বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল ক্লাবের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

অফিসিয়াল প্রতিযোগিতা (ফিফার জন্য):[]

প্রতিযোগিতা

সম্পাদনা
  • ইউরোপীয়/দক্ষিণ আমেরিকান কাপ, যা সাধারনভাবে ইন্টারকন্টিনেন্টাল কাপ অথবা টয়োটা কাপ নামে পরিচিত, ছিল একটি ফুটবল প্রতিযোগিতা যা উয়েফা এবং কনমেবল আয়োজন করত। এই ইউরোপের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও দক্ষিণ আমেরিকার কোপা লিবের্তাদোরেস বিজয়ীদের মাঝে অনুষ্ঠিত হত (সেই বছরগুলিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্লাবগুলো)। ১৯৮০ সালের পর সবগুলো প্রতিযোগিতা জাপানে অনুষ্ঠিত হয়েছে।

২০০০ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে এই কাপটিকে বলা হত বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশীপ

২০০৫ সাল থেকে ইন্টারকন্টিনেন্টাল কাপ বন্ধ করে তার স্থানে ফিফা ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যেটিতে উয়েফাকনমেবল ছাড়াও আরো অংশ নিচ্ছে উত্তর আমেরিকান, এশীয়, আফ্রিকান এবং ওশেনীয় বিজয়ীরা।

আসলে এটা ক্লাবের জন্য বিশ্ব কাপ মত আনুষ্ঠানিকভাবে গণ্য করা হয়।[][]

এটি বিশ্বের ছয়টি মহাদেশীয় ফুটবল সংস্থা থেকে শিরোপাধারী ক্লাবগুলোর ফুটবল প্রতিযোগিতাবিশেষ। জানুয়ারি, ২০০০ সালে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতা ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। দুই মহাদেশ নিয়ে ১৯৬০ সালে বার্ষিকাকারে প্রবর্তিত ইন্টারকন্টিনেন্টাল কাপের আদলে এ প্রতিযোগিতার রূপরেখা প্রণয়ন করা হয়। নতুন এ প্রতিযোগিতা প্রবর্তনের পূর্ব পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপাধারী দলগুলো বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নের মর্যাদা পেয়েছে। ২০০৫ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ ইন্টারকন্টিনেন্টাল কাপের স্থলাভিষিক্ত হয় এবং ২০০৬ সাল থেকে এটি বর্তমান নামে অদ্যাবধি প্রচলিত রয়েছে।[][]

পরিসংখ্যান

সম্পাদনা
 
ফিফা ক্লাব বিশ্বকাপ.
ক্লাব জাতি ট্রফি ইউরোপীয়ান/দক্ষিণ আমেরিকান কাপ ফিফা ক্লাব বিশ্বকাপ
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব   স্পেন ৩(১৯৬০, ১৯৯৮, ২০০২,) ৫ (২০১৪, ২০১৬, ২০১৭,২০১৯,২০২২)
এসি মিলান   ইতালি ৩ (১৯৬৯, ১৯৮৯, ১৯৯০) ১ (২০০৭)
অ্যাথলেটিক ক্লাব পেনারল   উরুগুয়ে ৩ (১৯৬১, ১৯৬৬, ১৯৮২)
জাতীয় ফুটবল ক্লাব   উরুগুয়ে ৩ (১৯৭১, ১৯৮০, ১৯৮৮)
বোকা জুনিয়র্স   আর্জেন্টিনা ৩ (১৯৭৭, ২০০০, ২০০৩)
সাও পাওলো ফুটবল ক্লাব   ব্রাজিল ২ (১৯৯২, ১৯৯৩) ১ (২০০৫)
ইন্টার মিলান   ইতালি ২ (১৯৬৪, ১৯৬৫) ১ (২০১০)
এফসি বায়ার্ন মিউনিখ   জার্মানি ২ (১৯৭৬, ২০০১) ১ (২০১৩)
ফুটবল ক্লাব বার্সেলোনা   স্পেন ৩ (২০০৯, ২০১১, ২০১৫)
সান্তোস ফুটবল ক্লাব   ব্রাজিল ২ (১৯৬২, ১৯৬৩)
ইন্ডিপেন্ডেন্ট   আর্জেন্টিনা ২ (১৯৭৩, ১৯৮৪)
এএফসি আয়াক্স   নেদারল্যান্ডস ২ (১৯৭২, ১৯৯৫)
জুভেন্টাস ফুটবল ক্লাব   ইতালি ২ (১৯৮৫, ১৯৯৬)
ফুটবল ক্লাব দু পোর্তো   পর্তুগাল ২ (১৯৮৭, ২০০৮)
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব   ইংল্যান্ড ১ (১৯৯৯) ১ (২০০৮)
করিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব   ব্রাজিল ২ (২০০০, ২০১২)
রেসিং ক্লাব   আর্জেন্টিনা ১ (১৯৬৭)
লা প্লাটা এর ছাত্র   আর্জেন্টিনা ১ (১৯৬৮)
এফ। রটারডাম   নেদারল্যান্ডস ১ (১৯৭০)
আতলেতিকো মাদ্রিদ   স্পেন ১ (১৯৭৪)
অলিম্পিয়া ক্লাব   প্যারাগুয়ে ১ (১৯৭৯)
ফ্লেমিশ   ব্রাজিল ১ (১৯৮১)
গ্রিমিয়ো পোর্টো আলেগ্রে   ব্রাজিল ১ (১৯৮৩)
ক্লাব আতলেতিকো রিভার প্লেত   আর্জেন্টিনা ১ (১৯৮৬)
রেড স্টার বেলগ্রেড   যুগোস্লাভিয়া ১ (১৯৯১)
কি।এ।ভি। সারসফিল্ড   আর্জেন্টিনা ১ (১৯৯৪)
বরুসিয়া ডর্টমুন্ড   জার্মানি ১ (১৯৯৭)
স্পোর্ট ক্লাব ইন্টারন্যাশনাল   ব্রাজিল ১ (২০০৬)
লিভারপুল ফুটবল ক্লাব   ইংল্যান্ড ১ (২০১৯)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FIFA Statute" (পিডিএফ)FIFA StatuteZurich: Fédération Internationale de Football Association: পৃ: 5, 17, 18, 19। মে ২০১৩। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮ 
  2. FIFA Council approves key organisational elements of the FIFA World Cup ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ অক্টোবর ২০১৭ তারিখে - Recognition of all European and South American teams that won the Intercontinental Cup – played between 1960 and 2004 – as club world champions./ www.fifa.com
  3. "FIFA Club World Cup UAE 2017: Statistical Kit" (পিডিএফ)। পৃষ্ঠা ১৫, ৪০, ৪১, ৪২। ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮ 
  4. "FIFA Club World Championship TOYOTA Cup Japan 2005: Report and Statistics" (পিডিএফ)। পৃষ্ঠা ৫, ১৯। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮