কৃষক শ্রমিক পার্টি
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় কৃষক শ্রমিক পার্টি! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০০:০৫, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি) |
বাধাদান
সম্পাদনানাম পরিবতন
সম্পাদনাআমি নাম পরিবতন করতে চাই কৃষক শ্রমিক পার্টি (আলাপ) ১৭:১৬, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)
- আপনাকে নাম পরিবর্তনের সুযোগ দেওয়ার জন্য দুই দিনের জন্য আনব্লক করা হলো। অনুগ্রহ করে এই বার্তাটি দেখার সাথে সাথেই উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন-এ নাম পরিবর্তনের জন্য আবেদন করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৩, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)
ksp
সম্পাদনাকত কিছুই তো পাইনি ! চন্দন পালঙ্ক, রঙের উত্সব, বিসমিল্লা খার সানাই জরওয়া গয়না, পেটানো বেনারসী মনের খুব কোণে ছিল একটাই গোপন বিলাস তাও কেড়ে নিয়েছ চুপিসারে .... আঙ্গিনায় সুখ পাখি ডাকলেও আর নাচেনা মন উথাল পাথাল দখিনা বাতাসে ভাসেনা অকারণ নিস্সঙ্গ রাজ পালঙ্ক পরে থাকে একলাই পালঙ্কের মনেও অবিরাম আমার মতই গোপন বেদনার গুন গুন নিসঙ্গতা ঘুরে বেড়ায় নেশাতুর চক্রের আবর্তে আমি তুমি ....কালের চক্রে হারাই নিসঙ্গতা পরে থাকে নিসঙ্গ
কৃষক শ্রমিক পার্টি (আলাপ) ২২:২০, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)
নাম পরিবর্তনের আবেদনে ভুল
সম্পাদনাআপনি এখানে পরিবর্তনের জন্য আবেদন করেছেন। কিন্তু আপনি ঐখানে TARGET NAME
এর যায়গায় আপনার পছন্দকৃত নাম দেননি। তাই ব্যুরোক্র্যাটেরা আপনার নাম পরিবর্তন করতে পারবেন না। আপনি দয়া করে এখানে গিয়ে TARGET NAME
এর যায়গায় আপনার পছন্দকৃত নামটি লিখুন। আপনার বুঝতে অসুবিধা হলে নিচে দেওয়া নাম পরিবর্তনের জন্য আবেদনের উদাহারন দেখুন। ধন্যবাদ।
{{subst:usurp|TARGET NAME|reason=YOUR REASON}}
— মো: সাজিদ মাহামুদ (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- অাপনি ভুল পাতায় আবেদন করেছেন। এছাড়া আপনি যদি ksp আপনার ইউজারনেইম হিসেবে নিতে চান, সেটিও সম্ভব নয়। আপনাকে এমন একটি নাম নির্বাচন করতে হবে যেটা পার্টির সাথে কোনভাবেই সংযুক্ত মনে হবে না। কোন প্রোমশোনাল নাম উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। যাইহোক, নাম পরিবর্তনের জন্য এখানে ক্লিক করুন। বক্সে
বর্তমান=
এর পরকৃষক শ্রমিক পার্টি
লিখুন।|নতুন=
এর পর আপনি যে নামটি ব্যবহার করতে চান সেটি লিখুন। পরে কারণ এর পর কারণ লিখে বক্সের নিচেরসংরক্ষণ
বোতামটি চাপুন। কাজ শেষ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০০, ১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)