রিয়াদ
১১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে যোগ দিয়েছেন
হ্যালো , আমি রিয়াদ ভালো নাম হাসান মাহমুদ রিয়াদ| ঢাকার মিরপুরে বাস করি | উইকিপিডিয়াতে ঘুরে বেড়াই মনের আনন্দে | বিষ্ময়কর একটা জায়গা | সম্মিলিত ভাবে কাজ করার বা নিজে তথ্য প্রযুক্তির এই বিশাল সমূদ্রে একটা পেন্সিলের দাগ দেয়ার এই সুযোগ কে হাতছাড়া করতে চায় | এই যে হাজার হাজার কম্পিউটার ব্যবহারকারী এবং তাদের এই ক্ষুদ্র প্রয়াস একদিন বিন্দু বিন্দু করেই কিশলয়ে পরিনত হবে, " এই বিশ্বাস কে সাথে নিয়েই আমার এ পথচলা "