Chhondo
সুপ্রিয় Chhondo! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৫:৩০, ১৯ অক্টোবর ২০১২ (ইউটিসি) |
অক্টোবর, ২০১২
সম্পাদনাউইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যদিও যে-কেউ এখানে গঠনমূলক সম্পাদনা করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা গঠনমূলক হিসেবে বিবেচিত হয়নি এবং তা বাতিল করা হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। ধন্যবাদ। নাসির খান সৈকত • আলাপ • ১১:৫৭, ২১ অক্টোবর ২০১২ (ইউটিসি)
তথ্যসূত্র
সম্পাদনাআমি বুঝতে পারি না আমি কিভাবে উৎস যোগ করব????
- লক্ষ্য করলাম আপনি আপনার ব্যবহারকারীর পাতায় উপরের বাক্যটুকু উল্লেখ করেছেন। সেলক্ষ্যে তথ্যসূত্র যুক্ত করার জন্যে -
- (ক) উইকিপিডিয়া:তথ্যসূত্র অংশটুকুতে ক্লিক করে সম্যক অবহিত হতে পারেন।
- (খ) তথ্যসূত্র সহকারে বাংলা উইকির যে-কোন একটি নিবন্ধের (এখানে ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০) সম্পাদনায় ক্লিক করে
<ref>[ ............. ]</ref>
অংশ দেখে বুঝার চেষ্টা করুন।
- (গ) কোন মুদ্রিত বই থেকে তথ্য প্রদানের ক্ষেত্রে গ্রন্থের নাম, লেখক, স্থান, সাল, মুদ্রিত সংস্করণ, পৃষ্ঠা নং; মুদ্রিত কোন দৈনিক/সাপ্তাহিক পত্র-পত্রিকা থেকে তথ্য যুক্ত করতে দৈনিক/সাপ্তাহিক পত্রিকার নাম, সাল, মুদ্রিত সংস্করণ, পৃষ্ঠা নং ইত্যাদি বিষয়াবলী তুলে ধরতে পারেন।
- আপনার আগ্রহের জন্যে ধন্যবাদ। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৫:৩৯, ২১ অক্টোবর ২০১২ (ইউটিসি)
ছোট নিবন্ধ
সম্পাদনাভাই, সম্ভবত জয়ন্তদা, আপনাকে ফেইসবুকে ছোট নিবন্ধ সম্পর্কে বুঝিয়ে বলেছিলেন। আসলে বাংলা উইকিতে এমনিতেই ইউজার কম তাই নিবন্ধ শুরু করলে অনুগ্রহ করলে তাতে যথেষ্ঠ তথ্য যুক্ত করুন (তিন/চার প্যরা)। এক/দুই লাইনের নিবন্ধ যে কোন সময় অপসারণ করা হতে পারে। তাই তৈরিকৃত নিবন্ধে যথেষ্ঠ তথ্য যুক্ত করে তবেই অন্য একটি নিবন্ধ তৈরি করুন। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৮:৫৫, ১৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- তথ্যসূত্র সম্পর্কে বিস্তারিত এখানে পাবেন, সাহায্য:তথ্যসূত্রের সাথে পরিচয়/১ --যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৯:২২, ১৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- দয়া করে, ছোট নিবন্ধ তৈরি করবেন না। আপনার তৈরিকৃত মসৃণ পেশী, অনৈচ্ছিক পেশী ও সেরিবেলাম নিবন্ধ ৩টি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে আরো বড় করুন। আপনি অনুবাদ করতে থাকুন, তথ্যসূত্র আমি ঠিক করে দিব।--Aftab1995 (আলাপ) ১৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- যে ফরম্যাটেই তথ্যসূত্র দেন, তা গ্রহণ যোগ্য হবে। শুধু মনে রাখবেন আপনার তথ্যসূত্র যাতে
<ref> </ref>
এর মধ্যে থাকে। উইকিপিডিয়া:কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন? পাতাটি দেখুন, এখানে চিত্রসহ তথ্যসূত্র যোগ করার নিয়ম দেয়া আছে।--Aftab1995 (আলাপ) ১৭:২৫, ১৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- যে ফরম্যাটেই তথ্যসূত্র দেন, তা গ্রহণ যোগ্য হবে। শুধু মনে রাখবেন আপনার তথ্যসূত্র যাতে
- দয়া করে, ছোট নিবন্ধ তৈরি করবেন না। আপনার তৈরিকৃত মসৃণ পেশী, অনৈচ্ছিক পেশী ও সেরিবেলাম নিবন্ধ ৩টি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে আরো বড় করুন। আপনি অনুবাদ করতে থাকুন, তথ্যসূত্র আমি ঠিক করে দিব।--Aftab1995 (আলাপ) ১৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
ফেলোপিয়ান নালি ও তথ্যসূত্র
সম্পাদনাসুপ্রিয় Chhondo, আপনি সম্প্রতি হয়তোবা ফেলোপিয়ান নালি নামের নিবন্ধনটি শুরু করেছেন। আমার যদি ভুল না হয় তাহলে এর ইংরেজি নাম হবে Fallopian tube। এটি বাংলা উইকিপিডিয়াতে ফ্যালোপিয়ান নালি নামে রয়েছে। আমার ধারণা মতে আপনি এর ইংরেজি নিবন্ধন থেকে কিছু তথ্য নিয়েছেন। আপনি যদি ডেস্কটপ থেকে উইকিপিডিয়ায় সম্পাদনা করে থাকেন তাহলে ইংরেজির জন্য https://en.wiki.x.io/wiki/Main_Page আর বাংলার জন্য https://bn.wiki.x.io/wiki/প্রধান_পাতা দেখতে পারেন। এখন আপনি যেই নিবন্ধনটি ইংরেজি বা অন্য ভাষার নিবন্ধন থেকে অনুবাদ করবেন লক্ষ্য করবেন তার বামে একটু নিচে " Languages " ট্যাবটি দেখতে পাবেন। এই ট্যাবটির নিচে বিভিন্ন ভাষার নাম সেইসব ভাষায় রয়েছে। যেমন বাংলার ক্ষেত্রে বাংলা, আরবির ক্ষেত্রে العربية, হিন্দির ক্ষেত্রে हिन्दी রয়েছে। Languages " ট্যাবের যেই সব ভাষা থাকে তার মানে বোঝায় সেই নিবন্ধনটি ওই ভাষার উইকিপিডিয়াতেও রয়েছে। ধরুন আপনি যেই নিবন্ধনটি তৈরি করতে চাচ্ছেন তা ঐ ভাষার উইকিপিডিয়াতে রয়েছে, তাহলে আপনি ভাষাটি ক্লিক করবেন এবং তা দেখতে পাবেন। এখন সেই নিবন্ধনটি যদি আপনি সমৃদ্ধ করতে চান তাহলে অবদান রাখতে পারেন। আর যদি সেই নিবন্ধনটি না থাকে তাহলে যেই ভাষার উইকিপিডিয়াতে লিখতে চান তার শিরোনাম দিয়ে লিখা শুরু করতে পারেন। এখন আসা যাক তথ্য সূত্রে, আপনি ইংরেজি ভাষা থেকে অনুবাদ করছেন তাহলে উপরে ডানে Search-বারের পাসে দেখবেন Read আইকন View history আইকনের মাঝখানে দেখবেন Edit আইকন আছে। এটি ক্লিক করুন। এখানে এখন পর্যন্ত যতোটুকু আপনি অনুবাদ করেছেন সেই পর্যন্ত রেফারেন্সগুলি অর্থাৎ <ref> </ref>
এই দুটির ভিতরে যা থাকে তাই তথ্যসূত্র। আপনি এগুলো তখন আপনার অনুবাদ করা নিবন্ধে টুকে দিতে পারেন। আর নিবন্ধন শেষে আপনি == তথ্যসূত্র == দিয়ে দিবেন এর নিচে {{Reflist}}
টেমপ্লেটটি দিয়ে দিবেন। আপনি যদি মনে করেন কোনো নিবন্ধনে শিরোনাম ভুল হয়েছে তাহলে প্রশাসকবৃন্দের কাছে প্রস্তাব রাখতে পারেন। আপনার উইকিপিডিয়া যাত্রা শুভ হোক। ভাল থাকবেন। ধন্যবাদ। --- তাওহীদ (আলাপ) ২৬ জানুয়ারি ২০১৪, ১৩ মাঘ ১৪২০ বঙ্গাব্দ, রবিবার ০৩:১০ (ইউটিসি)
ছোট নিবন্ধ
সম্পাদনাআপনার তৈরি করা অস্থি মজ্জা নিবন্ধটি অত্যান্ত ছোট হওয়ায় আমি অপসারণ করেছি। কোন নিবন্ধ যদি একেবারে তৈরি করতে না পারেন তাহলে প্রথমে তা আপানার খেলাঘরে তৈরি করুন। এরপর তা সম্পূর্ণ হলে উইকিপিডিয়ার নিবন্ধ নামস্থানে স্থানান্তর করুন।--Aftab1995 (আলাপ) ১৪:২৪, ২৮ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
তথ্যসূত্র প্রসঙ্গে
সম্পাদনাChhondo ভাই, নিবন্ধে তথ্যসূত্র হিসেবে অন্য ভাষার উইকিপিডিয়ার লিংক দেওয়ার দরকার নেই; যেমনটি আপনি আপনার তৈরি নিবন্ধগুলোতে দিচ্ছেন। তার পরিবর্তে আপনি ইংরেজি নিবন্ধে যে তথ্যসূত্র রয়েছে (ইংরেজি উইকির ইডিট বাটনে ক্লিক করলেই, কিছু কিছু লাইনের পর বা মধ্যেই রেফারেন্স ট্যাগের ভিতরেই তথ্যসূত্রের লিংক পেয়ে যাবেন।), সেগুলোই হুবহু কপি করে দিলেই হবে (ইংরেজি,বাংলা-হিব্রু যাইহোক না কেন) --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১০:১০, ৩১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
নিবন্ধ সম্পর্কে
সম্পাদনাঅনুগ্রহ করে এক বা দুই লাইন দিয়ে নিবন্ধ তৈরি করবেন না। আপনি যে বিষয়ে নিবন্ধটি তৈরি করবেন তার পূর্ণ বা আংশিক ধারণা নিবন্ধটিতে প্রকাশ পেতে হবে। এক বা দুই লাইন দিয়ে একটি নিবন্ধের সম্পর্কে কিছু বুঝা যায় না। অনুগ্রহ করে আপনার নিবন্ধের পূর্ণতা দান করুন। আপনার কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় লিখতে পারেন। ধন্যবাদ। ---- ইয়াহিয়া (আলাপ) ১৯:০৩, ৩ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি) সুপ্রিয় ছন্দ, লক্ষ্য করা যাচ্ছে আপনি প্রাণীবিজ্ঞানের নিবন্ধগুলো সম্পাদনা করছেন| তাই ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন বিষয়ক দুটি নিবন্ধ তৈরি করার পরামর্শ দিচ্ছি| আপনি চাইলে একই বিষয়ে উইকিপিডিয়ার ইংরেজি নিবন্ধের সাহায্য নিতে পারেন| ধন্যবাদান্তে Sharif uddin (আলাপ) ০৭:১০, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
নতুন নিবন্ধের অনুরোধ প্রসঙ্গে
সম্পাদনাসুপ্রিয় ছন্দ, শুভেচ্ছা নেবেন| আপনাকে দ্বিতীয়বারের মত রেক্টাস অ্যাবডোমিনিস পেশী বিষয়ক নিবন্ধ লেখার অনুরোধ করছি| ধন্যবাদান্তে... Sharif uddin (আলাপ) ০৭:৩৯, ২১ মে ২০১৪ (ইউটিসি)
বিটা ব্লকার
সম্পাদনাএখন বিটা ব্লকার নিবন্ধ ঠিক হয়েছে কিনা দেখুন। না হলে জানান। --আফতাব (আলাপ) ১৩:১৩, ২৬ মে ২০১৪ (ইউটিসি)
- ঠিক করে দিয়েছি। এটি আপনার কোন সমস্যা না। আপনি যে টেমপ্লেটটি নিবন্ধে ব্যবহার করেছেন, সেটি বাংলা উইকিপিডিয়ায় এখনো তৈরি করা হয়নি বলে এই রকম হয়েছিল। --আফতাব (আলাপ) ১৪:৫০, ২৯ মে ২০১৪ (ইউটিসি)
- উচ্চরক্তচাপকে উচ্চ রক্তচাপ-এ স্থানান্তর করা হয়েছে।--আফতাব (আলাপ) ১০:৩১, ৩১ মে ২০১৪ (ইউটিসি)
নিবন্ধ তৈরির পরামর্শ
সম্পাদনাসুপ্রিয় ছন্দ ভাই, রেকটাস এবডোমিনিস নিবন্ধের জন্য আপনাকে একটা বিশাল বড় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি| এবার পেকটোরালিস মেজর, ট্রাইসেপস ব্রাকি আর ডেলটয়েড পেশি এই তিনটা নিবন্ধ তৈরি করে ফেলেন| সবশেষ সুন্দর নিবন্ধটার জন্য আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ| Sharif uddin (আলাপ) ০৭:২০, ৩০ মে ২০১৪ (ইউটিসি)
অনুবাদ
সম্পাদনাযেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট,সেহেতু আমি বলতে পারি,এমন অনেক মেডিকেল পরিভাষা আছে,যেগুলির সঠিক বাংলা হয় না,কিংবা হলেও দুর্বোধ্য হয়।যেমন Proximal Convoluted Tubule এর বাংলা যদি 'পরাসংবর্ত নালিকা' বলি,সেটা কতজনে বুঝবে?সহজ সরল ভাবে ইংরেজি শব্দটিই বাংলায় লিখলে কি খুব অসুবিধে হয়ে যায়??এই ভাষান্তর করতে গিয়ে ক্ষেত্রবিশেষে আমরা প্রমিত থেকে অনেক দূরে চলে যাচ্ছি।
সংশ্লিষ্ট কেউ কি এ ব্যাপারে দৃষ্টি দিবেন??
ফিরতি বার্তা
সম্পাদনা১৩:৪৬, ১৬ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
প্লুরা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাএটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
প্লুরা নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ইয়াহিয়া (আলাপ) ১০:২১, ১ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
ট্যাগ অপসারণ
সম্পাদনাপ্রিয় ব্যবহারকারী, আপনার তৈরি স্নায়ু নিবন্ধের পরিবর্ধন বা বড় কোনো পুণর্গঠনের কাজ হয়ে গেলে; অনুগ্রহ করে, '''{{কাজ চলছে}}''' ট্যাগটি সরিয়ে ফেলুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৯:১৯, ২১ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
ফলিকল উদ্দীপক হরমোন নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাএটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
ফলিকল উদ্দীপক হরমোন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৫৬, ২৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
পরামর্শ
সম্পাদনাগ্রোথ হরমোন, প্রোজেস্টেরন হরমোন| Sharif uddin (আলাপ) ১০:২১, ১ মার্চ ২০১৫ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় Chhondo, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় Chhondo,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
সম্পাদনাYou have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)