Kazi Muhammad Din Islam
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Kazi Muhammad Din Islam! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৬:৪৮, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি) |
October 2020
সম্পাদনাস্বাগতম, আমি Yahya। সম্প্রতি আপনার সম্পাদিত ইসলামী গণতন্ত্র পাতায় উল্লেখিত তথ্যটি সঠিক নয়, তাই আমি এটি অপসারণ করেছি। আপনি যদি মনে করেন তথ্যটি সঠিক ছিল, তবে নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করে তথ্যটি পুনরায় যোগ করুন, প্রয়োজনে নিবন্ধের আলাপ পাতায় বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। আর যদি আপনার মনে হয় আমার এই অপসারণটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ। —ইয়াহিয়াআলাপ• ১৩:০৪, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
পাতা স্থানান্তর?
সম্পাদনাফজলুল করীম পাতাটি ভিন্ন নামে স্থানান্তর করেছেন কেন? - ওয়াইস আলাপ ১২:৫৬, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ei name aro koyek te pata acha,,tai upadi soho poriborton korechilam. akhon সৈয়দ ফজলুল করীম name update korte pari ki?
সতর্কতা
সম্পাদনাবিনা কারণে পাতা স্থানান্তর করবেন না। উইকিপিডিয়ায় নামের শুরুতে উপাধি, পদবি ব্যবহৃত হয় না। আপনি পারলে বই-পত্র খুঁজে নিবন্ধটি বড় করুন। যেমনঃ হারুন ইসলামাবাদী দেখুন। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১৩:০৮, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
--kmdinislam (আলাপ) ১৩:১৫, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)Kazi Muhammad Din Islam:sorry,,but ami article ti aro update korbo inshaallah
- @Kazi Muhammad Din Islam: হ্যাঁ, সেজন্যই আপনাকে হারুন ইসলামাবাদী সাজেস্ট করলাম। ওটার মত করে আপনি আপডেট করে দিন। আর পাতা স্থানান্তর,..., এসব বিষয়ে আপনার ভাবতে হবে না। - ওয়াইস আলাপ ১৩:৩৩, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
সৈয়দ ফজলুল করীম নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনানিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
বিভিন্ন কারণ দর্শিয়ে সৈয়দ ফজলুল করীম পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৩:৪৭, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: ফজলুল করীম নিবন্ধে পুনর্নির্দেশিত হয়েছে। — আদিভাই • আলাপ • ১৩:৫৬, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
--kmdinislam (আলাপ) ১৪:২৪, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)kmdinislam this page will be uodated by mw
অক্টোবর 2020
সম্পাদনাস্বাগতম, আমি Safi Mahfouz। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি সৈয়দ ফজলুল করীম পাতায় এক বা একাধিক পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার সম্পাদনা সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষামূলক সম্পাদনা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনা অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনি সৈয়দ ফজলুল করীম পাতাটি তৈরির পূর্বে উইপিডিয়ায় খুজে দেখে নেওয়া উচিত ছিল যে, পাতাটি উইকিপিডিয়ায় আছে কিনা। দয়া করে এরকম করবেননা। অনুবাদ করতে পারেন এখান থেকে। ধন্যবাদ। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৩:৫২, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
উপরে আমার আলাপ পাতায় আপনার করা মন্তব্যটি উইকিপিডিয়ার নীতিমালা বহিঃর্ভূত হয়েছে। দয়া করে, এমনভাবে কাউকে আক্রমণ করে মন্তব্য করবেন না। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে বাধা প্রদাণ করা হতে পারে। দয়া করে পড়ুন, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৭, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- বাংলাদেশের ছাত্র স্ংগঠনের তালিকা থেকে "ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন"কে কেনো বাদ দেয়া হলো??
- পাতাটি অরক্ষিত করে সম্পাদনা করার সুযোগ দেয়া হোক।