হুবাইব
৮ মার্চ ২০১৫ তারিখে যোগ দিয়েছেন
আমি চট্টগ্রাম থেকে আবদুল্লাহ মোহাম্মদ হুবাইব . হুবাইব নামেই পরিচিতদের কাছে পরিচিত। ২০১৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে HSC পরীক্ষা দিবো ইনশা'আল্লাহ। উইকিপিডিয়ার সাথে পরিচয় অনেকদিন ধরেই তবে সম্পাদনার সুচনা ৮ মার্চ ২০১৫ থেকে। আমি উইকিপিডিয়ায় থাকতে,লিখতে এবং পড়তে ভালবাসি।
আমার
প্রিয় চরিত্র- হযরত মোহাম্মদ (সাঃ) & প্রিয় কবি কাজী নজরুল ইসলাম'। |
আমি ভ্রমণ, ঘুম, লেখা-লেখি, ওয়েস্টার্ন সাহিত্য, মুভি অত্যন্ত পছন্দ করি। |
আমি অলস, পরীক্ষার আগের রাতে কবিতা লিখার অভ্যাস আছে, দিনে মিনিমাম ১০ ঘন্টা না ঘুমালে আমার ঘুম অপূর্ণ থেকে যায়। তবে আমি একজন স্বপ্নবাজ তাই আজও বেঁচে আছি |