বেইজিং সাবওয়ে (চীনা ভাষায়: 北京地鐵 পেইচিং তিথিয়ে "বেইজিং পাতাল রেল") চীনের রাজধানী বেইজিং ও তার আশেপাশের এলাকাকে সেবা প্রদানকারী দ্রুত রেল পরিবহন ব্যবস্থা। বর্তমানে এটিতে ৫টি লাইন আছে, যাদের মোট দৈর্ঘ্য ১৪২ কিমি এবং স্টেশনসংখ্যা ৯৩। প্রতিদিন প্রায় ৩০ লক্ষ লোক এই ব্যবস্থা ব্যবহার করেন। সাংহাই সাবওয়ে-র পরে এটি চীনের ২য় দীর্ঘতম সাবওয়ে ব্যবস্থা। ২০১৫ সালের মধ্যে এর দৈর্ঘ্য বাড়িয়ে ৫৬১ কিমি করার পরিকল্পনা নেয়া হয়েছে।

বেইজিং সাবওয়ে
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানবেইজিং
পরিবহনের ধরনদ্রুত পরিবহন
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৯৩
দৈনিক যাত্রীসংখ্যাপ্রায় ৩০ লক্ষ
চলাচল
চালুর তারিখ১৯৬৯
পরিচালক সংস্থাBeijing Mass Transit Railway Operation Corp., Ltd
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১৪২ কিমি
রেলপথের গেজ১৪৩৫ মিমি

আরও দেখুন

সম্পাদনা