বৌধ রাজ্য ছিল ব্রিটিশ রাজ আমলে ভারতের অন্যতম দেশীয় রাজ্য ছিল। এটি ১৮৭৪ সালে একটি রাজ্য হিসাবে স্বীকৃত পায় [] এবং এর রাজধানী ছিল বৌধ শহরে ছিল। এর সর্বশেষ শাসক ১৯৪৮ সালের ১ জানুয়ারিতে ভারতীয় ইউনিয়নের সাথে যোগদানপত্র স্বাক্ষর করেন।

বৌধ রাজ্য
ବୌଦ୍ଧ
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৮৭৪–১৯৪৮
বৌধের পতাকা
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া তে বৌধ রাজ্য
আয়তন 
• ১৯২১
৩,২৭৪ বর্গকিলোমিটার (১,২৬৪ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯২১
১৩০,১০৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৮৭৪
১৯৪৮
উত্তরসূরী
India
Baudh Princely State

ইতিহাস

সম্পাদনা

বৌধ ছিল উড়িষ্যার ২৬ টি সামন্ত রাজ্যের অন্যতম। কিংবদন্তি অনুসারে রাজ্যটি শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়েছে সম্ভত ব্রাহ্মণ দ্বারা, যে রাজা কেন্দুঝরের ভাইপোর উত্তরাধিকারী হিসাবে গৃহীত হয়েছিল।[]

দেশীয় রাজ্যটি বর্তমানে বৌধ জেলার মধ্যে অবস্থিত।

বৌধের শাসকগণ

সম্পাদনা

রাজ্যটির রাজারা ছিলেন:

  • ১৮৭৪–১৮৭৯ পিতাম্বর দেও
  • ১৮৭৯-১৯১৩ যোগেন্দ্র দেও
  • ১৯১৩–১৯৪৭ নারায়ণপ্রসাদ দেও

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Indian Princely States before 1947 A-J"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৫ 
  2. Malleson, G. B. An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984