খন্দকার মোহাম্মদ মোর্শেদ আলম
২৩ নভেম্বর ২০২১ তারিখে যোগ দিয়েছেন
সবাইকে আমার প্রোফাইলে স্বাগতম। আমি নিতান্তই চুপচাপ স্বভাবের মানুষ সেই জন্মলগ্ন থেকেই।তবে আমি একদমই চুপচাপও নই মনের দিক থেকে। আমার মনেও রয়েছে ভালোবাসা,ভালোলাগা, দুঃখ, আনন্দ, হতাশা। আর যেহেতু আমার মোটামুটি সব অনুভূতি কাজ করে তাই আমি কখনো কখনো ভুল করতেই পারি তাই সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কখনো ভুল করে ভুল করি।মানুষ হই আর মানুষ গড়তে সাহায্য করি,সুস্থ বিকাশে সুস্থ হয়ে বেঁচে থাকার প্রত্যয়ে দেখা হবে কোনো একদিন কোনো এক প্রান্তে।