কিশোর কুঁড়ি
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় কিশোর কুঁড়ি! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৫:৩৭, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি) |
নাম
সম্পাদনাউইকিপিডিয়ায় স্বাগতম। আমি লক্ষ্য করেছি যে আপনার ব্যবহারকারী নাম, ‘কিশোর কুঁড়ি’, উইকিপিডিয়ার ব্যবহারকারী নামের নীতি পূরণ করছে না কারণ এটি সংগঠনের নাম। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ব্যবহারকারী নাম আমাদের নীতি লঙ্ঘন করছে না, তাহলে দয়া করে কারণ ব্যাখ্যাসহ লিখে আমাদের জানান। বিকল্প হিসাবে, আপনি ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য জিজ্ঞাসা (আবেদন) করতে পারেন, অথবা আপনি সম্পাদনার জন্য একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনাকে ধন্যবাদ। — Ahmad ০৬:০০, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
অক্টোবর 2019
সম্পাদনাউইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না । বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৭, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
কিশোর কুঁড়ি নামটি কেন গ্রহণযোগ্য হবে না?
সম্পাদনাকিশোর কুঁড়ি সংঘ একটি আদর্শ সমাজ কল্যাণ সংগঠন।সমাজের শিক্ষা, শান্তি, দরিদ্রতা,রাস্তাঘাট উন্নয়ন সকল ক্ষেত্রে কিশোর কুঁড়ি সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কিশোর কুঁড়ি (আলাপ) ১৫:৪২, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @কিশোর কুঁড়ি: উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ। এটি কোনো বিজ্ঞাপন বা প্রচারমাধ্যম নয়। আপনার একাউন্টের নামটি সংগঠনের যা উইকিপিডিয়ার নীতিমালার বিরোধী। আপনি চাইলে ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য জিজ্ঞাসা (আবেদন) করতে পারেন, অথবা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। যেকোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। ধন্যবাদ আপনার উইকি যাত্রা শুভ হউক।
- রিয়াজ ১৫:৫৬, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)