চৌধুরী আবদুল্লাহ আল মামুন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (৩১তম)

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন।[] ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়। এরপূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন[] ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন। ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন অপরাধের জন্য তাকে ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গ্রেফতার করা হয়।[]

চৌধুরী আবদুল্লাহ আল মামুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
কাজের মেয়াদ
৩০ সেপ্টেম্বর ২০২২ – ৭ আগষ্ট ২০২৪
রাষ্ট্রপতিমোঃ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীবেনজীর আহমেদ
উত্তরসূরীমোঃ ময়নুল ইসলাম
মহাপরিচালক
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান
কাজের মেয়াদ
৮ এপ্রিল ২০২০ – ২২ সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীবেনজীর আহমেদ
উত্তরসূরীএম খুরশীদ হোসেন
অপরাধ তদন্ত বিভাগ (বাংলাদেশ) প্রধান
কাজের মেয়াদ
২৮ আগস্ট ২০১৯ – ১৪ এপ্রিল ২০২০
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-01-01) ১ জানুয়ারি ১৯৬৪ (বয়স ৬১)
সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলা
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীডা. তৈয়বা মুসাররাত চৌধুরী
সম্পর্কচৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (ভাই)
শিক্ষাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পুরস্কারবাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)

মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন।[] তিনি এইচএসসি পাশ করেছেন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।[] তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।[] তিনি ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।[] তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার, এডিসি (ডিএমপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারীর পুলিশ সুপার, ডিএমপির উপ কমিশনার (ডিসি) এবং ঢাকা পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে ডিআইজি (অপারেশনস) এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ পান।

৩ সেপ্টেম্বর ২০২৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনকে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়।[][] ২০২৪ সালের ৭ আগষ্ট এক বিশেষ পরিস্থিতিতে তাকে অবসরে পাঠানো হয়।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মামুন ব্যক্তিগত জীবনে ডা. তৈয়বা মুসাররাত চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] এই দম্পতির দুই ছেলে ও এক কন্যা রয়েছে।[]

বিতর্ক

সম্পাদনা

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।[১০]

পুরস্কার

সম্পাদনা
  • বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)
  • রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ 
  2. "নতুন আইজিপি বেনজীর আহমেদ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  3. "সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেপ্তার"প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২৪। 
  4. "Biography – Dhaka Range DIG Office"www.dhakarange.police.gov.bd। ২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  5. "Who is Chowdhury Abdullah Al-Mamun, PPM | Biography | Information" 
  6. "আইজিপি হলেন বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক মামুন"যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  7. "ডিআইজি"ঢাকা রেঞ্জ। ২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  8. "confapp-2023-368" (পিডিএফ)জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৩-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৪ 
  9. "আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত"বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০২৩-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৩ 
  10. "সাবেক দুই আইজিপিসহ ৮৮ পুলিশের নামে হত্যা মামলা"দৈনিক প্রথম আলো। ১৫ সেপ্টেম্বর ২০২৪। Archived from the original on ৩০ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৪