বিহার পুনর্গঠন আইন, ২০০০
বিহার পুনর্গঠন আইন ছিল ২০০০ সালে ভারতের সংসদ কর্তৃক গৃহীত এবং বর্তমানে বলবৎ একটি আইন। লোকসভা ও রাজ্য সভায় যথাক্রমে ২ ও ১১ আগস্ট বিলটি পাস হয় এবং ফলস্বরূপ, ২০০০ সালের ১৫ নভেম্বরে নতুন ঝাড়খণ্ড রাজ্যের জন্ম হয়। [১] এটি ২০০০ সালের পূর্বের বিহার রাজ্যের একাংশ থেকে ঝাড়খণ্ড রাজ্য তৈরি করে। [২][৩] নির্বাচনের প্রতিশ্রুতি পূরণের জন্য অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার আইনটি চালু করেছিল।
বিহার পুনর্গঠন আইন, ২০০০ | |
---|---|
ভারতের সংসদ | |
প্রণয়নকারী | ভারতের সংসদ |
অবস্থা: বলবৎ |
সমালোচনা
সম্পাদনাঅর্জুন মুন্ডা একে পক্ষপাতদুষ্ট বলে মনে করেছিলেন বলে এটি সমালোচিত হয়েছিল। [৪]
সংজ্ঞা
সম্পাদনা- ধারা: এর মানে সংবিধানের একটি অনুচ্ছেদ। [২]
- নির্বাচন কমিশন: এর অর্থ ৩২৪ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত নির্বাচন কমিশন।
গুরুত্বপূর্ণ বিভাগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ The Unrest Axle: Ethno-social Movements in Eastern India edited by Gautam Kumar Bera। পৃষ্ঠা 60–61।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০।
- ↑ "Parliament passes Jharkhand bill"। thehindu.com। ২০ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০।
- ↑ "Opp. backs Munda on 'unfair' Bihar law"। Telegraph India। ১১ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০১ – http://www.telegraphindia.com/-এর মাধ্যমে।