অগ্নিবীণা এক্সপ্রেস
অগ্নিবীণা এক্সপ্রেস (ট্রেন নং ৭৩৫/৭৩৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বহুল পরিচিত এবং জনপ্রিয় একটি ট্রেন। যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ "অগ্নিবীণা" এর নামে নামকরণ করা হয়েছে৷
অগ্নিবীণা এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ১৭ সেপ্টেম্বর ১৯৮৭ |
বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
বিরতি | ৭টি স্টেশনে |
শেষ | তারাকান্দি রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ২১৩ কিলোমিটার (১৩২ মাইল) |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ০৫ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৭৩৫/৭৩৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | মিটারগেজ |
ইতিহাস
সম্পাদনাঢাকা তারাকান্দি রুটে অগ্নিবীণা এক্সপ্রেস উদ্বোধন হয় ১৭ই সেপ্টেম্বর ১৯৮৭ খ্রিষ্টাব্দে। তবে উদ্বোধনের পর ট্রেনটি প্রথমে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস নামে যাত্রা শুরু করে। সে সময় পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দির জগন্নাথগঞ্জ ঘাট পযর্ন্ত চলাচল করতো। যমুনা সেতু না থাকায় সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, যশোর, খুলনা অঞ্চলের যাত্রীরা তৎকালীন পদ্মা এক্সপ্রেসে জগন্নাথগঞ্জ ঘাটে এসে নৌকা এবং ফেরী দিয়ে ওপারে সিরাজগঞ্জ বাজার গিয়ে তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে যেতো এবং এভাবেই তাদের যাতায়াত বহাল ছিল। পরবর্তীতে যমুনা সেতু হলে এবং যমুনা সেতুতে রেল লাইন চালু হওয়ার পর ২০০৪ সালের ২৩ নভেম্বর ঢাকা - রাজশাহী - ঢাকা রুটে পদ্মা এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চালু করা হয় এবং তখনই ঢাকা থেকে জগনাথগঞ্জ ঘাট; বর্তমানে তারাকান্দিগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"র নাম অনুসারে ট্রেনটির নামকরণ করা হয় অগ্নিবীণা এক্সপ্রেস।
বিরতিস্থান
সম্পাদনাঅগ্নিবীণা এক্সপ্রেস নিম্নলিখিত স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে:
- ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ রেলওয়ে স্টেশন
- নরুন্দি রেলওয়ে স্টেশন
- জামালপুর রেলওয়ে স্টেশন
- কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন
- সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন
- তারাকান্দি রেলওয়ে স্টেশন
সময়সূচী
সম্পাদনাএটি ঢাকা থেকে ছাড়ে সকাল সাড়ে ১১ টায়, তারাকান্দি পৌছায় বিকাল ৪ টা ৫০ মিনিটে। তারাকান্দি থেকে ছাড়ে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে, ঢাকা পৌছায় রাত ১১ টা ৫০ মিনিটে।