এই ব্যবহারকারী একজন ভারতীয়
সুবোরৎ সরকার
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন।
এই ব্যবহারকারী একজন প্রকৌশলী


আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ (১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ)

আমি সুবোরৎ সরকার, ডাকনাম শুভ এবং এই নামেই সবাই বেশি চেনে। আমি কোলকাতা তে থাকি। আমি পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এবং দূরযোগাযোগ প্রকৌশল বিভাগ [Electronics and Communication Engineering] এ স্নাতক সম্পন্ন করছি। উইকিপিডিয়ার সাথে পরিচয় অনেক আগে থেকে হলেও উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করি ২০১২ সাল থেকে। বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি English Wikipedia র কাজ করতে ভালোবাসি।