ব্যবহারকারী আলাপ:Foysalur Rahman Shuvo/সংকলন/২০১৮

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৬ বছর পূর্বে "নিবন্ধ অপসারণ প্রসঙ্গে" অনুচ্ছেদে

ফয়সালুর রহমান শুভ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ফয়সালুর রহমান শুভ পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার স৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের জন্য বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:৩৫, ১৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র যোগ করতে হলে

সম্পাদনা
চিত্র:উইকিপিডিয়া স্ক্রিনশট.png
উইকিপিডিয়ায় তথ্যসূত্র যোগ করতে চিত্রটি ভালোভাবে দেখুন

তথ্যসূত্র যোগ করলে আপনার সূত্রটি এভাবে [] প্রদর্শিত হবে। Ams riyad (আলাপ) ১৪:৩০, ১৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক যোগ করা হয়েছে

সম্পাদনা

আপনার ব্যবহারকারী পাতায় তথ্যছক না থাকায় আমি তথ্যছক যোগ করে দিয়েছি। Ams riyad (আলাপ) ১৪:৪৯, ১৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক এবং ছবি যোগ করতে হলে

সম্পাদনা

উইকিপিডিয়া বিষয়ক যেকোনো সাহায্যের জন্য যেকোনো সময় বিরক্ত করতে পারেন।

আপনার ব্যবহারকারী পাতার উপরে পেন্সিল এর মতো একটি চিহ্ন আছে যেটি দ্বারা আপনি নিবন্ধ সম্পাদনা করতে পারবেন। কোনো ব্যক্তির তথ্যছক যোগ করতে চাইলে শুরুতে {{তথ্যছক ব্যক্তি [এভাবে লিখবেন] এবং শেষে }} দিবেন। খেয়াল রাখবেন তথ্যছকে নামগুলো অবশ্যই ইংরেজীতে লিখবেন। যেমন:- |name= এরকম। আর বিদ্যালয়ের নাম যোগ করতে হলে |alma_mater= এভাবে লিখবেন। জন্ম তারিখ যোগ করার সময় ত্রুটি: বৈধ জন্ম তারিখ প্রয়োজন: বছর, মাস, দিন এভাবে লিখবেন।

আর উইকিপিডিয়ায় ছবি আপলোড করতে হলে অবশ্যই ছবিটি উইকিপিডিয়ায় পূর্বে আপলোড করতে হবে।

নিবন্ধ অপসারণ প্রসঙ্গে

সম্পাদনা

শুভেচ্ছা নিবেন, আমি দেখেছি আপনার নিবন্ধ অপসারণের কারণে আপনি হতাশা প্রকাশ করেছেন। আপনাকে আমি কিছু পরামর্শ দিতে চাই। ১. বাংলা উইকিতে ইংরেজি ভাষায় লিখবেন না (সিয়া কে রাম এই কারণে অপসারিত হয়) ২. এক-দুই লাইনের নিবন্ধ লিখবেন না (Me Too, Gadowar Singh Sahota অপসারিত হয়েছে) ৩. নিজের নামে নিবন্ধ লিখবেন না (এই কারণে ফয়সালুর রহমান শুভ অপসারিত হয়েছে)। আপনি যদি কি লিখবেন তা বুঝতে না পারেন তবে অন্য উইকি থেকে অনুবাদ করতে পারেন যেমন: আপনি en:Gama_Singh (Gadowar Singh Sahota) অনুবাদ করে বাংলা উইকিতে লিখতে পারেন। কোন সাহায্য লাগলে জানাবেন। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৪:০৮, ১৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

  1. http://example.com
"Foysalur Rahman Shuvo/সংকলন/২০১৮"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।