বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

Image:IMG 20151226 230458 438.jpg-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা

সম্পাদনা
 
Image Copyright problem

Image:IMG 20151226 230458 438.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ২২:০৪, ৭ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অপসারণের আপত্তি

সম্পাদনা

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... (এখানে আপনার কারণ লিখুন) --58.97.163.94 (আলাপ) ১৫:১৪, ২৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এটি ব্যবহারকারীর পাতা। এই ব্যবহারকারী এমন কোনো তথ্য তার সম্পর্কে এখানে যুক্ত করে নি, যা বিজ্ঞাপন হিসেবে গণ্য হতে পারে। ব্যবহারকারী হিসেবে আমার ব্যক্তিগত এই পাতাটি কেন অপসারণের প্রস্তাব আনা হয়েছে, সেটি ঠিক আমার বোধগম্য নয়। এখানে ব্যবহারকারী অনুপম হাসান সম্পর্কিত একেবারে মৌলিক তথ্য দেয়া হয়েছে। তাছাড়া এটিতে ব্যবহারকারী অনুপম হাসানের প্রকাশিত আর্টিকেল এবং গ্রন্থের নাম ছাড়া তো আর কিছু উল্লেখ করা হয় নি। এই নিবন্ধটি কেন ব্যবহারকারীর পাতা হিসেবে থাকবে না, সেটি ঠিক বোধগম্য নয়। অপসারণের প্রস্তাব আনতে হলে আমি ব্যবহারকারী হিসেবে মনে করি, এই পাতায় বিজ্ঞাপন হিসেবে যা লেখা হয়েছে, তা স্পষ্টভাবে প্রস্তাবকারীকে উপস্থাপন করতে হবে। অন্যথায় ব্যবহারকারী পাতা হিসেবে এটিকে অপসারণ করা অযৌক্তি হবে। 58.97.163.94 (আলাপ) ১৫:১৪, ২৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়াতে বিজ্ঞাপন পুরোপুরিভাবে নিষিদ্ধ। ব্যবহারকারী পাতা বলে এখানে বিজ্ঞাপনের কোন প্রকার সুযোগ থাকছে না। ব্যবহারকারী পাতাটি তাদের জন্যেই তৈরি করা হয়েছে যারা উইকিপিডিয়ায় অবদান রাখেন। আপনার ব্যবহারকারী পাতাটি নিবন্ধের মত করে না লিখে আর দশজন ব্যবহারকারীর মত করে লিখুন। ধন্যবাদ। ফেরদৌস০০:৪৩, ২৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ওয়ালী কিরণ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

ওয়ালী কিরণ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ওয়ালী কিরণ (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। সাফি বার্তা ১৭:১৪, ১৯ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন