বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

সম্পাদনা

সুপ্রিয় Manzurul Islam,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সখিপুর উপজেলা

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি তালিকাতে শুধু নিবন্ধ আছে এমন নাম যুক্ত করা যাবে তথ্যসূত্রসহ। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৮, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

যাদের নাম যুক্ত করা হয়েছে উনাদের নাম ইতিমধ্যে নিবন্ধিত আছে এবং কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য পাতা খুলতে হবে। কারন উনারা সামাজিক এবং জাতীয়ভাবে সুপরিচিত। আপনার সহযোগিতা কামনা করছি Manzurul Islam (আলাপ) ১৬:০১, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদ

সম্পাদনা

  স্বাগতম, আমি Riaz, আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি ডাকাতিয়া ইউনিয়ন নিবন্ধের কৃতি ব্যক্তিত্ব/উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অনুচ্ছেদে এক বা একাধিক ব্যক্তির নাম যোগ করেছেন, যারা উল্লেখযোগ্য নয় এবং তাঁদের নাম ইতঃপূর্বে অপসারণ করা হয়েছে। আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের আলোচনা অনুযায়ী উইকিপিডিয়ায় নিবন্ধ নেই এমন এবং উল্লেখযোগ্যতার মানদণ্ডে উর্ত্তীর্ণ নয় এমন ব্যক্তির নাম উক্ত অনুচ্ছেদে যোগ করা যাবে না। আপনি যদি উইকিপিডিয়ায় নতুন হয়ে থাকেন তবে আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন এবং পরীক্ষামূলক সম্পাদনার জন্য অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। এছাড়াও, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ।রিয়াজ (আলাপ) ১৭:৪৫, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ইউনিয়ন খুবই ক্ষুদ্র বিষয়, এই জায়গার কৃতি ব্যাক্তি জাতীয় মানদন্ডে নাও আসতে পারে, তাই বলে ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিদের নাম দেয়া যাবে না? তাহলে উনাদের নাম দেয়ার উপায় কি? যেহেতু ইউনিয়ন মাত্র? Manzurul Islam (আলাপ) ১৭:৫২, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ হওয়ায় এখানে অনেকে অনেক ধরনের নাম যোগ করে থাকবে, ফলে কোনটা সঠিক সেটা নির্ধারণ করা কঠিন। তাই নিরপেক্ষতা রক্ষার্থে শুধুমাত্র তাদের নামই যোগ করা যাবে যাদের নামে উইকিপিডিয়ায় নিবন্ধ আছে বা তাদের জীবনী রয়েছে। আশা করি পরবর্তীতে নিবন্ধ নেই এমন ব্যক্তির নাম যোগ করবেন না। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৮:০৩, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়ায় তাহলে নতুন নাম যোগ করার উপায় নেই ভাই? Manzurul Islam (আলাপ) ১৮:০৬, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ওনাদের নামে নিবন্ধ নেই তাই আপাতত কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদে যোগ করা যাবে না। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তাহলে ইংরেজি উইকিপিডিয়ায় আছে এমন নিবন্ধ অনুবাদ করে বাংলায় যোগ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে পারেন। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৮:১৩, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সম্পাদনা

সুপ্রিয় Manzurul Islam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি ২০২৫

সম্পাদনা

  অনুগ্রহ করে সম্পাদনা সারাংশে উপযুক্ত কারণ না দেখিয়ে উইকিপিডিয়ার কোনো পাতা থেকে টেমপ্লেট কিংবা বিষয়বস্তু মুছবেন না, যেমনটা আপনি জিয়াউর রহমান-এ করেছেন। আপনার এই সম্পাদনাটি/গুলো গঠনমূলক মনে হয়নি এবং, তাই সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। নাহিয়ানআলাপ ১৮:৫৪, ২৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নাহিয়ান, সঠিক ইতিহাস সংশোধন করতে দিন। [ব্যক্তিগত আক্রমণ - অপসারিত] Manzurul Islam (আলাপ) ১৯:০৭, ২৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
উপযুক্ত তথ্যসূত্র ব্যতিত কোন তথ্য যোগ/অপসারণ করবেন না। উইকিপিডিয়া কোন ফোরাম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম নয়, অনুগ্রহ করে এখানে নীতিমালা অনুসরণ করুন। নাহিয়ানআলাপ ১৯:১৩, ২৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  এটি আপনার একমাত্র সতর্কবার্তা; আপনি যদি আবার উইকিপিডিয়ায় অন্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে। বিষয়বস্তু নিয়ে মন্তব্য করুন, অন্য ব্যক্তি বা অবদানকারীকে নিয়ে নয়। -- Yahya (আলাপ | অবদান) ১৯:২৬, ২৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন