বার্তা সংকলন-২০১৮
লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ। বর্তমান আলাপ পাতা • ২০২১ • ২০২০ • ২০১৯ • ২০১৮ • |
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Marufacc! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা রইল! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৮:০৫, ১৪ জুলাই ২০১৮ (ইউটিসি) |
ধন্যবাদ Maruf Hossain (আলাপ) ০৪:০৩, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
ঈদ মোবারক
সম্পাদনাঈদ মোবারক Matirsujan (আলাপ) ০৮:১৪, ১ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
ইদ মোবারক Marufacc (আলাপ) ০৭:৩৭, ১৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
ধন্যবাদ
সম্পাদনাজনাব আপনি আমার পেজ সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মোঃ মারুফ হোসেন (আলাপ) ০৯:৫৮, ৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
সম্প্রসারণ
সম্পাদনাশুভেচ্ছা নিবেন, বিশ্ববিদ্যালয়গুলির নিবন্ধ তৈরী করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে নিবন্ধগুলি এক লাইনের হয়ে যাচ্ছে, নিবন্ধগুলি সম্প্রসারণ করার অনুরোধ রইল। আফতাব (আলাপ) ১৩:০৩, ১০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
হ্যা জনাব আমি আমার তৈরী নিবন্ধগুলি সম্প্রসারণ করার চেষ্টা করছি। ধন্যবাদ মারুফ হোসেন (আলাপ) ১৭:০৪, ১০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
শাহজাদপুর সরকারি কলেজ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাএটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
শাহজাদপুর সরকারি কলেজ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:১৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
জনাব, শুভেচ্ছা নিবেন, আমার মনে হয় শাহজাদপুর সরকারি কলেজ নিবন্ধন যথেষ্ঠ মনে হয়, তবুও আপনি একটু দেখবেন, তারপার সিদ্ধান্ত নিবেন, Marufacc (আলাপ) ১৭:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
আপলোড করা চিত্র নিয়ে কিছু সমস্যা
সম্পাদনাশুভেচ্ছা নিবেন। আপনাকে চিত্র:নিমগাছী ডিগ্রী কলেজ.jpeg আপলোড করতে দেখলাম, আপনার আপলোড ইতিহাসে এই রকম আরো আপলোড দেখতে পেলাম। অনুগ্রহ করে এই জাতীয় ছবি ইন্টারনেট থেকে আপলোড করবেন না। উইকির নীতি অনুসারে আপনি লোগো আপলোড করতে পারলেও এই জাতীয় দৃশ্য, ভবনে, গাছপালা ইত্যাদি "মুক্ত নয় নীতিমালা" র অধীনে আপলোড করতে পারবেন না। এই জাতীয় আপলোড করতে হলে তা অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে। আশা করি বুঝেছেন। কোন জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করুন। আফতাব (আলাপ) ১৬:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
ধন্যবাদ, জনাব আমি যেই কলোজ এবং বিশ্ববিদ্যালয়ের লোগো না দিয়ে উক্ত প্রতিষ্ঠানের ছবি আপলোড করেছি ঐ সকল প্রতিষ্ঠানের কোন লোগো নেই তাই এই রকম ছবি লোগো পরিবর্তে ব্যবহার করেছি সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য, Marufacc (আলাপ) ১৭:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
যাইহোক, আপনার নিজের তোলা ব্যতীত ইন্টারনেট থেকে এই রকম ছবি নিয়ে আপলোড না করার অনুরোধ করছি। আফতাব (আলাপ) ১৮:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
অবশ্যই, তবে আমি কি ইন্টারনেট থেকে লোগো ডাউনলোড করে আপলোড করতে পারবো, দয়া করে জানাবেন। Marufacc (আলাপ) ১৭:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
- হ্যাঁ, যেহেতু লোগোর উন্মুক্ত সংস্করণ পাওয়া কখনো সম্ভব নয় তাই যাবে। আফতাব (আলাপ) ২০:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
ধন্যবাদ
ইউআরএল
সম্পাদনাভাই, URL থেকে www বা http এগুলি সরাইয়েন না। আফতাব (আলাপ) ১৪:০৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
ঠিক আছে ভাই
আপনার জন্য একটি পদক!
সম্পাদনানিরলস অবদানের পদক | |
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধ নিয়ে আপনাকে সাম্প্রতিক সময়ে দারুন দারুন সব কাজ করতে দেখছি। আপনার এই নিরলস অবদান এর জন্য আমার পক্ষ থেকে এই পদক। নাহিদ হোসেন (আলাপ) ০৩:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি) |
আপনার জন্য একটি নতুন নির্দেশনা ভিডিও
সম্পাদনা@Marufacc: বেশ কিছুদিন থেকেই দেখছি আপনি উইকিপিডিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান এর তথ্য যোগ করছেন। এইসব প্রতিষ্ঠান এর উইকিপিডিয়া পাতা এর পরেই সবথেকে গুরুত্বপূর্ন একটা অংশ হলো উইকিডাটা আইটেম যোগ করা। আপনার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। ভিডিও টা ৪ মিনিটের, তবে একটু দেখে নিলে আপনার পরবর্তি সম্পাদনা এর মধ্যে আরেকটু বেশি ইন্টারেস্টিং কন্ট্রিবিশান ফিল্ড তৈরি হবে। ভিডিও টি দেখতে পাবেন এই লিংক এ। --নাহিদ হোসেন (আলাপ) ০৬:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি দেখে আমার অমেক ভালো লেগেছে, আর এখন থেকে আমি নতুন নিবন্ধন করলে সেইটা উইকিডাটা আইটেমে যোগ করতেও শিখেগেছে। ধন্যবাদ Marufacc (আলাপ) ০৬:৫২, ১৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
ভুল অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাসুধী, অপসারণ প্রস্তাবনা দিলে যুক্তি সহকারে উইকিপিডিয়ার নীতিমালা উল্লেখপূর্বক কারণ উল্লেখ করে তারপর প্রস্তাব দিতে হয় যা আপনি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সনাতন গোস্বামী প্রস্তাবনায় করেননি। দয়া করে উক্ত পাতায় কারণ ব্যাখ্যা করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৪, ৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
অক্টোবর 2018
সম্পাদনাউইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা যুক্তরাজ্য থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কিভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৭, ১১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
নিবন্ধ অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাসুধী, আপনাকে এর পূর্বেও কিন্তু একবারে বলেছি, আপনি কর্ণপাত না করে পুনরায় কোন ধরণের কারণ ছাড়াই নিবন্ধ অপসারণ প্রস্তাব করেছেন। এটি কিন্তু অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটের অপব্যবহারের মধ্যে পরে। নিবন্ধ অপসারণ প্রস্তাব দেন তাতে সমস্যা নাই কিন্তু উইকিপিডিয়ার কোন নীতিমালায় এবং কি কারণে নিবন্ধটি প্রস্তাব করছেন সেটি দয়া করে উল্লেখ করবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৭, ১১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
মির্জা আব্বাস মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনামির্জা আব্বাস মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মির্জা আব্বাস মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। একজন মহাপুরুষ (আলাপ) ০৬:০৩, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
কপিরাইট
সম্পাদনাশুভেচ্ছা নিবেন, আপনার দুটি নিবন্ধে কপিরাইট সমস্যা দেখলাম। আপনাকে অনুরোধ করব, কোন সাইট থেকে তথ্য নিলে তা পুনর্লিখন করে যোগ করার জন্য। --আফতাব (আলাপ) ১৪:৫৫, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
আপনাকে অসখ্য ধন্যবাদ এমন ভুল গুলো চিন্হিত করে দেখানোর জন্য, Marufacc (আলাপ) ১৭:৩৩, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
এশীয় মাস ২০১৮ অনুবাদ প্রসঙ্গে
সম্পাদনাধন্যবাদ এশীয় মাস ২০১৮ গণসম্পাদনায় অংশ নেয়ার জন্য। আপনার অনূদিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ নিবন্ধটি সম্পূর্ণ যান্ত্রিক ও রুক্ষ অনুবাদ, ফলে নিবন্ধের বক্তব্য পাল্টে গিয়েছে। আপনার বোঝার সুবিধের জন্য এখানে পার্থক্য দেখতে পারবেন। নিবন্ধটি পরিমার্জন করার অনুরোধ রইলো। শুভ কামনায়। S Shamima Nasrin (আলাপ) ২০:৪১, ৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
আমি চেষ্টা করেছি নিবন্ধনটি সংশোধন করার জন্য, ধন্যবাদ Marufacc (আলাপ) ০৬:৪৭, ১৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
তথ্যসূত্র এবং নিরপেক্ষতা
সম্পাদনাসুধী, উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য ধন্যবাদ। আমি আজকে আপনার বেশ কিছু নিবন্ধ দেখালম। মুটামুটি সবগুলোই ভালো হচ্ছে তবে, খেয়াল রাখবেন নিবন্ধে যে তথ্যসূত্র ব্যবহার করবেন সেগুলো নির্ভরযোগ্য সংবাদপত্র, সরকারি সাইট বা বই ইত্যাদি হতে পারে তবে কোন জবস সাইট, কোন ব্লগ সাইট, গুগল সার্চ রেজাল্টের লিংক বা গুগল অনুবাদের লিংক অথবা অনির্ভরযোগ্য কোন নিউজপোর্টালের লিংক তথ্যসূত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। তাছাড়া, নিবন্ধ লেখার সময় শুধু তথ্যভিত্তিক লেখার দিকে খেয়াল রাখবেন, মন্তব্যমূলক বা বিশেষণ ব্যবহার করে লিখবেন না। যাতে একজন পাঠক পরলে বুঝতে পারেন নিবন্ধটি নিরপেক্ষভাবে লেখা হয়েছে। উদাহরণস্বরুপ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ নিবন্ধের ইতিহাসে লিখেছেন,
বেলকুচি পেৌরসভা তাঁত শিল্প সমৃদ্ধ। শিক্ষাক্ষেত্রে অগ্রসর হওয়ায় বর্তমান মন্ত্রী এবং তৎকালীন এমপি মহোদয় আলহাজ মোঃ আব্দুল লতিফ বিশ্বাস নারী শিক্ষার উন্নয়নের কথা বিবেচনা করে ১৯৯৮ ইং সালে একমাত্র মহিলা কলেজটি স্থাপনের উদ্যোগ নেয়। এবং এলাকার হিতৈষী শিক্ষানুরাগী ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি স্থাপন করেন। অদ্যবধি ভালো ফলাফলের ধারাবাহিকতা রক্ষা পূর্বক সুনামের সহিত চলিতেছে।
এখানে প্রথ লাইনটি অপ্রয়োজনীয়। দ্বিতীয় লাইনে বেশ কিছু বিশেষণ বা মন্তব্যমূলকভাবে লিখেছেন। শেষ লাইনটি পুরোটাই মতামতের মত করে লেখা এবং নিরপেক্ষ নয়। তথ্যটি এভাবে লিখলে নিরপেক্ষ হতো: “অমুক মন্ত্রী এতো সালে কলেজটি স্থানীয়দের সহায়তায় প্রতিষ্ঠা করেন।” শেষ। দয়া করে এগুলো খেয়াল করবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৮, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
ইনশাআল্লাহ এখন থেকে আপনার উপদেশ গুলো মাথায় রেখে নিবন্ধন লেখার চেষ্টা করব, ধন্যবাদ মারুফ হোসেন (আলাপ) ০৬:৪৪, ১৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
(U+00A0) এর ব্যবহার
সম্পাদনা
আপনার তৈরি একাধিক নিবন্ধগুলোতে দেখলাম আপনি দুটি শব্দের মাঝে একাধিকার স্পেস বা ফাকা চিহ্ন
(U+00A0) ব্যবহার করেছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখলাম কমা(,) এবং দাড়ি(।) এর আগে
(U+00A0) ব্যবহার করেছেন। অনুগ্রহ করে বিরাম চিহ্ন ব্যবহারে সতর্ক হন। একজন মহাপুরুষ (আলাপ) ১৭:৩৫, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
এখন থেকে চেষ্টা করব, ভুল গুলো দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। Marufacc (আলাপ) ১৭:৫৭, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
ইমেইল
সম্পাদনাআপনি আমাকে মনে হয় ইমেইল পাঠিয়েছেন কিন্তু আমরা ইমেইলে আমি তা পাইনি। --আফতাব (আলাপ) ০১:৪০, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
হ্য আমি আপনাকে ইমেইল পাঠিয়েছিলাম, তবে যে কারনে পাঠিয়েছিলাম সেই কাজটি Waraka saki উনি করে দিয়েছে। -- Maruf Hossain (আলাপ) ০৩:৩১, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ
সম্পাদনাপ্রিয় মারুফ হোসেন, আপনি নিয়মিত নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। তবে বেশিরভাগই যান্ত্রিক ও রুক্ষ অনুবাদ। দয়া করে সাবলিল ও সুন্দর ভাষায় নিবন্ধ রচনা করুন। ধন্যবাদান্তে --- রাফি (আলাপ) ০৬:৩৬, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
আমি চেষ্টা করব সঠিক ভাবে নিবন্ধন তৈরী করতে। ধন্যবাদ Maruf Hossain (আলাপ) ০৩:৫৬, ২৯ নভেম্বর ২০১৮ (ইউটিসি) মারুফ হোসেন
বারবার মূল নামস্থানে নিজের নামে পাতা তৈরি
সম্পাদনাআপনি দয়া করে এই পাতাটি (মোঃ মারুফ হোসেন) দেখে বলুন, আপনার মত একজন নিয়মিত অবদানকারীর নিজের নামে মূল নামস্থানে বারবার পাতাটি তৈরি কি ঠিক হচ্ছে? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৯, ১৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- এছাড়া, আপনি আরও আপনার নামে পাতা তৈরি করে সেগুলো নিবন্ধ পাতায় পুনর্নির্দেশ করে দিচ্ছেন। এগুলো দয়া করে করবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫০, ১৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @NahidSultan: জনাব আমি খুবই লজ্জিত আসলে আমি কিছু পাতা ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে আমার ব্যবহারকারী পাতায় স্থানান্তরিত করেছিলাম, তারপর ঐ পাতা গুলো সংশোধন করপ মুল উইকিপিডিয়ায় পুনর্নির্দেশিত করি কিন্তু ঐ পাতা গুলো আমার উপপাতায় রয়েযায়, আমি সেই উপপাতা গুলো মুছে ফেলার জন্য মাঝে মাঝে এমন করি কিন্তু এতে কোন কাজ হয়না বড়ং বড় বড় ভুল হয়ে যায়, এই ভুল গুলোর জন্য আমি আবারও লজ্জিত।
জনাব আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনি আমার এই চারটি উপপাতা আমার উপপাতা থেকে মুছে দিবেন, যদিও আমি এটি আগেই মুল উইকিপিডিয়ায় পুনর্নির্দেশিত করে দিয়েছি তাই আমি এই পাতা গুলো মুছে ফেলার অনুরোধ করতে পারছি না। পাতা গুলো হলোঃ
- ব্যবহারকারী:Maruf Hossain/Tribhuvan University
- ব্যবহারকারী:Maruf Hossain/Universiti Brunei Darussalam
- ব্যবহারকারী:Maruf Hossain/Arabian Gulf University
- ব্যবহারকারী:Maruf Hossain/Bhutan Airlines
ধন্যবাদ। মারুফ হোসেন (আলাপ) ১৮:৩০, ১৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- লজ্জিত হওয়ার কিছু নেই যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। তবে, একটু খেয়াল করবেন এই আরকি। কারণ কোন কোন সময় আপনি খেয়াল না করলে এবং যদি অন্যদেরও চোখ এড়িয়ে যায় সেক্ষেত্রে ওই পাতাগুলো থেকে যাবে। আমার এই মন্তব্য করার কারণ ছিলো, প্রথমেই আমার চোখে পরেছিলো আপনি মোঃ মারুফ হোসেন পাতাটি নতুন করে পুনর্নিদেশ করায়। সে যাইহোক, আমি উপপাতা অপসারণ করে দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১১, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
ধন্যবাদ ভাই; এখন থেকে আরও সতর্কতার সাথে কাজ করব ইনশাআল্লাহ। আর এমন কোন ভুল করা থেকে অবশ্যই দূরে থাকবো। আপনার জন্য রইল শুভকামনা মারুফ হোসেন (আলাপ) ০৮:২৭, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
এশীয় মাস ২০১৮ WAM Address Collection
সম্পাদনাCongratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via this form or email to Email This User before the end of January 10th 2019. The Wikimedia Asian Month team only has access to this form, and they will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please ask us if you have any question.
Thanks, বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:০৪, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) (Organizer)
- @Che12Guevara: জনাব আমি আমার পত্র যোগাযোগের ঠিকানা পাঠিছি দয়া করে একটু দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না? ধন্যবাদ মারুফ হোসেন (আলাপ) ১৬:৫৮, ২১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
এস.এম. মাটির সুজন
সম্পাদনাউপরোক্ত ব্যবহারকারী একাউন্টটি কি আপনার? কারণ আপনি প্রায় প্রতিদিনই কোন কারণ ছাড়া নিজের ব্যবহারকারী উপপাতাকে এই ব্যবহারকারীর উপপাতায় স্থানান্তর করছেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৮, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @NahidSultan: না ঐ একাউন্টটি আমার নয়। কিন্তু ঐ একাউন্টটি যার তাকে আমি চিনি, সে তার ব্যবহারকারী পাতা আমার ব্যবহারকারী পাতার মত করে সাজাতে চেয়েছিল তাই সে আমার সকল পাতার তথ্য নিজের পাতায় নেয়ার জন্য আমার মুছে ফেলা পাতা গুলও তৈরী করে ফেলেছিল তাই ওর তৈরী করা পাতা গুলো আমি ওর ব্যবহারকারী নামে পুনর্নির্দেশিত করে দিছি। ধন্যবাদ মারুফ হোসেন (আলাপ) ১৩:৩৯, ২৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
পুনর্নির্দেশ তৈরি ও সম্পাদনা
সম্পাদনাসুপ্রিয় মারুফ ভাই, আপনি হয়তো পুনর্নির্দেশ তৈরির জন্য পাতা স্থানান্তর করেন। কিন্তু পুনর্নির্দেশ তৈরির সহজ পদ্ধতি রয়েছে। সেটি হল :
#পুনর্নির্দেশ [[যে নিবন্ধে পুনর্নির্দেশ করবেন সেই নিবন্ধের নাম]]
লিখে যে নামে পুনর্নির্দেশ তৈরি করবেন সেই নামে পাতা তৈরি করবেন। সাথে {{একটি পুনর্নির্দেশ}} টেমপ্লেটও যুক্ত করতে পারেন। একটি উদাহরণ দেখুন এখানে।
কোনো নিবন্ধে কোন্ কোন্ পুনর্নির্দেশ রয়েছে তা জানতে বা পুনর্নির্দেশগুলো পরিবর্তন বা সম্পাদনা করতে ঐ নিবন্ধের "পাতার তথ্য"-এ যাবেন। এরপর "এই পাতায় পুননির্দেশনাসমূহের সংখ্যা"-এ ক্লিক করবেন। এরপর পুনর্নির্দেশগুলোর তালিকা দেখতে পারবেন (যদি থাকে)। সেগুলোর উপর ক্লিক করে পুনর্নির্দেশ দেখতে ও সম্পাদনা করতে পারবেন। - Ahmad✉ ০২:৪৬, ৩০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
ধন্যবাদ মারুফ হোসেন (আলাপ) ০৩:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)