মানবিকে ৬.৬৯ পয়েন্ট নিয়ে আবেদন করলে চান্স হবে? সাবজেক্ট , অর্থনিতি অথবা রাষ্ট্রবিজ্ঞান --Md mokbul ali (আলাপ) ২০:০২, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

আপনার মানোন্নয়নকৃত সমকোণ নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Md.Farhan Mahmud,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত সমকোণ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:২৩, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

This Month in Education: March 2023

Asib Miah-এর প্রশ্ন (১০:২৭, ৯ এপ্রিল ২০২৩)

শুভেচ্ছা, ভাই উইকিপিডিয়ায় কিভাবে নতুন নিবন্ধন করবো? --Asib Miah (আলাপ) ১০:২৭, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

SNDC Bangladesh-এর প্রশ্ন (০৬:১০, ১০ এপ্রিল ২০২৩)

আমি কিভাবে আমার পাতায় অন্যান্য তথ্য সংযুক্ত করবো ? --SNDC Bangladesh (আলাপ) ০৬:১০, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2023-15

MediaWiki message delivery ২০:০৩, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

Redwan.hridu-এর প্রশ্ন (২১:০১, ১২ এপ্রিল ২০২৩)

আসসালামু আলাইকুম। আচ্ছা উইকি থেকে কোনরুপ আর্থিক উপার্জনের সুযোগ আছে? --Redwan.hridu (আলাপ) ২১:০১, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

@Redwan.hridu, জি না! ≈ ফারহান  «আলাপ» ১২:৫৯, ১৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2023-16

MediaWiki message delivery ০১:৫২, ১৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2023-17

MediaWiki message delivery ২২:০১, ২৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

অগ্নিবীণা এক্সপ্রেস নিয়ে Nirob95951-এর প্রশ্ন (১১:২৭, ২৬ এপ্রিল ২০২৩)

অগ্নিবিনা ট্রেনের শোভন সিটের নমুনা --Nirob95951 (আলাপ) ১১:২৭, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

কুরআন এর আয়াত বিষয়ক।

"মুসলিমদের ধর্ম বিষয়ক গ্রন্থ কুরআন এর আয়াত সংখ্যা ৬৬৬৬" তথ্যটি ভুল। বর্তমানে তা সন্দেহাতীত ভাবে প্রমাণিত। ইংরেজি উইকিপিডিয়াতেও বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়াও মুসলিম বিশ্বের অনেক পণ্ডিত ও বিষয়টি নিশ্চিত করেছেন। কুরআনে মোট আয়াত সংখ্যা ৬২৩৬ টি। উক্ত তথ্যটি যোগ করার পরেও তা বাতিল করা হলো কেন বুঝলাম না। রেফারেন্স সহ উল্লেখ করেছিলাম। মোঃ নাদিম আহমেদ (আলাপ) ১৫:৩৭, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

উইকিপিডিয়ার একাউন্ট

আসসালামু আলাইকুম ভাইয়া, উইকিপিডিয়ার পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করে? এইচ আর বি রাজু ইসলাম (আলাপ) ১৬:৩৮, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

মুহাম্মদ নুমান-এর প্রশ্ন (০৪:০৪, ১ মে ২০২৩)

Assalamualaikum. কিভাবে কারো জীবনী উইকিপিডিয়াতে সেভ করব। --মুহাম্মদ নুমান (আলাপ) ০৪:০৪, ১ মে ২০২৩ (ইউটিসি)

@মুহাম্মদ নুমান , বিশেষ:CreateTopicPage এখানে যেয়ে তৈরি করতে পারেন। তবে লোকটাকে উল্লেখযোগ্য হতে হবে। ≈ ফারহান  «আলাপ» ০৫:৪৭, ১ মে ২০২৩ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2023-18

MediaWiki message delivery ০১:৪৩, ২ মে ২০২৩ (ইউটিসি)

"Md.Farhan Mahmud/সংগ্রহশালা ৪"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।