এসবিবি১৪১৩

(ব্যবহারকারী:Sbb1413/তৈরি নিবন্ধ থেকে পুনর্নির্দেশিত)

মূল পাতা বাবেল আলাপ প্রভাব খেলাঘর উপপাতা  
বর্তমান সময় (ভারতীয় প্রমাণ সময়; পুনঃসতেজ করুন):
এসবিবি১৪১৩
সক্রিয়
— উইকিপিডিয়ান  —
নামসৌম্য
জন্ম২০০০-এর দশক (১৮-এর বেশি)
দেশ ভারত
বর্তমান অবস্থানহুগলি জেলা, পশ্চিমবঙ্গ
ভাষাবাংলা, ইংরেজি, হিন্দি
সময় অঞ্চলইউটিসি+৫.৫
জাতিসত্তাবাঙালি
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাপ্রকৌশল ছাত্র
শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্মহিন্দুধর্ম
চলচ্চিত্রবলিউড, বাংলা চলচ্চিত্র
আগ্রহ
  • পরিবহন
    • মহাকাশ যাত্রা
  • শহর
  • সংস্কৃতি
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান২১ ফেব্রুয়ারি ২০২২
প্রথম সম্পাদনা২৫ মে ২০২২ (কলকাতা মহানগর এলাকা)
সম্পাদনা সংখ্যা২১,০০০-এর বেশি

স্বাগতম, আমার নাম এসবিবি১৪১৩, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাসিন্দা। আমি উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স, উইকিভ্রমণ, উইকিউপাত্ত, উইকিসংকলন, উইকিঅভিধান ইত্যাদিতে নিজের অবদান রেখেছি। আমি বাংলা উইকিপিডিয়ায় সাধারণত ভারতমহাকাশ যাত্রা বিষয়ক নিবন্ধ নিয়ে সম্পাদনা করি (মূলত ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ), তবে আমি অন্যান্য বিষয়ের নিবন্ধেরও বাংলায় অনুবাদ করেছি।

বাস্তব জীবন ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে ব্যস্ত থাকায় আমি উইকিপিডিয়ায় তেমন মনোযোগ দিতে পারিনি, তাই আলাপ পাতায় আমি সবসময় নাও উত্তর দিতে পারি। তবে আমি মাঝে মাঝে এই উইকিপিডিয়া দেখি আর সেখানে আলাপ পাতায় আমার মতামত জানাই।

আমি বিভিন্ন বিষয়ে অবদান করি, তার মধ্যে আমি মূলত ভাষা, পরিবহনমহাকাশ যাত্রা নিয়ে বেশি অবদান রাখি।

 
বিদ্যাসাগর সেতু, কলকাতা

আগে (২০২২–২০২৩) আমি আমার অবদান ভারতের মধ্যে সীমাবদ্ধ রাখলেও পরে আমি এখন অন্যান্য দেশের উপর অবদান রাখতে শুরু করেছি, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রযুক্তরাজ্য উল্লেখযোগ্য।

আমি একদা হিন্দু ও অন্যান্য ধর্মের উপর অবদান রেখেছিলাম, তবে ধর্মের প্রতি আগ্রহ ক্রমশ কমে যাওয়ায় আমি আর এর উপর অবদান রাখছি না।

মাতৃভাষা বাংলা হলেও আমি ইংরেজি ভাষা নিয়ে বিভিন্ন নিবন্ধ অনুবাদ করেছি (আন্তর্জাতিক ইংরেজি, ইংরেজিভাষী বিশ্ব, বাংরেজি, ভারতীয় ইংরেজি, হিংলিশ)। এছাড়া আমি হিন্দি ভাষা নিয়েও কিছু অবদান রেখেছি।

মহাকাশ যাত্রা

সম্পাদনা
 
ক্রু ড্রাগন মহাকাশযান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ২০২১

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর আগে পর্যন্ত আমি ইংরেজি উইকিপিডিয়ায় মূলত মহাকাশ যাত্রাঅনুসন্ধান নিয়েই অবদান রেখেছিলাম। পরবর্তীকালে আমি ইংরেজি ও বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে অবদান রাখলেও ২০২৩ সাল থেকে আমি প্রথম বাংলা উইকিপিডিয়ায় মহাকাশ যাত্রা নিয়ে অবদান রাখতে শুরু করেছি। তবে মহাকাশ বিষয়ে ইংরেজি ভাষায় অভ্যস্ত হওয়ার জন্য আমি বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি পরিভাষা ব্যবহার করতে পারি।

নির্ভরযোগ্য উৎসের তালিকা

সম্পাদনা

বাংলা (ভারত)

সম্পাদনা

ইংরেজি (ভারত)

সম্পাদনা

হিন্দি

সম্পাদনা

অন্যান্য

সম্পাদনা

অভিধান ও শব্দকোষ

সম্পাদনা

খসড়া/খেলাঘর উপপাতা

সম্পাদনা

কিছু গুরুত্বপূর্ণ টেমপ্লেট

সম্পাদনা

কিছু গুরুত্বপূর্ণ সংযোগ

সম্পাদনা

তৈরি নিবন্ধ

সম্পাদনা

যান্ত্রিক অনুবাদের মাধ্যমে আমার বাংলা উইকিপিডিয়ায় পথ চলা শুরু হলেও এর বিভিন্ন সীমাবদ্ধতা আছে, যার ফলে আমি আর যান্ত্রিক অনুবাদ করি না। বরং আমি এখন যথাসম্ভব নিজ দক্ষতা অনুযায়ী নিবন্ধ অনুবাদ করি। এছাড়া কোনো বিষয়ভিত্তিক নিবন্ধ অনুবাদ করার সময় আমি যথাসম্ভব ইংরেজি উইকিপিডিয়ায় ব্যবহৃত পাশ্চাত্যের (ইউরোপ, রাশিয়া, যুক্তরাষ্ট্র ইত্যাদি) চিত্র না ব্যবহার করে ভারত ও বাংলাদেশের চিত্র ব্যবহার করি, কারণ এর মাধ্যমে বাঙালি পাঠকদের বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে।

এছাড়া আমি সম্পাদনার সময় কোনো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সফটওয়্যার ব্যবহার করি না।

তৈরি নিবন্ধের তালিকার জন্য দেখুন নতুন পাতা সৃষ্টির ইতিহাস। আমি আর নতুন নিবন্ধের অস্বয়ংক্রিয় তালিকা রক্ষণাবেক্ষণ করি না।

মানোন্নয়ন করা নিবন্ধ

সম্পাদনা

নিবন্ধ তৈরি ছাড়াও আমি বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন করেছি। নিচে আমার মানোন্নয়ন করা কিছু নিবন্ধের তালিকা দেওয়া হয়েছে (অন্যথা উল্লেখ না থাকলে সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধ থেকে সম্প্রসারণ বোঝাবে):

আমার তৈরি দ্ব্যর্থতা নিরসনকারী পাতা

সম্পাদনা

আমার তৈরি প্রবেশদ্বার

সম্পাদনা

আমার তৈরি উইকিপিডিয়া পাতা

সম্পাদনা

আমার ব্যক্তিগত রচনা

সম্পাদনা

সাধু ভাষা

সম্পাদনা

পুরস্কার

সম্পাদনা

সত্যিকারের পুরস্কার নয়

সম্পাদনা
  প্রশাসকের পদক (এপ্রিল ফুল!)
উইকিপিডিয়ার নতুন প্রশাসক হিসেবে স্বাগতম! ―  ☪  কাপুদান পাশা () ১৮:১০, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)

নিবন্ধের নামকরণ

সম্পাদনা

আমি কোনো নিবন্ধের নামকরণের সময় সাধারণত উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম অনুসরণ করি এবং তৎসম নয় এমন নামে ঈ, ঊ, ঋ ও ণ ব্যবহার করি না। অবশ্য কিছু নামের ক্ষেত্রে ব্যতিক্রম রেখেছি, যেমন: গান্ধী, পুণে, বিভিন্ন আরবি ঋণশব্দ, ইত্যাদি।

বর্তমানে আমি মূলত নির্ভরযোগ্য তথ্যসূত্র যাচাই করে নিবন্ধের নামকরণ করি। আগে আমি তথ্যসূত্র যাচাই না করে ইংরেজি নামের আক্ষরিক অনুবাদ করে নামকরণ করেছিলাম, কিন্তু এখানে ইংরেজির অনুরূপ "কোনো মৌলিক গবেষণা নয়" নীতিটি অনুসৃত হওয়ায় আমি তা অনেকটা বন্ধ করেছি।

পুনর্নির্দেশ

সম্পাদনা

২০২০ সাল জুড়ে আমি ইংরেজি উইকিপিডিয়ায় বিভিন্নরকমের পুনর্নির্দেশ তৈরিতে মশগুল হয়ে পরেছিলাম এবং আমার তৈরি পুনর্নির্দেশের বেশিরভাগই অপসারিত হয়ে গিয়েছে। এছাড়া আমি ভুলবশত একজন ব্যক্তির জাতির বিষয়ে খারাপ মনোভাব দেখিয়েছিলাম। এই দুটি কারণে আমি ফেব্রুয়ারি ২০২১ থেকে ইংরেজি উইকিপিডিয়ায় অবরুদ্ধ হয়ে আছি এবং এখনও পর্যন্ত ইংরেজি উইকিপিডিয়া সম্প্রদায়ের কাছে বিরাগভাজন হয়ে আছি। আমি ঐ উইকিপিডিয়ায় ফিরব কিনা জানি না, কিন্তু আমি শপথ নিয়েছি যে কোনো যুক্তিগত কারণ ছাড়া যেকোনো উইকিমিডিয়া প্রকল্পে পুনর্নির্দেশ তৈরি করব না। তার জায়গায় আমি বাংলা উইকিপিডিয়ায় আবশ্যকীয় নিবন্ধ তৈরিতে মনোযোগ দিয়েছি।

বিষয়শ্রেণী

সম্পাদনা

জুলাই ২০২৩ পর্যন্ত আমি কমন্সের অনুরূপে বাংলা উইকিপিডিয়ায় বিষয়শ্রেণী স্থানান্তরের সঙ্গে ক্যাট-এ-লট বহুল ব্যবহার করেছিলাম যাতে করে আমি পাতাগুলিকে অন্য বিষয়শ্রেণীতে স্থানান্তরিত করতে পারি। কিন্তু গণ সম্পাদনার অভিযোগের জন্য আমি বাংলা উইকিপিডিয়ায় খুব সীমিতভাবে ব্যবহার করি। পুনর্নির্দেশের মতোই আমি কোনো যুক্তিগত কারণ ছাড়া বিষয়শ্রেণী তৈরি করি না।

ক্যাট-এ-লট

সম্পাদনা
//<nowiki>
/* Cat-a-lot - changes category of multiple files */
mw.loader.using(['jquery.ui', 'mediawiki.util'], function(){
	mw.loader.load('//commons.wikimedia.org/w/load.php?modules=ext.gadget.Cat-a-lot');
});
////////// Cat-a-lot user preferences //////////
window.catALotPrefs = {"watchlist":"preferences","minor":true,"editpages":true,"docleanup":false,"subcatcount":10};
////////////////////////////////////catALotEnd//
//</nowiki>

অন্যান্য উইকিমিডিয়া প্রকল্প

সম্পাদনা

এখানে কেবল যেসব উইকিমিডিয়া প্রকল্পে আমি সক্রিয় তাদের তালিকা দিয়েছি।

বহুভাষিক

সম্পাদনা

ইংরেজি

সম্পাদনা

সরল ইংরেজি

সম্পাদনা

উইকিমিডিয়ার বাইরে অন্যান্য প্রকল্প

সম্পাদনা

উইকিমিডিয়ার বাইরে আমি নিম্নলিখিত প্রকল্পে অংশগ্রহণ করি: