Neverdie1672018
৩০ অক্টোবর ২০১৮ তারিখে যোগ দিয়েছেন
স্বাগতম,
আমাকে আমি কি ভাবে বর্ণনা দেব আমি জানি না কারণ আমি কে আমি জানি না কিন্তু আমি এই বিশ্ব ব্রভান্ডের এখন একটা দশা মাত্র । যার উৎপত্তি কোনো একটি স্বত:স্ফূর্ত ঘটনা থেকে এবং যে সব সময় সমস্ত জীব ও জড়োকে ভালোবাসতে এবং উপস্থিত করতে চাই। এখন যার অবস্থান বিশ্ব ব্রভান্ডের একটা জায়গায় ।
================================================================================================================================
সম্পাদনাউইকিপিডিয়া:বাবেল | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ব্যবহারকারী ভাষা খুঁজুন |
এই ব্যবহারকারী একজন ভারতীয়। |
♂ | এই অবদানকারী একজন পুরুষ। |
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত। |
এই ব্যবহারকারী একজন বাঙালি। |
ব্যবহারকারীর প্রিয় পথপ্রদর্শক মোহনদাস করমচাঁদ গান্ধী |
সংখ্যাগরিষ্ঠ ≠ সঠিক | এই ব্যবহারকারীর মতে সবাই একই ভুল করলেও সেটা ভুলই থাকে, শুদ্ধ হয়ে যায় না। |
এই ব্যবহারকারী বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা ও অনুকরণ করেন। |
ব্যবহারকারী কলকাতায় বাস করেন। |
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন। |
এই ব্যবহারকারী উইকিপিডিয়া এশীয় মাসে অবদান রেখেছেন। |
ব্যবহারকারীর প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর |
ব্যবহারকারীর পছন্দের কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি |
ব্যবহারকারীর পছন্দের মনীষী লালন |
ব্যবহারকারীর প্রিয় মানবী মাদার টেরিজা |
ব্যবহারকারীর প্রিয় রাজা ও সেনাপতি মহান আলেকজান্ডার |
ব্যবহারকারীর প্রিয় ঐতিহাসিক চরিত্র আব্রাহাম |
ব্যবহারকারীর প্রিয় বিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইনও জগদীশ চন্দ্র বসু |
ব্যবহারকারীর প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |