MD. NURE ALAM SIDSIQI
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় MD. NURE ALAM SIDSIQI! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৭:২১, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি) অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করবো বিরহের একটি কবিতা (লেখক : মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতার নাম : অধরা)সম্পাদনাপ্রিয় অধরা, নৈঃশব্দের বাক্যে পড়ে থাকা কিছু অঙ্কিত ছায়াচিত্রে কুঁড়িয়ে পাওয়া অরুণোপলক অশ্রু থেকে জানতে পেরেছি; কোনো এক বসন্তের দ্বিপ্রহরের কুয়াশা ত্যাগ করে আসার কথা ছিল তোমার শত অভিমানকে ঝেড়ে ফেলে কথা ছিল একটি পড়ন্ত বিকেল উপহার দেওয়ার, রোদে পোড়ে ছাই হওয়া প্রেমের কিছু গল্প শুনানোর নিকোটিনের ধ্রুপদী নিশ্বাস ফেরাবার...! অথচ কত বিকেলের কোল ঘেঁষে সন্ধ্যা ফিরে পেয়েছে তার নীরব রাত্রি মেঘলা আকাশ দূরে সরে গিয়ে ধরণীর বুকে ঢেলে দিয়েছে পূর্ণিমার চাঁদনি, শিউলি, রজনীগন্ধা, কৃষ্ণচূড়া, গোলাপ, হাসনাহেনা পৃথিবীকে দিয়ে গেছে সৌরভের মহল। আর তুমি বরষার মৌসুম দিয়ে গেলে অবধি আজও...!! ভেবেছি হয় তো কোন একদিন ফিরবে তুমি; প্রাসাদের জ্বলন্ত বুকে ঢেলে দিবে এক চিমটে কার্বন ডাই-অক্সাইড অনাবিল মিষ্টি স্বপ্ন নিয়ে তৃষ্ণার পাথুরে জড়িয়ে দিবে তৃপ্ত ভালোবাসা। কিন্তু আজও ফেরা হল না তোমার, আজও স্রোতের প্লাবনে ভেসে যায় যুগান্তর বিষাদের নীল ঘাম বুকে নিয়ে কেটে যায় রাত্রি- দিন। এই রাতের নিস্তব্ধ প্রহর জুড়ে আমি হাট বসাই অভিমানের হাজার রাত্রি জেগে ইনসমনিয়ার মরীচিকার বিভ্রমে পোড়ে ছাই হয়ে আবার বেঁচে থাকার। এভাবে নিঃসঙ্গ কাকতাড়–য়ার মত আমি বোধ করি জীবনের মূল্য সমুদ্রের তলদেশে নীল তিমি আর অক্টোপাসের রাজত্ব, গহীন অরণ্যে আলো আঁধারীর ভিড়ে নক্ষত্রের ঘুম চোখের পলকে নিখোঁজ হয়ে ফিরে না পাওয়ার অস্তিত্ব। কিন্তু অধরা কখনও ভেবে দ্যাখোনি, মুঠো মুঠো ছাই ছাড়িয়েছি বিতৃষ্ণার আগুনে মধ্যরাতের নিস্তব্ধতায় হারিয়ে ফেলেছি কত মায়াবী স্বর্গ ধূসর চিত্রলিপির ক্যানভাসে ঢেউ তুলেছে বিষাক্ত সীসার এক জীবনের পুরোটা আকাশ আজ দখলে নিয়েছে দুরন্ত মেঘেরা। জানো অধরা, শেকলহীন মুক্ত আকাশের নীচে আর থাকার ইচ্ছা জাগে না, ইচ্ছা জাগে না সাজিয়ে নিতে দূরগামী নীলিমা। তবুও তোমার স্মৃতি এঁকে যায় এ হৃদয়ের অতল গহ্বরে, ধ্রুপদী জোৎস্নার বুকে দু’চোখের ঢেউয়ে আঁকি নিশি- চন্দ্রিমার স্বপ্নের চাষাবাদ কিংবা অস্তাগামী সূর্যের অস্তাচল আর আশা বেধে রাখি- সব পালাভেঙ্গে একদিন তুমি ফিরবে...!! নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ স্বাগতমসম্পাদনা
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণসম্পাদনা
|