Desertsniper87
— উইকিপিডিয়ান —
নামসমিদ্ধ সরকার (তর্ষ)
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানঢাকা বাংলাদেশ
ভাষাবাংলা
সময় অঞ্চল+৬.০০
জাতিসত্তাবাঙালি
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি
ওজন৮‍১ কেজি
চুলকালো
শিক্ষা এবং কর্মসংস্থান
শিক্ষারাজশাহী কলেজিয়েট স্কুল
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ব্যবহারকারী বাক্স
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৬ বছর, ১০ মাস ও ২৫ দিন

আজ বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫;

শুভ সন্ধ্যা, আমি সমিদ্ধ সরকার, বাপ্রবি থেকে কম্পিউটার প্রকৌশলে স্নাতক (উচ্চ-মাধ্যমিক-২০১০)। ২০০৬ হতে ইংরেজী উইকিতে পাঠক ও ২০১৮ হতে বাংলা উইকিতে সম্পাদক হিসেবে আছি। অনুবাদজনিত যে কোন প্রয়োজন/পরামর্শ প্রদানে যোগাযোগ করতে পারেন।

আমার অবদান

সম্পাদনা

সময় রেখা

সম্পাদনা
  • প্রথম সম্পাদনা: ১৬ এপ্রিল ২০১৮
  • প্রথম পূর্ণ-অনুবাদ: ১৭ জুলাই ২০১৯

বানান শুদ্ধভাবে লেখার জন্য প্রয়োজনীয় নিবন্ধাবলী

সম্পাদনা
  1. উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম
  2. উইকিপিডিয়া:বাংলা প্রয়োগবিধি
  3. উইকিপিডিয়া:বাংলা ভাষায় বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ
  4. ণত্ব বিধান ও ষত্ব বিধান
  5. উইকিপিডিয়া:গণিত পরিভাষা
  দলগত কাজের পদক
সুপ্রিয় Desertsniper87,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

 
 

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯


সুপ্রিয় Desertsniper87!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বুধবার ১৩:১৬, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

ইয়ো ব্রো

সম্পাদনা

দিস ইজ মাই পেজ।

ব্রুা ব্রুা ব্রুা ব্রুা।