বেনজীর আহমেদ
বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের একজন সাবেক কর্মকর্তা যিনি পুলিশের ৩০তম মহাপরিদর্শক ছিলেন। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] এরপূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
বেনজীর আহমেদ | |
---|---|
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) | |
কাজের মেয়াদ ১৫ এপ্রিল ২০২০ – ৩০ সেপ্টেম্বর ২০২২ | |
পূর্বসূরী | মোহাম্মদ জাবেদ পাটোয়ারী |
উত্তরসূরী | চৌধুরী আবদুল্লাহ আল মামুন |
র্যাব মহাপরিচালক | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারি ২০১৫ – ১৪ এপ্রিল ২০২০ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ | ১ অক্টোবর ১৯৬৩
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | ইংরেজি সাহিত্য |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।[৩] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন[৪] এবং ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাবেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[৩] পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর (সি আই) ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহা-পরিদর্শক ছিলেন। বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন।[৩] তিনি নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’ হিসেবে এক বছর কাজ করেন। তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]
তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে থাকাবস্থায় তার পদোন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।[৬]
নিষেধাজ্ঞা
সম্পাদনা২০২১ সালে 'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে বাংলাদেশ পুলিশ এর এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র্যাব নামে পরিচিত সেটি এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। আগে র্যাবের ডিজি ছিলেন আইজিপি বেনজির আহমেদ এজন্য নিষেধাজ্ঞায় তার নামটাও উঠে আসে। তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য। [৭]
দুর্নীতির অভিযোগ
সম্পাদনা২০২৪ সালের ৩১ মার্চ বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদ তার চাকরিজীবনে বেতন-ভাতা বাবদ মোট ১ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকা আয় করলেও গোপনে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে তিনি ৬০০ বিঘার সাভানা ইকো রিসোর্ট নামে একটি রিসোর্ট গড়ে তুলেছেন। পার্কের চারপাশে আরও ৮০০ বিঘা জমি কিনেছেন। তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরসহ পরিবারের সদস্যরা এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। রাজধানী ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ জেলাতেও তিনি বিপুল পরিমাণ জমি কিনেছেন। গুলশানে তার ২০ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে। বৈরাগীটোল এলাকায় অবস্থিত তার প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি। শুধু তাই নয় অভিযোগ উঠেছে দেশেই নাকি তার স্ত্রীর নামে প্রায় ১৭০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন নানা অপকর্ম, দুর্নীতি ও অনিয়ম করে। স্ত্রীর সাথে সাথে মেয়ের নামেও গড়ে তুলেছেন অঢেল সম্পদ![৮][৯]
পুরস্কার
সম্পাদনা- বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) - ২০১১, ২০১২, ২০১৪ এবং ২০১৬[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.somoynews.tv/news/2022-09-22/%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A1-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A6
- ↑ "'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড' একটি ভুল শব্দ (সাক্ষাৎকার)"।
- ↑ ক খ গ ঘ ঙ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮।
- ↑ "শহীদুল আইজিপি, বেনজীর র্যাবে"। ১৭ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮।
- ↑ "পুলিশপ্রধান শহীদুল, র্যাবের বেনজীর"।
- ↑ Ahsan, Zayadul। "Pariahs in police"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ২৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭।
- ↑ "আইজিপি ও র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কী"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৯।
- ↑ "বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ"। দৈনিক কালের কণ্ঠ। ৩১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪।
- ↑ "বেনজীরের মেয়ের বিশ্রামের জন্য সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট"। দৈনিক কালের কণ্ঠ। ৩১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪।