স্বাগতম!

সম্পাদনা

সুপ্রিয়, মাহমুদুল আলম, উইকিপিডিয়ায় স্বাগতম!আপনার অবদানের জন্য ধন্যবাদ। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াতে থাকার সিদ্ধান্ত নিবেন। দুর্ভাগ্যবশত, এক বা একাধিক পাতা যা আপনি তৈরি করেছেন হয়তোবা উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি এবং হয়তোবা বজায় রাখা সম্ভব হবে না।

এখানে নিবন্ধন তৈরির বিষয়ে আপনার প্রথম নিবন্ধ নামের একটি পাতা রয়েছে যা আপনি হয়তোবা পড়তে চাইবেন। আপনি যদি আটকে যান এবং সাহায্য খুঁজেন তাহলে অনুগ্রহপূর্বক নতুন অবদানকারীর সাহায্য পাতায় আসবেন, যেখানে অভিজ্ঞ উইকিপিডিয়ানরা আপনার যেকোনো সমস্যার উত্তর দিতে পারে! অথবা, এই পাতায় আপনি শুধু {{সাহায্য করুন}} লিখতে পাড়েন, আপনার প্রশ্ন অনুযায়ী, এবং কেউ হয়তোবা আপনার প্রশ্নের ছোট করে উত্তর দিবে। এখানে নতুনদের জন্য কিছু ভালো লিঙ্ক দেয়া হল:

আমি আশা করি আপনি উইকিপিডিয়ায় সম্পাদনা করে এবং উইকিপিডিয়াচারী হয়ে আনন্দিত হবেন! অনুগ্রহপূর্বক আলাপ পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের   চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করুন। এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটি দেখতে পারেন অথবা আমার আলাপ পাতায় প্রশ্ন করতে পাড়েন। আবারও আপনাকে,স্বাগতম! একজন মহাপুরুষ (আলাপ) ১৮:২২, ১২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

অত্যন্ত সংক্ষিপ্ত নিবন্ধ

সম্পাদনা

উইকিপিডিয়ায় সংক্ষিপ্ত নিবন্ধ তৈরি করিয়েন না। অত্যন্ত সংক্ষিপ্ত নিবন্ধগুলো অপসারণ করা হয় - Ahmad ১৪:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট সমস্যা ও সংক্ষিপ্ত নিবন্ধ

সম্পাদনা

সুধী, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম। তবে উপরে অন্য একজন ব্যবহারকারী যেমনটি বলেছিলেন বাংলা উইকিপিডিয়াতে এক লাইনের নিবন্ধ সাধারণত অপসারণ করা হয়। আপনার তৈরি নিবন্ধগুলো মাত্র তনি/চার শব্দের ছিল তাই সেগুলো অপসারণ করা হয়েছে। নিবন্ধ তৈরি করলে কমপক্ষে তিন বা চার প্যারা লিখুন যাতে নিবন্ধের বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। তাছাড়া, উইকিপিডিয়া কপিরাইটেড লেখা অর্থাৎ অন্য ওয়েবসাইট থেকে কপি করা লেখা যুক্ত করলে সেগুলো সাথে সাথে অপসারণ করা হয় কারণ এটা কপিরাইট আইনের লঙ্ঘন। আপনি যেমনটি একডালা দুর্গ নিবন্ধে করেছিলেন। দয়া করে, নিবন্ধ হয় ইংরেজি থেকে অনুবাদ করে তৈরি করুন অথবা নিজে কিছু নিয়ে লিখলে সেটি নিজের ভাষায় লিখুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৩, ১১ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আইরিশ সাহিত্য নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

বিভিন্ন কারণ দর্শিয়ে আইরিশ সাহিত্য পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। একজন মহাপুরুষ (আলাপ) ১৮:০৭, ১২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2019

সম্পাদনা
 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার বাধা তুলে নেয়ার জন্য আপনার কাছে ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} যোগ করে বাধা তুলে নেয়ার আবেদন করতে পারেন।  ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪১, ১২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন