লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, এটি বিভিন্ন উইকিপিডিয়া সম্পাদক কর্তৃক প্রাপ্ত উইকিপদকের তালিকা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।
সুপ্রিয় উইকিপিডিয়ান, গত ৩০ দিনে সর্বমোট কর্মের সংখ্যা ৫৩২টি। এভাবে কাজ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধশালী করে তুলুন। — ফেরদৌস • ১৮:১৮, ২৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা প্রতিরোধী কর্মকাণ্ডের জন্য আপনাকে এই পদক দেওয়া হল। আশা করি, সামনের দিনগুলোতেও আপনি ধ্বংসপ্রবণতা প্রতিরোধে অবদান রাখবেন। S. M. Nazmus Shakib (আলাপ) ১২:২৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
ধ্বংসপ্রবণতারোধে আপনার অবদান সত্যই প্রসংসার দাবী রাখে। আশা করি, আপনি একজন পরিশ্রমী ধ্বংসপ্রবণতারোধী সম্পাদক বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে এবং সুরক্ষায় আরো বেশী ভূমিকা রাখতে সক্ষম হবেন। আপনার জন্য ধ্বংসপ্রবণতারোধী এই পদকটি দিলাম। ShahadatHossain (আলাপ) ০৮:১৮, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
আপনাকে প্রতিদিন বিভিন্ন ভুল, ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করতে দেখি। আপনার এই অবদানের গুরুত্ব অপরিসীম। তাই আমার পক্ষ থেকে এই পদকটি দিলাম। চালিয়ে যান। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩১, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)
@RiazACU:, @রিয়াজ ভাই, আপনার জন্য এই ধ্বংসপ্রবণতাবিরোধী পদক, জানিনা আপনি আগে এই পদক পেয়েছিলান কিনা, যাই হোক আপনি ধ্বংসপ্রবণ রোধে অনেক কাজ করেছেন এবং ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবেন এই আশায় নিরন্তর শুভ কামনা। নুবান খান (আলাপ) ০৮:৪২, ২৬ মার্চ ২০২০ (ইউটিসি)
আপনার জন্য এই স্প্যামরোধী পদক পদক, বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে আপনার এই অবদানের গুরুত্ব অপরিসীম। এজন্য আমার পক্ষ থেকে এই পদকটি দিলাম। আসা করি এভাবেই আপনার কাজ চালিয়ে যাবেন! নাবিল(✉) ২০:৪৯, ২৭ মার্চ ২০২০ (ইউটিসি)
প্রিয় রিয়াজ ভাই নতুন সম্পাদকদের আপনি বিভিন্ন ভাবে সহায়তা করে থাকেন। সমস্যার সমাধান করে দেন, পরামর্শ দেন, উৎসাহ দেন এবং পথ দেখান। আমি যখন নতুন ছিলাম তখন আপনি আমাকে যেভাবে সাহায্য করেছেন, আমি তা কখনও ভুলবনা। তাই আপনার প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে এই পদক দিচ্ছি। -- সাদমানছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৯:৪৫, ১৪ মে ২০২০ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ায় ১০,০০০+ সম্পাদনার জন্য শুভেচ্ছা। নিরলস অবদান রাখার জন্য ধন্যবাদ ও শুভকামনা। সামনের দিনগুলিতে বাংলা উইকি আপনার হাত দিয়ে আরো সমৃদ্ধ হোক, এই প্রত্যয়ে ~ নাহিয়ানআলাপ ১৩:৪৪, ২৯ মে ২০২০ (ইউটিসি)
@RiazACU:, @রিয়াজ ভাই, আপনার জন্য এই পদক! আপনি একজন বড় মনের মানুষ, দক্ষ উইকি-সম্পাদক; আপনার উইকি যাত্রা আরো দীর্ঘ হোক - এই কামনা করি। ফয়সাল রেজা (আলাপ) ১৫:২৩, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আপনি আপনার অসাধারণ সমাধান দক্ষতা দিয়ে বারংবার আমায় সহায়তা করেছেন। এই পদকটিও তাই বিশেষভাবে আপনার জন্য। — আদিভাই • আলাপ • ১৪:৪৭, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
সুপ্রিয় RiazACU, উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষে অংশ নিয়ে নিবন্ধ পর্যালোচনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় আপনার অগ্রযাত্রা শুভ হোক, এই কামনায় - আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫৫, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
প্রিয় RiazACU, ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৭:২১, ১৫ মে ২০২১ (ইউটিসি)
ভাই, আপনার সাহায্যকারী মনোভাবের জন্য, উইকিতে নিরলস অবদানের জন্য, বিশেষ করে ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য, আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও স্যালুট রইলো। সামনের দিনগুলোতে আরো সামনে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা। Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১৭:০১, ১৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
দায়িত্ব পাওয়ার দুই মাসের মধ্যেই ৬১টি বাধাদান, ৭৯টি সুরক্ষা, ১৮টি অধিকার পরিবর্তন, ৪৫,০০+ অপসারণের লগ দেখে বোঝা যায় সম্প্রদায় ভুল ব্যক্তির উপর আস্থা রাখে নি। উইকিপিডিয়া সমৃদ্ধিতে আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। শুভকামনা সহ —শাকিল (আলাপ·অবদান) ২০:০১, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
নিয়মিতভাবে প্রশাসকীয় কাজ করায়, বিশেষত বিজ্ঞাপনমূলক ব্যবহারকারী পাতাগুলো অপসারণে আপনার তাৎক্ষণিক সহযোগিতার জন্য আপনাকে এই পদকটি প্রদান করছি। শুভকামনায়- Aishik Rehman (আলাপ) - ১৬:২০, ৬ আগস্ট ২০২২ (ইউটিসি)
সুপ্রিয় রিপন ভাই, শুভ ইংরেজি নববর্ষ! আপনি গত ১ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সর্বোচ্চ প্রশাসনিক কর্ম করেছেন এবং গত বছরে সর্বাধিক প্রশাসক কর্ম করেছেন, আপনাকে অভিনন্দন!!! ভবিষ্যতেও যেন আপনি বাংলা উইকিপিডিয়ায় এভাবে প্রশাসনিক কর্ম করে যান সেজন্য শুভেচ্ছা রইল।