ইবরাহিম শওকত
স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় ইবরাহিম শওকত! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে আপনি সহায়তা করবেন। উইকিপিডিয়ায় অবদান রাখতে প্রাথমিকভাবে জানা প্রয়োজন এমন তথ্য পাবেন এই পাতাগুলোতে: যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র পাতায় আপনার প্রশ্নটি লিখে যুক্ত করুন। আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! Ahmad Kanik, ০৬:২১, ২৫ মে ২০১৯ (ইউটিসি) |
বাংলাদেশ লেখক ফোরাম নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাএটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বাংলাদেশ লেখক ফোরাম পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। নিবন্ধটি একটি ফোরাম সম্পর্কিত। কিন্তু নিবন্ধে কোনো নির্ভরযোগ্য ও উক্ত ফোরাম থেকে সম্পর্কহীন তথ্যউৎস নেই যা থেকে সেটি বিশ্বকোষে স্থান পাবার মত উল্লেখযোগ্যতা প্রমাণিত হয়। আরও তথ্যের জন্য উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) দেখুন।
আপনি যদি অপসারণের আপত্তি জানাতে চান তাহলে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন এবং সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। যদি নিবন্ধটি ইতিমধ্যে অপসারিত হয় এবং আপনি মনে করেন যে অপসারণ করা উচিত হয়নি তাহলে একজন সক্রিয় প্রশাসকের সাথে যোগাযোগ করুন। — Ahmad ০৬:২১, ২৫ মে ২০১৯ (ইউটিসি)
মে 2019
সম্পাদনাউইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন বাংলাদেশ লেখক ফোরাম-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৫, ২৬ মে ২০১৯ (ইউটিসি)
শুধরে নিন
সম্পাদনাস্যরি,আমি উইকিপিডিয়াকে প্রচার মাধ্যম বানাইনি। যা দেয়া প্রয়োজন ছিল তা আমি দিয়েছি। এ বিষয়ে আরো তথ্য যোগ করবো। সময় ছিল না বলে আরো তথ্য যোগ করতে পারিনি।তবে দ্রুতই যোগ করে দিবো। ইবরাহিম শওকত (আলাপ) ১৪:১৬, ২৬ মে ২০১৯ (ইউটিসি)
- তথ্য কম বা বেশি যুক্ত করার ব্যাপার নয়। নিবন্ধটি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা পাতায় উল্লেখিত মানদণ্ড অনুসারে উইকিপিডিয়াতে থাকার যোগ্য নয়। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪০, ২৬ মে ২০১৯ (ইউটিসি)
পাতাটি মূছে ফেলুন।
সম্পাদনাতাহলে এই পাতাটি এখন কেটে দিন। ইবরাহিম শওকত (আলাপ) ১৭:০৬, ২৬ মে ২০১৯ (ইউটিসি)