Al-mumtahinah
সুপ্রিয় Al-mumtahinah! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৪:০৬, ২০ ডিসেম্বর ২০১১ (ইউটিসি) |
উত্তর: ইংরেজি নিবন্ধের বাংলা অনুবাদ
সম্পাদনাঅবশ্যই পারেন। এবং এটি খুবই ভালো উদ্যোগ। আপনি সবসময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে কন্টেন্ট অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় যোগ করতে পারেন। যে-কোনো প্রকার প্রশ্নে কোনো সঙ্কোচ ছাড়াই আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। উইকিপিডিয়ায় অবদানে আপনার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। — তানভির • আলাপ • ১১:৪৯, ১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
পথ নির্দেশের জন্য অনেক ধন্যবাদ তানভির ভাই। এ বিষয়ে আমি আরও একটু জানতে চাইছি। ঐ যে অনুবাদ করতে চাইছি তার প্রকৌশল গত উপায়টি সম্পর্কে একটু যদি জানান তো খুব ভাল হয়। কারণ আমি এখনো বিভিন্ন লিংক এবং টুল্স সম্পর্কে সঠিক ভাবে পারদর্শী হইনি। Al-mumtahinah (আলাপ) ১৩:৩৫, ১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
- সুপ্রিয় মুমতাহিনাহ, আসসালামু 'আলাইকুম, এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। উইকিপিডিয়াতে কিভাবে অবদান রাখা যায় -এব্যাপারে এখনও পূর্ণাঙ্গ নির্দেশিকা তৈরি হয়নি। তানভির ভাই একটা সুন্দর নির্দেশিকা তৈরির কাজ করছেন, আশা করি সেটা আমরা শিঘ্রই সুন্দরভাবে দেখতে পাবো। উইকিপিডিয়া:সম্প্রদায়ের প্রবেশদ্বার-এ আপনি প্রয়োজনীয় কিছু নির্দেশনা দেখতে পাবেন। শুরু করার জন্য এই আলাপ পাতার উপরে আপনাকে দেয়া স্বাগত বার্তাটি ভালো করে পড়তে পারেন। অনুবাদের ব্যাপারে সহজ ভাষায় যে কথাটি বলা যায়, সেটা হলো, আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিবন্ধটি সম্পাদনা মোডে খুললেন বা লেখা চালু করলেন। ওদিকে en:Artificial Intelligence নিবন্ধটি আলাদাভাবে খুললেন এবং সেটাকে edit মোডে খুললেন। এবারে ওখানকার ইংরেজি লেখাগুলো অনুবাদ করে স্থান দিলেন "কৃত্রিম বুদ্ধিমত্তা" পাতায়। এভাবে যাবতীয় অনুবাদ শেষ হলে কিংবা অনুবাদ করতে করতেই আপনি ইংরেজি নিবন্ধের রেফারেন্স ট্যাগগুলো হুবহু কপি করে বসিয়ে দিতে পারেন বাংলা নিবন্ধের যথোপযুক্ত স্থানে। কারণ এটা মুক্ত বিশ্বকোষ, মুক্ত কিছু অনায়াসে কপি-পেস্ট করা যায়, কপিরাইটযুক্ত কিছু যায় না। নিবন্ধে তথ্যসূত্র বলতে বোঝাচ্ছি <ref> এবং </ref> ট্যাগসহ এর ভিতরকার লেখাগুলো। একটা ভালো নিবন্ধ দেখতে কেমন এবং এর ভিতরকার কলকব্জাইবা কেমন সেটা দেখার সহজ উপায় হলো নিবন্ধটা সম্পাদনা মোডে খুলে দেখা। চর্যাপদ নিবন্ধটা বাংলা উইকিপিডিয়ার একটা ভালো নিবন্ধ। আপনি সেটা আদ্যোপান্ত ঘেঁটে দেখে নিন। তাহলে অনেক না-বলা কথা বুঝে যাবেন অনায়াসে। ...আর কোনো প্রশ্ন থাকলে তানভির ভাইয়ের মতো আমার আলাপ পাতাও সব সময় খোলা আছে, স্বাগতম! ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩৫, ১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
অনেক অনেক ধন্যবাদ মঈনুল ভাই , ওয়া আলাইকুম আস্ সালাম। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকেও। উইকিপিডিয়া আমার অতি প্রিয় একটি স্থান। আমি একে সমৃদ্ধ করতে যতদূর সাধ্য করতে ইচ্ছুক। এখনকার মত কাজ শুরু করার যথেষ্ট রসদ পেলাম। সকলে ভাল থাকুন। Al-mumtahinah (আলাপ) ০০:২৮, ২ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
কৃত্রিম বুদ্ধিমত্তা
সম্পাদনা“ | উদ্ধৃতির ত্রুটি। ref tag exists but no references/tag found! | ” |
সমস্যার সমাধান খুব সহজ বিষয়। আমরা যখন নিবন্ধের ভিতর <ref>
ট্যাগ ডিক্লেয়ার করে আসি, সে আসলে অপেক্ষা করে থাকে অন্য একটা জায়গায় তাকে কল করা হবে। যে জিনিসটা আপনি দেখবেন নিবন্ধের নিচের দিকে তথ্যসূত্র অংশে আমরা করে থাকি {{reflist}}
কিংবা <references/>
লেখাটি বসানোর মাধ্যমে। এতে ref ট্যাগের ভিতরকার লেখাগুলো ধারাবাহিকভাবে নিবন্ধের নিচের ঐ অংশে গুছিয়ে দেখায়। চর্যাপদ নিবন্ধে এমনটাই দেখতে পাবেন। ...কীবোর্ড সমস্যাটি বুঝলাম। আপনি কি উইকিপিডিয়াতে এমবেড করা কীবোর্ড ব্যবহার করছেন? নাকি অভ্র ফোনেটিক পিসিতে ইন্সটল করে নিয়ে লিখছেন? উইকিপিডিয়াতে এমবেড করা কীবোর্ড নিয়ে তানভির ভাই, নাসির ভাই —ওনারা কাজ করেছেন। তাই ওটার সমস্যা হলে ওনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। আর পিসিতে অভ্র ইন্সটল করে কাজ করলে এমনটা হবার কথা না। হয়তো F12 (অভ্র'র ডিফল্ট টোগল কী) ঠিকমতো চাপা হয় না। F12 চাপা সঠিক হয়েছে কিনা, তা বোঝা যাবে অভ্র'র টুলবারে A এবং অ লেখাটি দেখার মাধ্যমে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩৪, ২ জানুয়ারি ২০১২ (ইউটিসি)